সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি যাতে দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কিছু সাংবাদিকদের সাথে। এই ছবিটি আরো একটি ছবির সাথে বিভ্রান্তিকর দাবি সহ ছড়ানো হচ্ছে এমন সময় যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) রহস্য মৃত্যুকান্ড নিয়ে চলছে পুলিশি তদন্ত এবং গ্রেফতার করা হয়েছে অনেকজনকেই।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ছবিটিতে এক পাশে সৌরভ চৌধুরীর ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ছবি রয়েছে এবং আরেকদিকে সাংবাদিকদের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ছবি। দাবি করা হচ্ছে সৌরভ চৌধুরী, যিনি যাদবপুরের র্যাগিং কাণ্ডে ধৃত, তিনি সেই ছবিতে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত রয়েছেন।
বুম যাচাই করে দেখে ছবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাথে উপস্থিত থাকা ব্যক্তিদের মধ্যে কেউই ধৃত সৌরভ চৌধুরী নন। পোস্টের গ্ৰুপ ছবিটি তোলা হয়েছিল ২০২৩ সালের ১৫'ই আগস্ট রাজ ভবনের একটি সরকারি অনুষ্ঠানে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের স্নাতক ছাত্রের রহস্য মৃত্যুকাণ্ডে এখনো অব্দি কলকাতা পুলিশ দ্বারা গ্রেফতার করা হয়েছে ১৩ জনকে যার মধ্যে রয়েছে প্রাক্তন এবং বর্তমান পড়ুয়ারা।
পোস্টের লিংক এখানে দেখা যাবে।
পোস্টের আর্কাইভ এখানে এখানে দেখা যাবে।
এই ধরণের পোস্টের আরেকটি লিংক দেখা যাবে এখানে। তার আর্কাইভ দেখা যাবে এখানে।
তথ্য যাচাই
বুম দুটি ছবিকে তুলনা করে দেখে ধৃত সৌরভ চৌধুরীর সাথে এই ব্যক্তির কোনো মুখের মিল নেই।
আমরা রিভার্স সার্চের মাধ্যমে ছবিটিকে রিভার্স সার্চ করায় আমরা জানতে পারে এই ব্যক্তিটি হলেন একজন সাংবাদিক তমাল সাহা যিনি নিজেস্ব একটি সংবাদসংস্থা শুরু করেছেন।
আমরা তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট খুঁজে পেয়েছি যেখানে তিনি বিদ্রুপাত্বকভাবে উল্লেখ করেছেন যে সে সৌরভ চৌধুরী নন, যা সোশ্যাল মিডিয়া জুড়ে দাবি করা হচ্ছে। তিনি আরো জানান যে ছবিটি ব্যবহার করে এই বিভ্রান্তিমূলক দাবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে, সেটি তোলা হয়েছে ২০২৩ সালের রাজ ভবনের স্বাধীনতা দিবসের উৎসবপর্বের সময়।
আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় এমন অনেক পোস্ট যেগুলো সেই ভাইরাল পোস্টার স্ক্রিস্নশটিকে শেয়ার করে জানিয়েছেন যে এই ছবিটিতে উপস্থিত ব্যক্তিটি ধৃত সৌরভ চৌধুরী নন। এমন কিছু পোস্টের লিংক আপনারা দেখতে পাবেন এখানে, এখানে, এবং এখানে।
আমরা সাংবাদিক তমাল সাহার ফেসবুকের আরেকটি পোস্টও খুঁজে পেয়েছি যেখানে তিনি জানাচ্ছেন যে তার নামে বিভ্রান্তিমূলক দাবি ছড়ানো হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রহস্য মৃত্যুকান্ড নিয়ে।
আমরা দেখতে পাই তিনি সক্রিয় ভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার রিপোর্টিং করেছেন। তার কিছু ভিডিও আপনারা দেখতে পাবেন এখানে এবং এখানে।
আরও পড়ুন -রবীন্দ্রনাথের ভূমিকায় অমিতাভ? ছড়াল কৃত্তিম বুদ্ধিমত্তার তৈরি ভুয়ো ছবি