সোশ্যাল মিডিয়ায় মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত উদ্যোগপতি বিবেক গণপতি রামস্বামীর (Vivek Ganapathy Ramaswamy) একটি ছবি শেয়ার করে সম্প্রতি ভুয়ো দাবি করা হচ্ছে বাংলাদেশে (Bangladesh) মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত (US ambassador) হিসাবে রামস্বামী নিয়োজিত হয়েছেন।
বুম দেখে ভাইরাল দাবি ভুয়ো। মার্কিন সেনেটে শুনানি শেষ না হওয়ায় জো বাইডেনের মনোনীত ডেভিড মিলি বাংলাদেশে রাষ্ট্রদূত পদের দায়িত্ব পালন করতে ঢাকায় আসতে পারছেন না। তাই, বর্তমানের অন্তর্বর্তী সময়ে ট্রেসি অ্যান জ্যাকবসন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন, রামাস্বামী নয়।
দ্বিতীয় বারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প জানুয়ারির ২০, ২০২৫ তারিখে রাষ্ট্রপতি হিসাবে শপথগ্রহণ করবেন।
এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "ভারতীয় বংশদ্ভূত মিঃ বিবেক গণপতি রামাস্বামী কে বাংলাদেশে আমেরিকার নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত— ট্রেসি অ্যান জ্যাকবসন
বুম দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমে বাংলাদেশের মার্কিন দূতাবাসের আধিকারিক ওয়েবসাইটে অনুসন্ধান করে। আমরা সেখানে দেখি বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে ট্রেসি অ্যান জ্যাকবসনের ছবিসহ নাম উল্লেখ করা হয়েছে।
ওয়েবসাইট অনুসারে জানুয়ারি ১১, ২০২৫ তারিখ থেকে তিনি এই পদের দায়িত্বে কাজ শুরু করেছেন ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে।
এছাড়াও, প্রথম আলো, ঢাকা ট্রিবিউন, ঢাকা পোস্টের মতো বাংলাদেশী সংবাদমাধ্যমও এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
৯ জানুয়ারি, ২০২৫ তারিখে প্রকাশিত প্রথম আলোর প্রতিবেদন অনুসারে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের মনোনীত ডেভিড মিলির সেনেটে মনোনয়নের শুনানি শেষ না হওয়ায়, অন্তর্বর্তীকালীন সময়ে দায়িত্ব পালন করবেন জ্যাকবসন।
প্রথম আলো জানায়, "মূলত বাংলাদেশে সংস্কারপ্রক্রিয়া ও গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের জন্য তাঁকে ঢাকায় পাঠানো হচ্ছে।"
ঢাকা পোস্টের ৯ জানুয়ারির প্রতিবেদন থেকে জানা যায় কূটনীতিক ট্রেসি অ্যান জ্যাকবসন অতিতে তুর্কমিনিস্তান, তাজিকিস্তান ও কসোভোয় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে পূর্ববর্তী মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস।
বিবেক গণপতি রামাস্বামীর ট্রাম্প শাসনে বর্তমান পদ
২০২৪ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে রিপাব্লিকান দলের হয়ে যোগ দিয়েছিলেন আমেরিকার উদ্যোগপতি বিবেক গণপতি রামাস্বামী। রামাস্বামী প্রথমে ট্রাম্প বিরোধী অবস্থান নিলেও পরে, তিনি রাষ্ট্রপতির নির্বাচন থেকে নাম তুলে নেন এবং ট্রাম্পকে সমর্থন করেন। আমেরিকার ওহায়োর নাগরিক রামাস্বামীর মা ও বাবা ভারতের কেরলের এক তামিল ব্রাহ্মণ পরিবারের সদস্য ছিলেন।
নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্প 'ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি' নামক এক নতুন মন্ত্রকের সূচনার কথা জানান। সিএনএনের ১২ নভেম্বর, ২০২৪ তারিখে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই নতুন দফতরের প্রধান হিসাবে ইলন মাস্কের সঙ্গে রামাস্বামী দায়িত্বে থাকবেন।