Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

কর্নাটকে দ্বাদশ বোর্ড পরীক্ষায় প্রথম তবসসুম শেখ দাবিতে ছড়াল মুসকান খানের ছবি

বুম যাচাই করে দেখে মুসকান খান ও তবসসুম শেখ দু’জন ভিন্ন নারী। তবসসুম শেখ কর্নাটকের দ্বাদশের বোর্ড পরীক্ষায় প্রথম হয়েছেন।

By - Sk Badiruddin | 29 April 2023 9:29 AM GMT

কর্নাটকে (Karnataka) হিজাব অন্দোলনের (Hijab Protest) সময় খবরের শিরোনামে আসা কলেজ ছাত্রী মুসকান খানের (Muskan Khan) ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে ভুয়ো দাবি করা হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষায় শীর্ষস্থানাধিকারী হয়েছেন তিনি।

বুম যাচাই করে দেখে মুসকান খান ও তবসসুম শেখ দু’জন ভিন্ন নারী। তবসসুম শেখ (Tabassum Shaik) কর্নাটকের দ্বাদশের বোর্ড পরীক্ষায় প্রথম হয়েছেন।

ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটিতে হিজাব পরিহিতা এক মহিলার ছবি দেখা যায়।

ছবিটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, “ভারতের হিজাব আন্দোলনে ইতিহাস সৃস্টি করা বোন মুসকান তাবাস্সুম শাইখের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তার পিতা শখ করে তার নাম রেখেছিলেন মুসকান তাবাস্সুম যার অর্থ হাসির ঝলক। দ্বাদশ শ্রেনীর চুড়ান্ত বোর্ড পরীক্ষায় সম্মিলিত মেধায় বোর্ডে প্রথম হয়ে আবার ও ইতিহাস তৈরী করলেন বোন মুসকান তাবাস্সুম।

ভারতের মুসলিম মুখে ফোটালেন হাসি। মাশাআল্লাহ্। মুসকান তাবাসসুমের জন্য দোয়া ও শুভকামনা রহিল।” (ক্যাপশনের বানান অপরিবর্তিত)

ফেসবুক পোস্টটি দেখুন এখানে

বুম দেখে একই দাবিতে ছবিটি ব্যাপকভাবে ফেসবুকে ভাইরাল হয়েছে।



তথ্য যাচাই

বোর্ড পরীক্ষায় প্রথম তবসসুম শেখ

বুম গুগলে ‘কার্নাটকে উচ্চমাধ্যমিকে শীর্ষস্থানাধিকারী’, কিওয়ার্ড সার্চ করে একাধিক প্রতিবেদন খুঁজে পায়।

দ্য টেলিগ্রাফে ২৫ এপ্রিল ২০২৩, প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরুর এনএমকেআরভি প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী তবসসুম শেখ কলা বিভাগে ৬০০ এর মধ্যে ৫৯৩ পেয়ে দ্বাদশের বোর্ডের পরীক্ষায় প্রথম হয়েছে।

দ্য টেলিগ্রাফ তাদের প্রতিবেদনে তবসসুমের ছবিও প্রকাশ করেছেইন্ডিয়া টুডে গণমাধ্যমে তবসুম শেখের সাক্ষাৎকার দেখুন নিচে।


Full View



মুশকান খান ভিন্ন নারী

ইন্ডিয়ান এক্সপ্রেস গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাবের পরার উপর নিষেধাজ্ঞা জারি করে কর্নাটক সরকার। হিজাব পরার পক্ষে ও বিপক্ষে বিষয়টি নিয়ে প্রতিবাদ ও হিংসা ছড়ায়। মুসলমান মেয়েরা হিজাব পরে স্কুলে এলে, ৮ ফেব্রুয়ারি, ২০২২, গেরুয়া শাল পরে কিছু ছাত্র প্রতিবাদ জানাতে থাকেন। কর্নাটকের মান্ড্য'র, পিইএস কলেজের বাইরে তোলা একটি ভিডিও প্রায় একই সঙ্গে ভাইরাল হয়। তাতে দেখা যায়, মুসকান খান একা হেঁটে যাচ্ছেন ও গেরুয়া উত্তরীয় পরা এক দল ছেলে, জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে তাঁকে উত্যক্ত করছেন। যেতে যেতে, তাঁর উত্যক্তকারীদের বিরুদ্ধে 'আল্লাহ হু আকবর' আওয়াজ তোলেন মুসকান।

ফেসবুক পোস্টে ব্যবহৃত ছবিটি ওই ভাইরাল ভিডিওর দৃশ্য।

সে সময় এনডিটিভি গণমাধ্যমকে দেওয়া মুসকান খানে সাক্ষাৎকার দেখুন নিচে।


Full View


 বুম আগেও মুসকান খান সম্পর্কে একাধিক ভুয়ো দাবির তথ্য-যাচাই করেছে। প্রতিবেদনগুলি পড়ুন এখানেএখানে। 



Related Stories