এবছরের ৮ অক্টোবর চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে নেমে ভারতের ক্রিকেট বিশ্বকাপের (Cricket World Cup) সফর শুরু হয়েছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক পোস্টে দাবি করা হয় ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) জার্সির রং নীল থেকে বদল করে গেরুয়া করা হয়েছে।
বুম যাচাই করে দেখে দাবিটি বিভ্রান্তিকর। ভারতীয় ক্রিকেট দলের অনুশীলনের জন্য ব্যবহার করা হচ্ছে গেরুয়া জার্সি ব্যবহার করা হলেও বিশ্বকাপ ম্যাচে ভারতকে এখনও অবধি নীল জার্সি পড়েই খেলতে দেখা গেছে।
ক্রিকেট বিশ্বকাপ এবছর ভারতে অনুষ্ঠিত হচ্ছে ও তার প্রথম ম্যাচ ৫ অক্টোবর ২০২৩ তারিখে খেলা হয়েছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে। ক্রিকেট বিশ্বকাপে এবছর মোট ৪৮ টি ম্যাচ খেলা হবে সারা দেশের ১০টি স্টেডিয়ামে এবং ফাইনাল খেলাটি নভেম্বর ১৯ তারিখে অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
ভারতের জার্সির রংবদলের দাবিতে ভাইরাল গেরুয়া জার্সি পরে ক্রিকেটারদের ছবিগুলি পোস্ট করে ফেসবুকে লেখা হয়, "কি হাতটা থেমে গেল তো ভারতীয় ক্রিকেট দলের জার্সি গেরুয়া।"
এই পোস্টের আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।
তথ্য যাচাই
বুম প্রথমে ভাইরাল পোস্টে থাকা গেরুয়া জার্সিতে ক্রিকেটাদের ছবি রিভার্স সার্চ করে জাগরণ সংবাদমাধ্যমের অক্টোবর ৫, ২০২৩ তারিখের এক প্রতিবেদন খুঁজে পায়। ওই প্রতিবেদনে বলা বলা হয়, গেরুয়া এই জার্সি ভারতীয় ক্রিকেট দল অনুশীলনের জন্য ব্যবহার করছে।
এই প্রতিবেদন অনুযায়ী, গেরুয়া রঙের জার্সি ২০১৯ সালের বিশ্বকাপের সময়ও ভারতীয় দল ব্যবহার করেছিল যখন "ঘরে ও বাইরে"র জার্সি আলাদা করার নির্দেশ জারি করে আইসিসি।
এই সূত্র ধরে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করায় আমরা দ্য হিন্দুর জুন ২৮, ২০১৯ তারিখের একটি প্রতিবেদন খুঁজে পাই যেখানে বলা হয়, ২০১৯ বিশ্বকাপের সময় ভারতীয় দল গেরুয়া রঙের এক জার্সি পড়ে খেলে যাতে অন্য দলের জার্সির রঙের বিপরীত থাকে তাদের জার্সির রং।
এরপর আমরা দ্য টাইমস অফ ইন্ডিয়া সংবাদমাধ্যমের সেপ্টেম্বর ২০, ২০২৩ তারিখের একটি প্রতিবেদন খুঁজে পাই যেখানে ভারতের ২০২৩ বিশ্বকাপের জার্সির উদ্বোধনের বিষয়ে রিপোর্ট করা হয়। এই প্রতিবেদনে উপস্থিত তথ্য অনুযায়ী, ভারতীয় দল বিশ্বকাপ ম্যাচের সময় নীল রঙের জার্সিই পড়বে। সেই প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে।
দ্য টাইমস অফ ইন্ডিয়ার ওই প্রতিবেদনে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এক টুইটেরও উল্লেখ করা হয় যেখানে জার্সি উদ্বোধনের এক ভিডিও দেখতে পাওয়া যাবে। ওই ভিডিওতে কোনও গেরুয়া জার্সির উপস্থিতি দেখতে পাওয়া যায় না।
টুইটটি দেখতে এখানে ক্লিক করুন।
এরপর আমরা ভারতীয় ক্রিকেট দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে এবছরের ৮ অক্টোবর ভারত বনাম অস্ট্রেলিয়ার খেলার কিছু ছবি দেখতে পাই যেখানে ভারতকে নীল জার্সি পড়েই খেলতে দেখা যায়। ছবিগুলি দেখা যাবে এখানে ও এখানে।