Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

'মারীচ' সিনেমার বিজ্ঞাপন দৃশ্য ছড়িয়ে ভুয়ো দাবি মুম্বাইয়ে সিরিয়াল ঘাতক

বুম দেখে ভিডিওটি মুক্তির অপেক্ষায় থাকা 'মারীচ' ছবির বিজ্ঞাপনের অংশ।

By - Nivedita Niranjankumar | 18 Nov 2022 6:04 PM IST

একটি ভিডিওতে দাবি করা হয়েছে যে, কালো টুপি-পরা এক ব্যক্তি এক মহিলাকে খুন করছে। কিন্তু দাবিটি মিথ্যে। মুক্তি হতে-চলা 'মারীচ' (Maarrich) ছবির বিজ্ঞাপনের অংশ ওই ভিডিওটি।

ভাইরাল ভিডিওটি সিসিটিভি ফুটেজের মতো দেখতে। তাতে দেখা যাচ্ছে, কালো টুপি ও কোট পারা একটি লোক একজন মহিলাকে খুন করে তাঁর দেহ একটি দাঁড়িয়ে থাকা গাড়ির পেছনে টেনে নিয়ে যাচ্ছে।

ভিডিওটি এই দাবি সমেত শেয়ার করা হচ্ছে যে, মুম্বাইতে একজন "হ্যাটম্যান কিলার" বা ঘাতক ঘোরাফেরা করছে। এবং এই ঘটনাটি মুম্বাইয়ের শহরতলি আন্ধেরিতে ঘটে।

ভিডিওটি একটি ইনস্টাগ্র্যাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়। সেটির ক্যাপশনে লেখা হয়, "মুম্বাইয়ে, একটি ঘোরতর ও বিপজ্জনক ঘটনা ঘটে। এক তরুণী প্রাণ হারান। #মুম্বাইয়ে হ্যাটম্যান কিলার তাঁকে নৃশংসভাবে হত্যা করছে। সতর্ক থাকবেন।"

নিউজ-১৮-এর সাংবাদিক অঙ্কিত কুমার ভিডিওটি টুইট করেন। সেটির সঙ্গে দেওয়া হিন্দি বিবরণে লেখা হয়, "মুম্বাই থেকে একটি মর্মস্পর্শী ভিডিও... এক মহিলাকে আক্রমণ করছে এক জন লোক, এমনটা দেখা যাচ্ছে।"

অঙ্কিত কুমার মুম্বাই পুলিশকে ট্যাগ করে ভিডিওটি আসল না নকল জানতে চান।


তথ্য যাচাই

ভিডিওটি দেখার সময় আমরা লক্ষ করি যে, সেটির বাঁ দিকে নীচের কোণে 'মারীচ' শব্দটি লেখা রয়েছে। শব্দটির বানানে রয়েছে দু'টি 'এ' ও দু'টি 'আর'।


এই সূত্র ধরে আমরা 'মারীচ+হ্যাটম্যান কিলার' শব্দগুলি দিয়ে সার্চ করি। তার ফলে, পাপারাজি ভিরাল ভায়ানি'র একটি ইনস্টাগ্র্যাম পোস্ট দেখতে পাই আমরা। তাতে উনি আরও কয়েকটি ছবি পোস্ট করেন, যেগুলিতে টুপি ও কোট-পরা একটি লোককে ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখা যায়। ভায়ানির পোস্ট করা ছবিগুলি বাঁ দিকের নীচের অংশে 'মারীচ' শব্দটি লেখা ছিল।


ভায়ানির পোস্টে 'মারীচ' শব্দটি যে হরফে লেখা হয়, সেটি ভাইরাল ভিডিওটিতে ব্যবহার করা ফন্ট থেকে আলাদা। তাছাড়া সেখানে কয়েকটি অক্ষরের ওপর রক্তের দাগ লাগানো হয়েছিল। কিন্তু বানানটা ছিল একই।

এর পর আমরা 'মারীচ' শব্দটি দিয়ে সার্চ করি। তার ফলে, জানুয়ারি, ২০২১-এর কয়েকটি সংবাদ প্রতিবেদন দেখতে পাই আমরা। সেগুলিতে অভিনেতা তুষার কাপুর 'মারীচ' নামের একটি নতুন সিনেমার কথা ঘোষণা করেন।

আমরা অভিনেতার যাচাইকৃত ইনস্টাগ্রাম হ্যান্ডেলটি দেখি এবং ১৩ সেপ্টেম্বর করা একটি পোস্ট পেয়েছি যেখানে তিনি তার আসন্ন সিনেমা - মারীচের একটি টিজার ভিডিও ভাগ করেছেন।

আমরা তুষার কাপুরের যাচাই করা টুইটার হ্যান্ডেলটি দেখি। তাতে ১৩ সেপ্টেম্বর করা একটি পোস্টে উনি তাঁর 'মারীচ' ছবির প্রাক-মুক্তি প্রচারমূলক ভিডিও শেয়ার করেন।

কাপুরের পোস্টে সিনেমাটির নামের অক্ষরগুলির ফন্ট বা আকৃতি মুম্বাইয়ে হ্যাটমান ঘাতক বলে পোস্ট করা ছবিতে যে নামটি দেখা যাচ্ছে, সেটির সঙ্গে মিলে যায়।

নীচে অক্ষরগুলির তুলনা করা হয়েছে।


যাচাই করা অ্যাকাউন্ট থেকে করা টুইটেও আমরা একই ধরনের টুপি ও কোট পরা লোককে দেখতে পাই। সেই টুইটগুলিতে ভিডিওটিকে স্পষ্টতই 'মারীচ' সিনেমাটির সঙ্গে যুক্ত বলে জানানো হয়।

তাছাড়া, মুম্বাইয়ে হ্যাটম্যানের দ্বারা এক মহিলার খুন হওয়ার সিসিটিভি ফুটেজ সার্চ করলে কোনও ফলাফল দেখা যায় না।

মুম্বাই পুলিশের অফিসিয়াল হ্যান্ডেল থেকে করা টুইটেও বলা হয় যে, ভাইরাল ভিডিওটি ভুয়ো। এবং আবেদন করা হয় যে, কেউ যেন ভিডিওটি শেয়ার করে আতঙ্ক না ছড়ান।

আমরা মুম্বাই পুলিশের আন্ধেরি অঞ্চলের ডেপুটি কমিশনার মহেশ্বর রেড্ডির সঙ্গেও যোগাযোগ করি। উনি জানান ওই অঞ্চলে কোনও মহিলার ওপর ওই ধরনের আক্রমণ হয়নি।

রেড্ডি বলেন "আমরা ভিডিওটির বিরুদ্ধে জামিনযোগ্য অপরাধের মামলা রুজু করেছি। ওটি একটি ভুয়ো ভিডিও।" সেটি একটি সিনেমার প্রচার-ভিডিও কিনা জানতে চাইলে, উনি কোনও মন্তব্য করতে অস্বীকার করেন।

খবরে প্রকাশ, আসন্ন মুক্তির অপেক্ষায় 'মাররিচ' ছবিতে তুষার কাপুর পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন।


Tags:

Related Stories