Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

সাম্প্রদায়িক দাবিতে ছড়াল কোভিড মহামারীর সময় নেতানিয়াহুর হাত পরিষ্কারের ভিডিও

বুম দেখে ভিডিওটি ২০২০ সালের যখন নেতানিয়াহু কোভিড সংক্রমণের সতর্কতা হিসেবে নিজের হাত স্যানিটাইজ করছিলেন।

By - Srijanee Chakraborty | 9 Jan 2026 4:46 PM IST

একজন মুসলিম (Muslim) ব্যক্তির থেকে হাতে মাইক নেওয়ার সময় ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী (Prime Minister) বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) হাত স্যানিটাইজ (hand sanitize) করার এক পুরনো ভিডিও সম্প্রতি সাম্প্রদায়িক (communal) দাবিসহ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি শেয়ার করে ব্যবহারকারীরা দাবি করেন, নেতানিয়াহুর হাতে মাইক তুলে দেওয়া ব্যক্তি মুসলিম সম্প্রদায়ের বলেই তিনি হাত স্যানিটাইজ করেছেন। 

বুম দেখে ঘটনাটি ২০২০ সালের নভেম্বর মাসের যখন সারা বিশ্বে কোভিড ১৯ মহামারির সংক্রমণ রুখতে বিশ্বজুড়ে ডাক্তারদের পরামর্শে হাত স্যানিটাইজ করার সতর্কতা পালন করা হচ্ছিল। 

ভাইরাল দাবি 

একজন ব্যবহারকারী ফেসবুকে ভিডিওটি পোস্ট করে দাবি করেন, "নে*তানিয়াহু অনুরোধ করে স্যানিটাইজার আনতে বললেন, কারণ একজন আমিরাতি মুস'লিম মাইক্রোফোনটি স্পর্শ করেছিলেন। তোমরা যতই তাদের পক্ষপাতিত্ব করো, যতই গোলা'মি করো দিনশেষে তোমরা তাদের শত্রু।।" 

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

অনুসন্ধানে আমরা কী পেলাম: কোভিড কালে কোভিড বিধি মানছিলেন নেতানিয়াহু

ভিডিওটি ২০২০ সালে কোভিড-১৯ মহামারীর সময়ের: বুম ভাইরাল দাবিটির সত্যতা যাচাই করতে ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে। সার্চের মাধ্যমে আমরা ইজরায়েলের প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল IsraeliPM-এ ভিডিওটির দীর্ঘতর এক সংস্করণ দেখতে পাই। ২৬ নভেম্বর, ২০২০ সালে করা সরাসরি সম্প্রচার থেকে জানা যায়, ইজরায়েলের বেন গুরিয়োন বিমানবন্দরে দুবাই থেকে ইজরায়েলে চালু হওয়া প্রথম বাণিজ্যিক ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে নেতানিয়াহু যখন ভাষণ দিচ্ছিলেন সেসময় উক্ত ঘটনাটি ঘটে। 

ঘটনাটি ২০২০ সালের নভেম্বর মাসের অর্থাৎ যখন সারা বিশ্বের মানুষ কোভিড-১৯ মহামারীর প্রকোপে ভুগছিল। সেসময় সংক্রমণ রুখতে বিভিন্ন বিধি নিষেধ পালন করা হচ্ছিল যেমন সামাজিক দুরত্ব বজায় রেখে চলা, মাস্ক পরা, নিয়মিত হাত স্যানিটাইজ করা ইত্যাদি। ভিডিওতে ভাষণ দিতে আসার আগে ও পরে নেতানিয়াহুকেও মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায়। তাছাড়া ওই মুসলিম ব্যক্তিসহ অন্যান্য আধিকারিকরাও সেখানে মাস্ক পরে উপস্থিত ছিলেন।

Full View

সরাসরি সম্প্রচারে দেখা যায়, ওই মুসলিম ব্যক্তি নেতানিয়াহুকে একটি প্রশ্ন করেন যার উত্তর দেওয়ার মাঝেই নেতানিয়াহুর দিকে তিনি মাইকটি এগিয়ে দেন। ভিডিওর ৮:২৬ মিনিটে দেখা যায় মাইকটি নিতে যাওয়ার সময় নেতানিয়াহু নিজের মাস্কটি একবার হাতে নেন এবং পরে, সেটি রেখে আগে হাত স্যানিটাইজ করে তবেই মাইকটি ওই ব্যক্তির হাত থেকে নেন। এই ঘটনাবলী থেকে বোঝা যায়, কোভিডকালীন বিধি নিষেধ মানতেই নেতানিয়াহু হাত স্যানিটাইজ করেছিলেন, সাম্প্রদায়িক কোনও কারণে নয়।



Tags:

Related Stories