Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

জাভেদ আখতার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দাবি করে ভাইরাল ভুয়ো পোস্ট

বুম দেখে ভাইরাল দাবি ভুয়ো, এআই যাচাইকারী টুল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হিসাবে শনাক্ত করেছে।

By -  Anmol Alphonso |

6 Jan 2026 5:34 PM IST

ইসলামের ধর্মীয় পোশাক পরিহিত জাভেদ আখতারের (Javed Akhtar) একটি ভুয়ো ছবি ব্যবহার করে ভাইরাল একটি পোস্টে দাবি করে হয়েছে বলিউড গীতিকার জাভেদ আখতার নাস্তিকতা ছেড়ে ইসলাম (Islam) ধর্ম গ্রহণ করেছেন। ভিডিওয় একজন উপস্থাপককে আখতারের ইসলাম ধর্ম গ্রহণ সম্পর্কে আলোচনা করতে দেখা যায়। 

ঈশ্বরের অস্তিত্ব সংক্রান্ত একটি সম্প্রতি অনুষ্ঠিত বিতর্ক সভায়, ইসলাম ধর্মের পন্ডিত মুফতি শামাইল নাদভির তর্ক-বিতর্কের পর দাবিটি ভাইরাল হয়েছে। বুম দেখে দাবিটির সমর্থনে শেয়ার করা জাভেদ আখতারের ছবিটির এআই নির্মিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

চিত্রনাট্যকার এবং কবি আখতার জনসমক্ষেই ধর্মের সমালোচনা করে নিজেকে একজন নাস্তিক হিসেবে দাবি করেছেন।

ভাইরাল দাবি: মুফতি শামাইল নাদভির সঙ্গে বিতর্কের পর ইসলামে ধর্মান্তরিত হওয়া জাভেদ আখতারের ছবি দেখা যাচ্ছে

ভাইরাল ভিডিওটি প্রথমে ইউটিউব চ্যানেল @Primeadda1-এ পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "জাভেদ আখতার আল্লাহকে গ্রহণ করেছেন।" (অনূদিত)

আর্কাইভ দেখুন এখানে। 

এক ফেসবুক ব্যবহারকারী এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দাবি করেন, "জাভেদ আখতার ডিবেট এর পর মেনে নিয়েছেন ঈশ্বরের অস্তিত্ব আছে, ইসলাম গ্রহণ করলেন জাভেদ আখতার!"

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

অনুসন্ধানে আমরা কী পেলাম 

১. এআই যাচাইকারী টুলে পরীক্ষা: আমরা ভাইরাল ছবিটি বাফেলো ইউনিভার্সিটির মিডিয়া ফরেনসিক্স ল্যাবের এআই যাচাইকারী টুল ডিপফেক-ও-মিটারের সরঞ্জামে পরীক্ষা করি। পরীক্ষায় দেখা যায় ছবিটির ৯৭.৪২ শতাংশ এআই নির্মিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর থেকে বোঝা যায় ছবিটি ভুয়ো এবং ডিজিটাল ভাবে সম্পাদিত।


২. জাভেদ আখতারের ভাইরাল দাবি খণ্ডন: জাভেদ আখতার তার নিজস্ব এক্স হ্যান্ডেলে ভাইরাল দাবিটি খণ্ডন করে লেখেন, “একটি ভুয়ো ভিডিও প্রচারিত হচ্ছে, যেখানে মাথায় টুপি সহ আমার একটি ভুয়ো কম্পিউটার নির্মিত ছবি দেখিয়ে দাবি করা হচ্ছে আমি শেষ পর্যন্ত ঈশ্বরে বিশ্বাসী হয়েছি। এটি সম্পূর্ণ মিথ্যে…” (অনূদিত)


Tags:

Related Stories