Claim
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করলে রতন টাটা ৬,০০০০ কোটি টাকা বিনিয়োগ করবে এই ভুয়ো দাবি আবার জিইয়ে উঠল রাজ্য বিধানসভা নির্বাচনের সময়। ভাইরাল হওয়া গ্রাফিক পোস্টে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে রতন টাটার ছবি দেওয়া হয়েছে। ওই গ্রাফিকে লেখা হয়েছে, “পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করলে ৬,০০০ কোটি টাকার বিনিয়োগ করা হবে। রতন টাটা।” ফেসবুকে পোস্টটিশেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, “ভরসার জায়গা একটাই "ভারতীয় জনতা পার্টি।"
Fact
বুম যাচাই করে দেখে রতন টাটার এই ভুয়ো মন্তব্যের উৎস ২০১৯ সালের একটি ভুঁইফোড় ওয়েবসাইটের প্রতিবেদন। ওই প্রতিবেদনেই শিরোনাম লেখা হয়, ''পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন ঘটলে টাটা গ্রুপ ৬,০০০ কোটি বিনিয়োগ করবে বললেন রতন টাটা।'' ২০১১ সালের অগস্ট মাসে বিনিয়োগের ব্যাপারে ইচ্ছা প্রকাশ করে রতন টাটা বলেন, তার জন্য রাজ্য অস্থিরতার পরিবেশের পরিবর্তন জরুরি। ২০১৪ সালের অগস্ট মাসে কোলকাতায় এক আলোচনাচক্রে রতন টাটা, ন্যানো কারখানা সরানোর ব্যাপারে মুখ খোলেন। তিনি বলেন রাজনৈতিক অস্থিরতার কারণে টাটা অন্য রাজ্যে কারখানা সারাতে বাধ্য হয়। বুম ৬,০০০ কোটি বিনিয়োগ নিয়ে ২০১৯ সালে বা সম্প্রতি বলা টাটার কোন মন্তব্য খুঁজে পায়নি। ২০২০ সালের জানুয়ারি মাসে একই ভুয়ো দাবি সহ গ্রাফিক পোস্ট ভাইরাল হলে বুম তার তথ্যযাচাই করেছিল।