Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

হরিয়ানায় ৯ বছর বয়সী শিশুর গর্ভবতী হওয়ার দাবিতে অসম্পর্কিত ভিডিও ভাইরাল

বুম দেখে হরিয়ানার কৈথাল থানার এসএইচও গীতা রানীর একটি ভাষণের সঙ্গে অসম্পর্কিত ভিডিও জুড়ে ভাইরাল দাবিটি করা হয়েছে।

By -  Shivam Bhardwaj |

30 Jan 2026 2:59 PM IST

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি ভিডিওর একটি কোলাজ ভাইরাল হয়েছে যেখানে এক মহিলা পুলিশ অফিসারের বক্তব্যের পাশাপাশি একটি বাচ্চা মেয়ের সাথে একটি নবজাতক শিশুকে দেখা যায়। ভিডিওয় পুলিশ অফিসার এক নয় বছরের কিশোরীর (nine year old girl) আট মাসের গর্ভবতী (eight months pregnant) হওয়ার ঘটনার কথা বলেন যে সন্তানের পিতা তারই ১১ বছরের ভাই। 

ব্যবহারকারীরা ভিডিওটি শেয়ার করে দাবি করেছেন ভিডিওয় ওই মেয়েটি এবং তার সদ্যজাত শিশুকে দেখা যায়। 

বুম দেখে ভাইরাল ভিডিওয় হরিয়ানার কৈথাল থানার স্টেশন হাউস গীতা রানীর মহিলা দিবসের অনুষ্ঠানে দেওয়া একটি ভাষণের সম্পাদিত অংশ। ভিডিওয় দৃশ্যমান শিশু দুটি ভিয়েতনামের দুই বোন। 

ভাইরাল দাবি 

এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "নিজের ১১ বছর বয়সী ভাইয়ের দ্বারা গর্ভবতী ৯ বছর বয়সি কিশোরীর সন্তান প্রসব ভারত | হরিয়ানা ভারতের হরিয়ানা রাজ্যে ৯ বছরের এক কিশোরী সন্তান প্রসব করেছে, নিজের ভাই তাকে গর্ভবতী করেছে! ৮ মাসের গর্ভবতী একটি ৯ বছর বয়সী মেয়ের ঘটনা পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে। অভিযোগ রয়েছে, মা নিজের ছেলেকে রক্ষা করার চেষ্টা করেছিলেন..."

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

অনুসন্ধানে আমরা কী পেলাম 

১. মহিলা দিবসের অনুষ্ঠানে দেওয়া ভাষণ: আমরা মহিলা পুলিশ আধিকারিকের ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে সম্পূর্ণ ভিডিওটি একটি ইউটিউব চ্যানেলে পাই। ৯ মার্চ, ২০২৫-এ আপলোড করা ভিডিওটি থেকে জানা যায়, হরিয়ানার কৈথালে এনআইএলএম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে ভাষণ দেন কৈথাল থানার স্টেশন হাউস গীতা রানী। তিনি তার বক্তব্যে এই ঘটনার কথা উল্লেখ করেন। 

গীতা রানী তার কর্মক্ষেত্রে অভিজ্ঞতার কথা বলার সময় বলেন, একবার তিনি একটি ঘটনার তদন্ত করেছিলেন যেখানে ৯ বছরের এক কিশোরীর ৮ মাসের গর্ভাবস্থা চলছিল এবং তার মা জানতেনই না। তার অভিভাবক তাকে ছেড়ে চলে যায় এবং কাউন্সেলিং করার পর আমি জানতে পারি মেয়েটির সন্তান তার নিজের ১১ বছরের ভাইয়ের। তিনি আরও জানান, মেয়েটির অভিভাবকেরা তাদের ছেলেকে রক্ষা করতে উদ্যত ছিল। এই ঘটনার উদাহরণ দিয়ে তিনি সামাজিক লিঙ্গ বৈষম্যের সমালোচনা করেন। 

২. গীতা রানীর বক্তব্য: বুম গীতা রানীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তার ভিডিওকে প্রসঙ্গ ছাড়াই সম্পাদনা করে শেয়ার করা হয়েছে। তিনি বলেন, "আমি কৈথালের অনুষ্ঠানে ৬-৭ বছর পুরনো একটি ঘটনার উদাহরণ দিয়েছি যার সঙ্গে কৈথালের কোনও সম্পর্ক নেই।"

৩. কৈথালের ডিএসপির বক্তব্য: কৈথালের ডিএসপি ললিত কুমার যাদবও ভাইরাল দাবির খণ্ডন করেছেন। তিনি সংবাদমাধ্যমকে জানান, আলোচ্য ঘটনা কৈথাল জেলার নয় এবং ওই ঘটনার সত্যতাও তিনি নিশ্চিত করছেন না। তিনি দাবিটিকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা আশ্বাস দেন।

৪. শিশু দুটির ভিডিও ভিয়েতনামের: একই ভিডিও যখন পাকিস্তানে ১২ বছরের এক কিশোরীর একটি শিশুকে জন্ম দেওয়ার দাবির সঙ্গে ভাইরাল হয় বুম তার তথ্য যাচাই করে। সেসময় আমরা দেখি ভিডিওটি ভিয়েতনামের এবং ভিডিওর মেয়েটি ও নবজাতক শিশুটি দুই বোন। জন্মের সময় উভয় শিশুই প্রিম্যাচিউর ছিল। সম্পূর্ণ ফ্যাক্ট চেক এখানে পড়ুন এখানে। 


Tags:

Related Stories