Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

India Today-র সমীক্ষায় নির্বাচনে ৩৫ আসন তৃণমূলের? না, ভাইরাল দাবি ভুয়ো

বুম দেখে ইন্ডিয়া টুডে সর্বশেষ সমীক্ষা করেছিল ফেব্রুয়ারি, ২০২৫-এ এবং সেখানে তৃণমূলের ৩০টি আসন পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়।

By -  Srijanee Chakraborty |

22 Aug 2025 6:38 PM IST

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওয় ভুয়ো দাবি করা হয়েছে ইন্ডিয়া টুডের (India Today) সমীক্ষায় (survey) দেখা গেছে পশ্চিমবঙ্গে (West Bengal) বর্তমানে লোকসভা নির্বাচন হলে তৃণমূল কংগ্রেস (TMC) ৩৫টি আসনে জয়ী হবে। ভিডিওয় আরও দাবি করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলনের প্রভাবেই সমীক্ষায় এমন ফল পাওয়া গেছে। 

বুম দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের ডাক দেওয়ার পর ইন্ডিয়া টুডে এখনও অবধি নতুন কোনও সমীক্ষার ফল প্রকাশ করেনি। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে করা ইন্ডিয়া টুডের সর্বশেষ সমীক্ষা অনুসারে, তৃণমূলের পশ্চিমবঙ্গে ৩০টি আসন জয়ের সম্ভাবনা রয়েছে। 

ভাইরাল দাবি 

সমাজমাধ্যমে ভাইরাল ভিডিওতে দাবি করা হয় ইন্ডিয়া টুডের 'মুড অফ দ্য নেশন' সমীক্ষায় দেখা গেছে পশ্চিমবঙ্গে যদি বর্তমানে লোকসভা নির্বাচন হয় তবে, তৃণমূল কংগ্রেস ৪২টির মধ্যে ৩৫টি আসনে জয়ী হবে, বিজেপি ও অন্যান্য বিরোধী দল ব্যাপক ব্যবধানে পরাজিত হবে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, "চাঞ্চল্যকর তথ্য উঠে এলো ইন্ডিয়া টুডের সার্ভেতে। এই মুহূর্তে বাংলায় ভোট হলে ভোটের ফল কি হতে চলেছে!!! বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলনের ফলে বিজেপির ভরাডুবি হতে চলেছে।" 


ভাইরাল পোস্ট দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

অনুসন্ধানে আমরা কী পেলাম

১. ইন্ডিয়া টুডের সর্বশেষ সমীক্ষা ফেব্রুয়ারি, ২০২৫-এ: বুম ভাইরাল দাবির সত্যতা যাচাই করতে ইউটিউবে পশ্চিমবঙ্গের উপর ইন্ডিয়া টুডের সর্বশেষ 'মুড অফ দ্য নেশন' সমীক্ষা সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করে। সার্চের মাধ্যমে আমরা ১৭ ফেব্রুয়ারি, ২০২৫-এর একটি সম্প্রচার দেখতে পাই। ওই সম্প্রচার অনুসারে পশ্চিমবঙ্গে সেসময় লোকসভা নির্বাচন হলে, তৃণমূলের ৩০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। 

Full View

মমতা বন্দ্যোপাধ্যায় এবছর ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দেন এবং ২৮ জুলাই একটি পদযাত্রাও করেন। তবে, ২০২৫ সালের ফেব্রুয়ারির পর আমরা ইন্ডিয়া টুডের সম্প্রচারিত পশ্চিমবঙ্গের উপর কোনও 'মুড অফ নেশন' সমীক্ষা দেখতে পাইনা যেমন ভাইরাল ভিডিওয় দাবি করা হয়েছিল।  

২. ২০২২ সালের সমীক্ষায় তৃণমূলের জন্য ৩৫ আসনের পূর্বাভাস: আমরা ইন্ডিয়া টুডে পূর্বে কোনও মুড অফ দ্য নেশন সমীক্ষায় তৃণমূলের ৩৫টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেছিল কিনা দেখতে গুগলে কিওয়ার্ড সার্চ করে ২০২২ সালের একটি প্রতিবেদন পাই। ২১ জানুয়ারি, ২০২২-এ ইন্ডিয়া টুডের প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সেসময়ের মুড অফ দ্য নেশন সমীক্ষায় পশ্চিমবঙ্গে তখন লোকসভা নির্বাচন হলে তৃণমূলের ৩৫ আসনে জয়ী হওয়ার সম্ভাবনার উল্লেখ রয়েছে। অর্থাৎ, ইন্ডিয়া টুডের সাম্প্রতিক কোনও সমীক্ষায় তৃণমূলের পশ্চিমবঙ্গে ৪২ এর মধ্যে ৩৫ আসনে জয়ী হওয়ার কথা বলা হয়নি।

Tags:

Related Stories