সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক মহিলার কিছু ছবি পোস্ট করে দাবি করে হয়, ছবিতে রাষ্ট্ৰীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) মেয়ে রবীনা শর্মাকে দেখা যায় যিনি কেরালার একজন মুসলিম ব্যক্তি আব্দুল রইস খানকে বিয়ে করার জন্য জিদ করেন।
এছাড়াও ওই পোস্টে দাবি করা হয়, বহুদিন পর ভিন্নধর্মের ব্যক্তির সাথে মেয়ের এই সম্পর্কের অনুমোদন দেন আরএসএস প্রধান।
বুম যাচাই করে দেখে, মোহন ভাগবত অবিবাহিত এবং দাবিটি ভুয়ো। পোস্টে থাকা ছবিতে গুজরাটের এক ব্যবসায়ী ডিম্পল আহুজাকে দেখতে পাওয়া যায় যার সাথে ভাগবতের কোনও সম্পর্ক নেই।
ভাইরাল দাবি
ফেসবুকে এক ব্যবহারকারী ওই মহিলার দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "বাবা সারাদিন হিন্দু রাষ্ট্র করার কথা বলে মুসলিম মুক্ত দেশ করার কথা বলে কিন্তু মনটা দিয়েছে তার মেয়ে আব্দুল রইস খানকে...। হ্যাঁ ইনি মোহনভাগবত আরএসএস এর অন্যতম প্রধান সদস্য সেই মেয়ে যে আব্দুলকে বিয়ে করার জন্য জিদ করে। রবীনা শর্মা যখন রাশিয়ার সাথে ডাক্তার পড়ছিলেন, তখন কেরালার রইস খানের সাথে তার সম্পর্ক অটুট হয়ে গেছে। উভয়েই গত তিন বছর ধরে রাশিয়ার একটি হোস্টেলে বসবাস করছে এবং একে অপরের সাথে অসংখ্যবার "ব্ল্যাক কফি" পান করেছে। রবীনা শর্মা যখন তার বাবা করানের সাথে বিয়ে করেন ভাগবতের সাথে যখন কথা বললাম, তার বাবা মুসলিম নাম শুনে স্তব্ধ হয়ে গেলেন এবং তার গুরুজন মোহন ভাগবতের সাথে সব সত্য পরিচয় করিয়ে দিলেন....। বহু দিন পর এই সম্পর্কের অনুমোদন দিয়েছেন মোহন ভাগবত। কারণ আরএসএস, বজরং দল ও বিজেপির অর্ধেকেরও বেশি নেতা মুসলিম বাড়ি থেকে। আমার ও আমার ফেসবুক বন্ধুদের পক্ষ থেকে আব্দুল রইস খান কে অনেক অনেক অভিনন্দন।।। তীর লক্ষ্যের উপর......... ,"।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।
কী পেলাম আমরা অনুসন্ধানে: দাবিটি ভুয়ো; মোহন ভাগবত অবিবাহিত
১. ছবির মহিলা হলেন ব্যবসায়ী ডিম্পল আহুজা: বুম ভাইরাল দাবিটি যাচাই করতে গুগল লেন্স দিয়ে ভাইরাল ছবিটি অনুসন্ধান করে দেখতে পায়, ছবিতে দেখতে পাওয়া মহিলা হলেন বিউটি বিশেষজ্ঞ ও ব্যবসায়ী ডিম্পল আহুজা যিনি গুজরাটের সুরাটে থাকেন।
গুগল লেন্স অনুসন্ধানে ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় যেখানে ডিম্পল আহুজা নামের একটি ইনস্টাগ্রাম ফ্যানপেজের উল্লেখ দেখা যায়। সেই ফ্যানপেজে ডিম্পল আহুজার আসল অ্যাকাউন্টও ট্যাগ করা হয়। ডিম্পল আহুজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভাইরাল এই ছবির একাধিক ভিডিও রয়েছে।
ডিম্পল আহুজা ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজেকে বিউটি ও ফ্যাশন পেশাদার এবং “NAILED IT INDIA” নামের বিউটি স্যালুনের প্রতিষ্ঠাতা ও সিইও বলে উল্লেখ করেন।
বুম এরপর ভাইরাল দাবিটি যাচাই করতে ডিম্পল আহুজার সহকারীর সাথে কথা বলে। আহুজার সহকারী বুমকে ভাইরাল দাবিটি সম্পূর্ণ ভুয়ো বলে জানান, "ওনার সাথে মোহন ভাগবতের কোনও সম্পর্ক নেই। আহুজা ভাদোদারার বাসিন্দা, মূলতঃ সুরাতে তিনি থাকেন। এছাড়াও তিনি বিবাহিত এবং তার স্বামী হলেন একজন হিন্দু পাঞ্জাবি।"
২. মোহন ভাগবত অবিবাহিত: এছাড়াও আমরা দেখি, আরএসএস প্রধান মোহন ভাগবতের একজন অবিবাহিত ব্রহ্মচারী। ২০২৫ সালের নভেম্বর মাসে মোহন ভাগবতের নাতনীর মুসলিম ব্যক্তিকে বিয়ে করার অনুরূপ এক ভুয়ো দাবি ভাইরাল হলে বুম সেসময়ও তার তথ্য যাচাই করেছিল।






