এক দল প্রতিবাদী গেরুয়া পতাকা নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, ব্যারিকেড ভাঙছে, এই মর্মে ছত্তীসগঢ়ের (Chhattisgarh) কোরবা এলাকার একটি ভিডিওকে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মথুরার ঘটনার দৃশ্য বলে ভুয়ো দাবি সহ শেয়ার করা হচ্ছে।
বুম দেখে, দৃশ্যটি ছত্তীসগঢ়ের কোরবা অঞ্চলের, যেখানে অক্টোবর মাসে বিশ্ব হিন্দু পরিষদের স্বেচ্ছাসেবকরা একটি সমাবেশের আয়োজন করেছিল।
এই ভিডিওটি ভাইরাল হওয়ার পিছনে রয়েছে ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের ২৯তম বার্ষিকীতে মথুরায় ব্যাপক পুলিশি মোতায়েন করার ঘটনা। ওই দিনই অখিল ভারত হিন্দু মহাসভা নামে একটি দক্ষিণপন্থী সংগঠন মথুরার শাহি ঈদগায় কৃষ্ণের একটি মূর্তি প্রতিষ্ঠা করার হুমকি দিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য স্থানীয় পুলিশ কঠোরভাবে সেই প্রচেষ্টা মোকাবিলা করার কথা জানালে সংগঠনটি তাদের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয় বলে এনডিটিভি জানিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওটির হিন্দি ক্যাপশনের অনুবাদ করলে দাঁড়ায়, "বড় খবর! এই সময়ের বড় খবর! কৃষ্ণ ভক্তরা মথুরায় ব্যারিকেড ভেঙে দিয়েছে। জয় শ্রীকৃষ্ণ! জয় শ্রীরাম! হর হর মহাদেব!"
ভাইরাল পোস্টটি এখানে দেখতে পারেন।
(হিন্দিতে ক্যাপশন: ब्रेकिंग न्यूज़ इस वक़्त की बड़ी खबर मथुरा में कृष्ण भक्तों ने बेरीकेटिंग तोड़ दी जय श्री कृष्णा जय श्री राम हर हर महादेव)
ফেসবুকেও ভাইরাল
আরও পড়ুন: মিথ্যে দাবিতে ছড়াল চিত্রনাট্য আধারিত মেয়েদের মদ্যপানের ভিডিও
তথ্য যাচাই
বুম দেখে ভাইরাল হওয়া ভিডিওটি আদৌ উত্তরপ্রদেশের মথুরার নয়, বরং ছত্তীসগঢ়ের কোরবা অঞ্চলের, যেখানে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা অক্টোবর মাসে একটি সমাবেশ সংগঠিত করেছিল।
টুইটার ব্যবহারকারীদের প্রতি মথুরা পুলিশের জবাবেই আমরা এ কথা জানতে পারি, ভিডিওর দৃশ্যাবলী মথুরার নয়, "এই ভিডিওটার সঙ্গে মথুরা জেলার কোনও সম্পর্ক নেই। যে এই বিভ্রান্তিকর ভিডিওটি পোস্ট করেছে, আমরা তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দয়া করে গুজব ছড়াবেন না। শান্তি বজায় রাখতে সাহায্য করুন।"
ভিডিওটিতে যে পুলিশের উর্দি দেখা যাচ্ছে, তা খতিয়ে দেখে আমরা বুঝেছি, সেটি ছত্তীসগঢ়ের পুলিশের উর্দির প্রতীক চিহ্নিত।
সেই সূত্র অনুসরণ করে আমরা খোঁজখবর করি 'ছত্তীসগঢ় পুলিশ', 'প্রতিবাদ' ইত্যাদি মূল শব্দ বসিয়ে। আর তাতেই আমরা কয়েকটি স্থানীয় সংবাদ-প্রতিবেদনের হদিশ পাই, যাতে ছত্তীসগঢ়ের কোরবায় এই ঘটনার উল্লেখ রয়েছে, যেখানে কাওয়ার্ধা কাণ্ডের প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকরা রাজ্য জুড়ে প্রতিবাদ জানাচ্ছিল এবং কোরবায় তারা পুলিশের সঙ্গে সংঘর্ষেও লিপ্ত হয়। ২০২১ সালের অক্টোবরে ছত্তীসগঢ়ের কাওয়ার্ধায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার রিপোর্ট এখানে পড়ে নিতে পারেন।
নীচের ভিডিও প্রতিবেদনে যে হলুদ রঙের বোর্ডগুলো দেখা যাচ্ছে, ভাইরাল ভিডিওর সঙ্গে তা হুবহু মিলে যায়।
তাছাড়া, ইটিভি ভারত ছত্তীসগঢ়ের ভিডিও রিপোর্টেও আমরা প্রতিবাদ-স্থলের যে ছবি পাই, সেখানেও একই ধরনের দৃশ্য রয়েছে, যার পটভূমিতে আছে এইচডিএফসি ব্যাংকের একটি শাখা এবং বেশ কয়েকটি হলুদ বোর্ড, যার চার পাশে বহু লোক গেরুয়া ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে রয়েছে।
ইটিভি ভারত-ই রিপোর্ট করেছিল যে, ঘটনাটি ঘটেছিল ছত্তীসগঢ় রাজ্যের কোরবায়, যেখানে বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকরা প্রতিবাদ জানাচ্ছিল এবং স্থানীয় প্রশাসন তাদের সমাবেশ করার অনুমতি দেয়নি।
আরও পড়ুন: না, আজমল কাসভের মৃত্যুদণ্ড রদের পিটিশানে সই করেননি অখিলেশ যাদব