ফ্যাক্ট চেক

প্রথমবার সন্তানসম্ভবা স্বরা ভাস্কর, 'নিউজ ২৪' এর নামে ছড়াল ভুয়ো টুইট

বুম 'নিউজ ২৪' ডিজিটাল এর প্রধান মানক গুপ্তর সঙ্গে বুম যোগাযোগ করলে তিনি বলেন—টুইটটি ভুয়ো, চ্যানেল ওই টুইট করেনি।

By - Runjay Kumar | 3 Jun 2023 5:38 PM IST

প্রথমবার সন্তানসম্ভবা স্বরা ভাস্কর, নিউজ ২৪ এর নামে ছড়াল ভুয়ো টুইট

'নিউজ ২৪' চ্যানেলের (News 24) নামে তৈরি একটি ভাইরাল হওয়া ভুয়ো টুইটে দাবি করা হয়েছে, তাঁদের বিয়ের (wedding) পাঁচ মাস পরে, স্বরা ভাস্কর (Swara Bhasker) ও তাঁর স্বামী ফাহাদ আহমদ (Fahad Ahmad) জুলাই মাসে তাঁদের প্রথম সন্তানের জন্মের অপেক্ষায় রয়েছেন।

বুম নিউজ-২৪ চ্যানেলের ডিজিটাল বিভাগের প্রধান মনাক গুপ্তর সঙ্গে যোগাযোগ করলে, তিনি নিশ্চিত করেন যে, টুইটটি ভুয়ো (Fake Tweet)—সেটি নিউজ ২৪-এর হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়নি।

টুইটটির স্ক্রিনশটে দেখা যাচ্ছে সেটিতে 'নিউজ ২৪'-এর লোগো ও টুইটার হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে। সেখানে হিন্দিতে লেখা হয়েছে, “স্বরা ভাস্কর অন্তঃসত্ত্বা। তাঁর স্বামী ফাহাদ আহমদ এই কথা নিশ্চিত করে জানিয়েছেন। জুলাইয়ে শিশুটির জন্ম হবে। অভিনেত্রীর চেয়ে আট বছরের ছোট আহমদের সঙ্গে তাঁর বিয়ে হয় এই ফেব্রুয়ারিতে।

(হিন্দিতে ক্যাপশন: स्वरा भास्कर हुई प्रेग्नेंट, शौहर फवाद अहमद ने किया कन्फर्म, जुलाई में हो सकती है डिलवरी, इस मशहूर हीरोइन ने फरवरी में ही किया था अपने से 8 साल छोटे फवाद से निकाह)

একই স্ক্রিনশটটি ফেসবুকেও ভাইরাল হয়েছে। সেখানে বেশ কিছু দক্ষিণপন্থী ফেসবুক পেজে অভিনেত্রীর মাতৃত্ব সম্পর্কে নারী বিদ্বেষী মন্তব্য করা হয়েছে।


Full View



তথ্য যাচাই

খুঁটিয়ে দেখলে চোখে পড়ে যে, ভাইরাল টুইটটির স্ক্রিনশটে স্বরা ভাস্করের স্বামীর নামের বানান ভুল লেখা হয়েছে। হওয়া উচিত ফাহাদ আহমদ কিন্তু লেখা হয়েছে ফাহাদ আহমেদ। তাছাড়া টুইটটিতে দাবি করা হয়েছে আহমদ স্বরা ভাস্করের চেয়ে আট বছরের ছোট। বাস্তবে তিনি চার বছরের ছোট।

স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪, অনুযায়ী স্বরা ভাস্কর ও ফাহাদ আহমদ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩-এ বিয়ে করেন। ফাহাদ আহমদ একজন রাজনীতিক—সমাজবাদী পার্টির নেতা। তিনি ওই রাজনৈতিক দলের মহারাষ্ট্র ও মুম্বই শাখার সভাপতি। বুম ২৮ মে, ২০২৩ থেকে 'নিউজ ২৪'-এর হ্যান্ডেলটি খুঁটিয়ে দেখে। কিন্তু সেখানে স্বরা ভাস্কর ও তার গর্ভধারণ সংক্রান্ত কোনও টুইট দেখা যায় না। বরং, ভাইরাল টুইটের সময়টিতে (বিকেল ৪:৪৭) একটি অন্য টুইট করা হয়। তাতে ছিল প্রতিবাদরত কুস্তিগিরদের পাশে কৃষকদের দাঁড়ানোর ভিডিও। এটাই প্রমাণ করে যে, টুইটটি জালিয়াতি করে তৈরি করা হয়েছে।



চ্যানেলটির ডিজিটাল বিভাগের প্রধানের সঙ্গে যোগাযোগ করলে, তিনি স্পষ্ট করেন যে, স্বরা ভাস্কর সম্পর্কে তারা শেষ টুইট করেন ২০ মার্চ, ২০২৩।

একটি টুইটের মাধ্যমে 'নিউজ ২৪' জানায় ওই ভাইরাল স্ক্রিনশটটি ভুয়ো।







Tags:

Related Stories