সোশাল মিডিয়ায় তাতারস্তানে (Tatarstan) ইফতারি (Iftar) নামাজের (Namaz) ভিডিও ভুয়ো দাবিতে (false claim) কাতারে অনুষ্ঠিত ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) দৃশ্য বলে ভুয়ো দাবি সহ ছড়ানো হচ্ছে।
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি ২০১৯ সালের ২৫ মে তাতারস্তানের "কাজান এরিনা" স্টেডিয়ামে আয়োজিত ইফতার উপলক্ষ্যে নামাজের দৃশ্য।
খলিজটাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কাতারের আল বায়েত স্টেডিয়ামে (Al Bayt Stadium) ২০ বছর বয়সী ইউটিউবার ও উদ্যোগপতি (Ghanim Al Muftah) ঘানিম আল মুফতারকোরান পাঠের মাধ্যমে সূচনা হয় ফিফা ফুটবল বিশ্বকাপের। অস্কার বিজয়ী হলিউড তারকা মর্গানফ্রিম্যান (Morgan Freeman) উপস্থিত ছিলেন এই বর্ণাঢ্য মুহূর্তে। ঘানিম জন্মগত ভাবেশিরদাঁড়া সংক্রান্ত সমস্যার প্রতিকূলতা জয় করে উত্তোরণ করেছেন আবর দুনিয়ারসর্বোচ্চ শৃঙ্গ জবাল সামস।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ৩০ মিনিটের ভিডিওতে দেখা যায় একটিস্টেডিয়ামের ভেতরে জনতার নামাজ পড়ার দৃশ্য।
ফেসবুকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশন লিখেছেন, "ফুটবল খেলার মাঠে নামাজেরদৃশ্য দেখে মন জুরিয়ে গেল, যেন সমস্ত দিক থেকে ইসলামেরসৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করে যাচ্ছে"
ফেসবুকপোস্টটি দেখুন এখানে।
ভিডিওটিকে কোনও কোনও ফেসবুক ব্যবহারকারী কাতারে অনুষ্ঠিত ফিফা ফুটবল বিশ্বকাপের স্টেডিয়ামে নামাজের দৃশ্য বলে দাবি করছেন।
আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায় "হিন্দুদের গুন্ডা" বলেন দাবিতে ছড়াল ভোট প্রচারের ছাঁটাই ভিডিও
তথ্য যাচাই
বুম রিভার্সসার্চ করে ২৬ মে ২০১৯ তুর্কী ভাষায় প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায়। ওই প্রতিবেদনেরশিরোনামের অনুবাদ, "১৫ হাজার মানুষের ইফতার তাতারস্তানের কাজানে"। ওইপ্রতিবেদেনে কাজান এরিনা স্টেডিয়ামে ইসলাম ধর্মাবলম্বীদের ইফতারে অংশ নেওয়ার খবরটিছবি সহ প্রকাশিত হতে দেখা যায়।
কাজানে ওই ইফতার অনুষ্ঠিত হয়ে আসছে ২০১৩ সাল থেকে। স্থানীয় ওয়েবসাইটেও বিষয়টি নিয়ে ছবি সহ প্রতিবেদন প্রকাশিত হয়। ছবির সূত্র হিসাবে উল্লেখ করা হয় তাতার ইনফর্ম ওয়েবাসাইটকে।
২০১৯ সালের২৫ মে অনুষ্ঠিত ইফতারের ছবি দেখা যাবে সংবাদ সংস্থা রয়টর্সের ছবিতেও। ইফতারেরসাজানো ফলাহার দেখা যায় রয়টর্সের আরেকটি ছবিতে।
ইউটিউবে একাধিকব্যবহারকারী ভিডিওটিকে কাজান স্টেডিয়ামে প্রার্থনা বলে উল্লেখ করেছেন। ভিডিওগুলি দেখুন এখানে ও এখানে। একাধিক ফেসবুক পোস্টেও ২৫ মে ২০১৯ অনুষ্ঠিত ইফতার উপলক্ষ্যে নামাজ বলে দাবি করা হয়েছে। দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানে ও এখানে।
নিচে ভিডিওর দৃশ্যে ও স্থানীয় ওয়েবাসাইটে প্রকাশিত ছবির তুলনা করা হল।
২০১৮ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিতহয়েছিল কাজান এরিনাতে। বলা বাহুল্য, সংশ্লিষ্ট ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ ও ২০২২সালের কাতার বিশ্বকাপের সঙ্গে কাজান এরিনার কোনও যোগ নেই।
আরও পড়ুন: মৃত প্রেমিকাকে প্রেমিকের সিঁদুর দানের ভিডিও সব্যসাচী ও প্রয়াত ঐন্দ্রিলার নয়