Claim
সোশাল মিডিয়ায় দিল্লি পুলিশের এক কনস্টেবলের ছবি বিভ্রান্তিকর দাবি সহ ছড়ানো হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আবহে। বুকে বুলেট প্রুফ জ্যাকেট ও জিন্স পরিহিত ওই ব্যক্তির ছবি ফেসবুক পোস্টে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, “এরা কারা RSS হার্মাদ বাহিনী, বিজেপি গুজরাত থেকে এদের কে নিয়ে এসেছে বাংলার ভোটের জন্য পঞ্চম দফাতে ভয়ঙ্কর ঘটনা ঘটাবে সবাই সাবধান।”
Fact
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি দিল্লি পুলিশের ‘গাড়ি চুরি দমন’ শাখার কনস্টেবল অরবিন্দ কুমারের। ২০১৯ সালের ডিসেম্বর মাসে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে সংশোধিত নাগরিকত্ব বিল বিরোধী আন্দোলন চলার সময় পুলিশি তৎপরতার ঘটনার পর পর এটি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র ভরত শর্মা বলে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। বুম ওই সময় সময় দিল্লির ডিসিপি (কেন্দ্রীয়) এম এস রণধাওয়ার সঙ্গে যোগাযোগ করলে ছবি ভাইরাল হওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে এই ছবি কর্মচ্যুত শিক্ষকদের উপর হামলাকারী বিজেপি গুন্ডা বলে ছড়ায়। বুম সে সময়ও করে ছবিটির তথ্য-যাচাই।