সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শপিং মলের ভেতর বিপদজ্জনক ভাবে গাড়ি চালানোর একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (artificial intelligence) দিয়ে তৈরি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে এই অবাক করা কান্ডটি ঘটিয়েছে জগ্গু যাদব নামের হরিয়ানার (Haryana) এক নেটপ্রভাবি (influencer)।
বুম যাচাই করে দেখে দাবিটি ভুয়ো এবং ভিডিওটি কোনও বাস্তব ঘটনার নয়; ভাইরাল ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত।
ভাইরাল দাবি
শপিং মলের মধ্যে মাহিন্দ্রা থার গাড়ি চালিয়েছেন নেটপ্রভাবি দাবি করে এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "রাস্তায় গাড়ি তো যে কেউ চালাতে পারে। হরিয়ানার সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জাগ্গু যাদব একটি শপিং মলের লবি এরিয়ায় নিজের থার নিয়ে বাহাদুরি দেখাতে গিয়ে আরেকটু হলেই বড় বিপদ ঘটিয়ে দিচ্ছিলেন। ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও সোস্যাল মিডিয়া থেকে সংগৃহীত।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাওয়া যায়নি: আমরা ভাইরাল দাবির সত্যতা যাচাই করতে গুগলে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করি তবে, কোনও এধরণের কোনও ঘটনা সংক্রান্ত বিশ্বাসযোগ্য প্রতিবেদন বা তথ্যসূত্র পায়নি।
২. ভাইরাল ভিডিও এআই নির্মিত: আমরা ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে @aikalaakari নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভাইরাল ভিডিওটি আপলোড করা দেখতে পাই।ইনস্টাগ্রামের তরফ থেকে ভিডিওটিকে AI label-এর মারফত এআই নির্মিত হিসাবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও, আমরা লক্ষ্য করি ওই পেজে এই ধরণের একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও আপলোড করা রয়েছে। দেখুন এখানে ও এখানে।
৩. কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী টুলে পরীক্ষা: আমরা আরও নিশ্চিত হতে ভাইরাল ভিডিওটিকে বাফেলো ইউনিভার্সিটির মিডিয়া ফরেনসিক্স ল্যাবের তৈরি ডিপফেক-ও-মিটারের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী টুলে পরীক্ষা করি। পরীক্ষায় ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার প্রবণতা দেখা যায়।






 
                               
                               
                               
                               
                              
