Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

মেয়েকে বিয়ে করেছেন বাবা! ভুয়ো রিপোর্ট করল আনন্দবাজার, টিভি৯ বাংলা

বুম দেখে ওই ভিডিওতে কোনও সত্যিকারের ঘটনা দেখা যায় না। একজন কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করেছিলেন ভিডিওটি।

By -  Srijit Das |

4 Dec 2024 7:27 PM IST

২৪ বছরের মেয়েকে বিয়ে করেছেন ৫০ বছর বয়সি বাবা (Father-Daughter Marriage) দাবিতে সম্প্রতি এক ভিডিওর বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে বাংলার কিছু প্রথম সারির সংবাদমাধ্যম।

সমাজমাধ্যমে ভাইরাল ওই ভিডিওতে এক তরুণী মাথায় সিঁদুর গলায় মঙ্গলসূত্র পড়ে পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে বাবা হিসেবে দাবি করছেন বলে উল্লেখ করা হয়।

বাবা ও মেয়ের সম্পর্ককে অপমান করায় সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি নিয়ে বিতর্ক তৈরির কথাও বলা হয় প্রতিবেদনগুলিতে। 

বুম দেখে ভাইরাল এই ভিডিও কোনও সত্যিকারের ঘটনা নয়। আমরা দেখি, ভিডিওটি আসলে নাটক যার দীর্ঘতর সংস্করণে শ্বশুরের বৌমাকে বিয়ে করার ঘটনা দেখতে পাওয়া যায়।  

আনন্দবাজার পত্রিকা অনলাইন ভাইরাল সেই ভিডিওর বিষয়ে লেখে, "৫০ বছর বয়সি বাবাকে বিয়ে করেছেন ২৪ বছরের মেয়ে! বাবার সঙ্গে নববধূর বেশে ভিডিয়ো করে সেটা সমাজমাধ্যমে পোস্ট করেছেন নিজেই। সেই ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন নেটাগরিকেরা। তবে মেয়ে আগেই জানিয়ে দিয়েছেন, বাবাকে বিয়ে করায় তিনি লজ্জিত নন। বরং পছন্দের মানুষকে বিয়ে করতে পেরে খুবই খুশি।"

তবে "৫০ বছর বয়সি বাবাকে বিয়ে ২৪-এর কন্যার! বললেন, অনেক দিন ধরে শুধু ওঁকেই চেয়েছি" শীর্ষকসমেত সেই রিপোর্টটি ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই না করেই প্রকাশ করা হয়েছে বলে উল্লেখ করে আনন্দবাজার অনলাইন। 

আনন্দবাজার ছাড়াও বাবা-মেয়ের বিয়ে দাবিতে এই ভিডিওর বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে টিভি৯ বাংলা, সংবাদ প্রতিদিন, উত্তরবঙ্গ সংবাদ, এশিয়ানেট নিউজ বাংলা, আজকালের মতো সংবাদমাধ্যম। 

বাবা-মেয়ের বিয়ে: ভাইরাল ভিডিওর সত্যতা

বুম ভাইরাল ভিডিওতে থাকা কী-ফ্রেমগুলি রিভার্স সার্চ করার পাশাপাশি সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে এই ভিডিওর দীর্ঘতর সংস্করণটি খুঁজে ইউটিউবে খুঁজে পায়।

আমরা দেখি, রয়াল টাইগার নামের এক যাচাইকৃত ইউটিউব চ্যানেলে ভিডিওটির দীর্ঘতর সংস্করণ ২ নভেম্বর, ২০২৪ তারিখে আপলোড করা হয়েছিল। 

Full View

দেখা যায়, দীর্ঘতর ভিডিওটির ৪৭ সেকেন্ড অংশে এক 'ডিসক্লেইমার' রয়েছে যাতে স্পষ্ট উল্লেখ করা, 'ভিডিওটি সম্পূর্ণরূপে বিনোদনমূলক কারণে বানানো'। ভিডিওতে থাকা সেই অংশ নিচে দেখান হল।

এছাড়াও, আমরা ভিডিওটি পুরোটা দেখার পর জানতে পারি, তাতে আদতে শ্বশুরের বৌমাকে বিয়ে করার দৃশ্য দেখান হয়েছে। সংবাদমাধ্যমে বাবার মেয়েকে বিয়ের যেমনটা দাবি করে প্রতিবেদনগুলি প্রকাশ করা হয়েছে, তেমনটা একেবারেই নয়। 

আমরা এরপর ইউটিউব চ্যানেলটি খতিয়ে দেখে জানতে পারি তা চালান অঙ্কিতা কারোটিয়া নামের এক কন্টেন্ট ক্রিয়েটার। অঙ্কিতা তার ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজেকে একজন 'ভিডিও নির্মাতা' এবং দিল্লির একজন 'প্র্যাঙ্কস্টার' বলে উল্লেখ করেন। 

তাছাড়াও আমরা লক্ষ্য করি, ভাইরাল ভিডিওর শ্বশুরের ভূমিকায় অভিনয় করা ব্যক্তি, ওই চ্যানেলে আপলোড হওয়া অন্য এক ভিডিওতেও রয়েছেন। একই কন্টেন্ট ক্রিয়েটারের অন্য এক ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া আরেকটি ভিডিওতেও ওই ব্যক্তিকে অটোচালকের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়।

Full View

বুম অঙ্কিতা কারোটিয়া নামের ওই কন্টেন্ট ক্রিয়েটরের সাথে যোগাযোগ করেছে। অঙ্কিতা এবিষয়ে তার প্রতিক্রিয়া জানালে এই প্রতিবেদনে তা সংযোজন করা হবে। 


Tags:

Related Stories