Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

কংগ্রেস নেতারা ছড়ালেন জেপি নাড্ডার ত্রিপুরা বক্তৃতার সম্পাদিত ভিডিও

বুম দেখে জে পি নাড্ডার বক্তব্যের ভিডিওটি সম্পাদনা করা হয়েছে। তিনি অভিযোগ করেন সিপিএমের বিরুদ্ধে নিজের দলের বিরুদ্ধে নয়।

By - Hazel Gandhi | 17 Jan 2023 6:15 PM IST

বেশ কয়েকজন কংগ্রেস (Congress) দলের নেতা-নেত্রী বিজেপির (BJP) জাতীয় সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) ত্রিপুরায় (Tripura) দেওয়া ভাষণের একটি সম্পাদনা করা ভিডিও টুইট করে দাবি করছেন, তিনি নাকি বলেছেন, ‘বিজেপি মানেই হল ধর্ষণ’ (BJP means rape)!

বুম যাচাই করে দেখে যে ভিডিওটি সম্পাদনা করে তৈরি করা হয়েছে। জে পি নাড্ডা কখনওই এ ধরনের কোনও দাবি তাঁর বক্তৃতায় করেননি।

গত ১২ জানুয়ারি যুব দিবস হিসাবে উদযাপিত বিবেকানন্দ জয়ন্তীর দিন নাড্ডা ত্রিপুরার রাজধানী আগরতলায় গিয়েছিলেন এক জনসভায় বক্তৃতা দিতে। বক্তৃতা প্রসঙ্গে তিনি বিজেপির জমানায় দেশ জুড়ে যে সব উন্নয়নমূলক কর্মসূচি রূপায়িত হয়েছে, বিশেষত ত্রিপুরায়, সে বিষয়ে বলেন। বিজেপির সাফল্যের সঙ্গে তিনি ত্রিপুরায় সিপিআইএম জমানার ব্যর্থতার তুলনা টানেন, যে-জমানা ২০১৮ সালে বিজেপির দ্বারা বিতাড়িত হওয়ার আগে পর্যন্ত দীর্ঘ ২৫ বছর একটানা শাসন চালিয়েছে।

অথচ ‘বিজেপি মানেই ধর্ষণ’-- নাড্ডার মুখে এই মন্তব্য বসিয়ে তৈরি ভিডিওটি ফেসবুক ও টুইটারে ভাইরাল করা হয়েছে।

লালন কুমার এবং অলকা লাম্বা সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতার শেয়ার করা এই ভিডিওটির ক্যাপশন দেওয়া হয়েছেঃ “আজ জে পি নাড্ডাজি সত্যি কথাটা কবুল করেছেন... শুনুন...’বিজেপি সরকার মানেই হচ্ছে বলাত্কার’ —যারা ড্রোন ও দূরবীণ নিয়ে বসে আছে, তারা যেন অবশ্যই শোনে!”

ভিডিওটি দেখুন এখানে। টুইটটি আর্কাইভ করা আছে এখানে

টুইটটি দেখুন এখানে। টুইটটি আর্কাইভ করা আছে এখানে

ফেসবুকেও ভিডিওটি ভাইরাল হয়েছে।

ফেসবুক পোস্টটি দেখুন এখানে

তথ্য যাচাই

বুম দেখে ভিডিওটি সম্পাদনা করা হয়েছে এবং জে পি নাড্ডা তাঁর ভাষণে এমন ধরনের কোনও দাবি আদৌ করেননি।

আমরা বিজেপির সরকারি ইউটিউব চ্যানেল পরীক্ষা করে দেখেছি, সেখানে নাড্ডার ত্রিপুরায় আগরতলার বক্তৃতাটি লাইভ দেখানো হয়েছে। সেই ভিডিওতে নাড্ডা যে পোশাক পরে রয়েছেন, ভাইরাল হওয়া ভিডিওতেও সেই একই পোশাক তাঁর গায়ে।

Full View

ভিডিওটির ২৯ মিনিট ৭ সেকেন্ড সময়ে নাড্ডাকে বলতে শোনা যাচ্ছে—“সিপিএম সরকার মানেই বলাৎকার”। তার কিছু পরেই তিনি বলছেন— “সিপিএম সরকার মানেই বনধ, সিপিএম সরকার মানেই ধর্মঘট...” ইত্যাদি।

ভাইরাল ভিডিওটিতে বক্তৃতার এই দুটি অংশকে আলাদা করে তুলে নিয়ে এমনভাবে জোড়া হয়েছে, যেন মনে হবে নাড্ডা তাঁর দলের সরকার সম্পর্কেই এ কথা বলছেন!

আমরা গোটা ভিডিওটা মন দিয়ে দেখেছি এবং তাতে কোত্থাও নাড্ডা এ কথা বলেননি যে ‘বিজেপি সরকার মানেই ধর্ষণ!’

Tags:

Related Stories