ইন্ডিয়ান অয়েলের ৬৫ তম বর্ষপূর্তিতে জ্বালানির ক্রয়মূল্যে (Indian Oil) বিশেষ ভর্তুকি (fuel subsidy) দেওয়া হচ্ছে এই মর্মে হোয়াটঅ্যাপে ভুয়ো লিঙ্ক ছড়ানো হচ্ছে। লিঙ্কে দেওয়া ক্যুইজ (Contest) প্রতিযোগিতা আসলে ভুয়ো জানিয়ে জনগনকে সতর্ক করল সংস্থা ও পুলিশ প্রশাসন (Kolkata Police)।
সোশাল মিডিয়ায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিডেট ও কলকাতা পুলিশের তরফে বার্তায় এই ভুয়ো হোয়াটসঅ্যাপ বার্তা সম্পর্কে সচেতন হতে বলা হচ্ছে।
বুম দেখে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়ানো বিভিন্ন লিঙ্কে দাবি করা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তাদের ৬৫ বছর পূর্তিতে জ্বালানির উপর বিশেষ ভর্তুকি দিচ্ছে। ওই ভর্তুকি পেতে বার্তায় দেওয়া লিঙ্কে গিয়ে দিতে হবে কিছু প্রশ্নের উত্তর।
বুম পাঠকদের সাইবার নিরাপত্তার কথা ভেবে প্রতিবেদেনে ওই সব পোস্টের লিঙ্ক যুক্ত করা থেকে বিরত থাকছে। নিচে এই ভুয়ো দাবি সংবলিত পোস্টের স্ক্রিনশট দেওয়া হল।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ১৮ জানুয়ারি ২০২৩ ফেসবুকে জানায়, “ইন্ডিয়া অয়েলের তরফে প্রতিযোগিতা দাবি করা ভুয়ো প্রতিযোগিতা সম্পর্কে সতর্ক থাকুন। সব ধরণের প্রতিযোগিতা/ঘোষণা শুধুমাত্র নিজস্ব ওয়েবসাইটে এবং যাচাই করা সোশাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা হবে। অজানা সূত্রকে ব্যক্তিগত তথ্য দেবেন না। সতর্ক থাকুন, নিরাপাদ থাকুন।”
কলকাতা পুলিশের তরফেও টুইট করে বিষয়টি নিয়ে জনগনকে সচেতন থাকতে বলা হয়েছে। ওই বার্তায় আরও বলা হয়েছে, ২০২২ সালের জুন মাস থেকে ওই ভুয়ো লিঙ্ক হোয়াটসঅ্যাপে ছড়ানো হচ্ছে। আবারও সক্রিয়ভাবে সেটি ২০২৩ সালের জানুয়ারি মাসে ছড়াচ্ছে। সেজন্যই সতর্ক থাকতে বলা হচ্ছে প্রশাসনের তরফে।
ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জ্বলানির জন্য ইন্ডেন এলপিজি গ্যাস ও জ্বালানি তেল উত্তোলন এবং সরবরাহ সহ পেট্রোকেমিক্যাল উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত। দেশের বাইরে শ্রীলঙ্কা, মরিশাস ও আরব দুনিয়ায় অংশীদারিত্ব রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের।
ফিশিং লিঙ্ক
গ্রাহকদের থেকে বিভিন্ন ব্যক্তিগত তথ্য হাতাতে অনেক সময় এই ধরণের ফিশিং লিঙ্ক ছড়ায় সাইবার অপরাধীরা। এসব ক্ষেত্রে আর্থিক ক্ষতির ঝুঁকি থেকে যায়।