Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

বিভ্রান্তিকর দাবি সহ ছড়াল বিএইচ সিরিজের গাড়ির নম্বর প্লেটের ছবি

বুমকে পরিবহণ মন্ত্রকের এক প্রতিনিধি রাহুল কুমার জানান, "পরিবহণ মন্ত্রকের ওয়েবসাইটের শর্তানুসারে এই সুবিধা পাওয়া যাবে।"

By - Srijit Das | 11 March 2022 1:09 PM GMT

সোশাল মিডিয়ায় বিএইচ সিরিজের (BH-series) একটি গাড়ির ছবি শেয়ার করে বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে এই নির্দিষ্ট সিরিজের অন্তর্গত গাড়িগুলি এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে আর নিবন্ধীকরণ বা স্থানান্তরকরণের প্রয়োজন হবে না।

বুম যাচাই করে দেখে এই গাড়ি সর্বসাধারণের জন্য নয়, শর্তসাপেক্ষে বিশেষ বিশেষ জায়গায় কর্তব্যরত কর্মী বা আধিকারিকরা এই নম্বরের জন্য আবেদন করতে পারেন। পরিবহণ মন্ত্রকের এক প্রতিনিধি রাহুল কুমার বুমকে বলেন, "পরিবহণ মন্ত্রকের ওয়েবসাইটে উল্লেখিত শর্তসাপেক্ষেই শুধুমাত্র এই সুবিধা নেওয়া যাবে।"

ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় বিএইচ সিরিজের একটি গাড়ি। ছবিটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "22 BH 4928 ভারতে একটি নতুন নম্বর প্লেট। 22 সাল। BH ভরতের জন্য। তারপর গাড়ির রেজিন নম্বর। A হল গাড়ির অংশ। সুবিধা হল যে কোনও রাজ্যে পুনঃনিবন্ধনের ঝামেলা ছাড়াই গাড়ি চালানো যায়। এক রাস্তা এক কর। ভারত বদলে যাচ্ছে... ! (লেখা অপরিবর্তিত)


পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন: গ্লোবাল টাইমসের ভুয়ো দাবি রাশিয়া সমর্থনে আলোয় সাজলো ভারতের কুতুব মিনার

তথ্য যাচাই

বুম কিওয়ার্ড সার্চ করে ২৮ অগস্ট ২০২১ পরিবরহন মন্ত্রকের একটি বিজ্ঞপ্তি খুঁজে পায় প্রেস ইনফর্মেশন ব্যুরোর ওয়েবসাইটে। ইংরেজিতে প্রকাশিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে কারা এবং কিভাবে গাড়ির এই নম্বরেরর গাড়ি নিবন্ধীকরণ করতে পারবে সে ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া আছে।

পরিবহণ মন্ত্রকের ওই সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, "ভারত সিরিজ (বিএইচ-সিরিজ)"-এর অধীনে এই যানবাহন নিবন্ধন সুবিধাটি স্বেচ্ছাসেবী ভিত্তিতে প্রতিরক্ষা কর্মী, কেন্দ্রীয় সরকার/ রাজ্য সরকার/ কেন্দ্রীয়/ রাজ্য পাবলিক সেক্টর আন্ডারটেকিং ও বেসরকারী কোম্পানি/সংস্থার কর্মচারীদের জন্য প্রদান করা হবে যাদের অফিস চার বা তার বেশি রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে।


এই গাড়ির নম্বরের নিবন্ধনের আবেদনের জন্য সংশ্লিষ্ট যে রাজ্যে গাড়িটি নিবন্ধকরণ করা হবে সেই রাজ্য থেকে নিবন্ধকরণের সময় ছাড়পত্র নিতে হবে।

নতুন এই সিরিজের গাড়ির নম্বর প্লেটের শুরুতে প্রথমে সর্বপ্রথম রেজিস্ট্রেশনের বছর, তারপর বিএইচ, তারপর চার সংখ্যার নির্দিষ্ট নম্বর এবং সবার শেষে আরও দুটি বর্ণমালা (YY BH #### XX) লেখা থাকবে বলেও জানায় জাতীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক।

বিএইচ সিরিজ সম্বন্ধে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রকের ওয়েবসাইটেও একই তথ্যের উল্লেখ পাওয়া যায়।

সূত্র: পরিবহণ মন্ত্রকের ওয়েবসাইট

বুম এই বিষয়ে বিস্তারিত জানতে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে। পরিবহণ মন্ত্রকের এক প্রতিনিধি রাহুল কুমার বুমকে জানান, "পরিবহণ মন্ত্রকের ওয়েবসাইটে উল্লেখিত শর্তসাপেক্ষেই শুধুমাত্র এই সুবিধা নেওয়া যাবে।" 

বিভ্রান্তির নেপথ্য়ে

বুম কিওয়ার্ড সার্চ করে ২০২১ সালের ১৮ অগস্ট কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের বাংলায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি খুঁজে পায়। ওই বিজ্ঞপ্তিতে লেখা হয়, "কেন্দ্রীয় সরকার নাগরিকদের চলাফেরার সুবিধার্থে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। যানবাহন নিবন্ধীকরণের জন্য একটি প্রযুক্তিনির্ভর ব্যবস্থা তারই একটি অঙ্গ।"

আরও বলা হয়, "ভারত সিরিজ" বা বিএইচ সিরিজ-এর ক্ষেত্রে যে নতুন নিবন্ধীকরণ চিহ্ন বরাদ্দ করা হবে, সেই সব গাড়িগুলি অন্য রাজ্যে গেল আর নিবন্ধীকরণ স্থানান্তরকরণের প্রয়োজন হবে না। এই প্রকল্পটি নতুন রাজ্যে স্থানান্তরের পর ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে অবাধ চলাচলকে সহজ করবে।"

কিন্তু বাংলায় প্রকাশিত কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের সংবাদ বিজ্ঞপ্তিটিতে কারা এই সুবিধা পাবেন ও কিভাবে এই নিবন্ধীকরণ হবে এবং শর্তাবলী কী সেবিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি যেমনটি ইংরেজি বিজ্ঞপ্তিতে বিস্তারিত রয়েছে।


আরও পড়ুন: সুরাতের এক নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও সাম্প্রদায়িক দাবিতে ভাইরাল

Related Stories