Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

জম্মুতে প্রতিবাদের পুরনো ভিডিও পহেলগাঁও জঙ্গি হানার সঙ্গে জড়িয়ে ভাইরাল

বুম দেখে ভাইরাল ভিডিওয় ২০২৪-এর নভেম্বরে কাটরায় রোপওয়ে তৈরির প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদরত স্থানীয় নেতাদের আটক করতে দেখা যায় পুলিশকে।

By - Srijanee Chakraborty | 2 May 2025 4:39 PM IST

একজন ব্যক্তিকে পুলিশের গ্রেফতার করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে পহেলগাঁওয়ে (Pahalgam) সাম্প্রতিক জঙ্গি হামলার পর, জঙ্গিদের (terrorist) সঙ্গে যুক্ত থাকার দায়ে ভিডিওয় দৃশ্যমান স্থানীয় ওই কাশ্মীরি নেতাকে (Kashmiri leader) পুলিশ হেফাজতে নিয়েছে।

বুম দেখে ২০২৪ সালের নভেম্বর মাসে জম্মুর কাটরায় স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিক ইউনিয়নের নেতারা যখন প্রস্তাবিত রোপওয়ে প্রকল্পের বিরোধিতা করছিল সেসময় ভিডিওটি তোলা হয়। ভিডিওতে প্রতিবাদরত পুলিশকে আটক করতে দেখা যায় এক স্থানীয় নেতাকে।

২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হানায় ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়। এই ঘটনার প্রেক্ষিতে ভিডিওটি ভাইরাল হয়েছে।

এক ফেসবুক ব্যবহারকারী পহেলগাঁও আতঙ্কবাদি হামলার হ্যাশট্যাগ যোগ করে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দাবি করেন, “এই ব্যক্তি কাশ্মীরের স্থানীয় নেতা আতংকবাদীর সাথে যুক্ত ছিলো সূত্রের খবরে গ্রেফতার করা হয়েছে।”


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

তথ্য যাচাই

বুম ভিডিওটিকে একাধিক কিফ্রেমে বিভক্ত করে গুগল লেন্সের সাহায্যে সেগুলির রিভার্স ইমেজ সার্চ করে। সার্চের মাধ্যমে আমরা ২৭ নভেম্বর, ২০২৪-এ ইউটিউবে জম্মু লিঙ্কস নিউজ চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও রিপোর্ট পাই।

ভাইরাল ভিডিওর দৃশ্যসহ রিপোর্টটির বর্ণনা থেকে জানা যায় বৈষ্ণোদেবী মন্দিরে প্রস্তাবিত রোপওয়ে প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদের সময় জম্মুর কাটরায় দুই ট্রেড ইউনিয়ন নেতাকে গ্রেপ্তার করা হয়। বিক্ষোভ চলাকালীন স্থানীয় ব্যবসায়ী ও পুলিশের মধ্যে সংঘর্ষও হয়।

Full View

দ্য হিন্দুর মতে, ২৫০ কোটি টাকার রোপওয়ে প্রকল্পটি তারাকোট মার্গ এবং সাঞ্জি ছটের মধ্যে পরিকল্পনা করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা এই প্রকল্পের বিরোধিতা করে বিক্ষোভ দেখায় যা পরবর্তীতে সংঘর্ষে পরিণত হয়। পরে, পুলিশ দুটি এফআইআর দায়ের করে অন্তত চারজনকে আটক করে।

কাটরার মজদুর ইউনিয়নের দুই নেতা ভূপিন্দর সিং জামওয়াল এবং সোহান চাঁদকেও আটক করা হয়। ভূপিন্দর সিং বৈষ্ণোদেবী আসন থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি টাট্টু ঘোড়া ও পালকি চালকদের একটি সমিতিরও নেতৃত্ব দিয়েছিলেন।

গ্রেটার কাশ্মীরের সংবাদ প্রতিবেদন অনুসারে, সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে এবং কিছু দোকানদার পুলিশ কর্মীদের উপর চড়াও হয়। এরপর পুলিশ শহর জুড়ে অভিযান চালিয়ে ইউনিয়ন নেতাদের গ্রেফতার করে।

রাইজিং কাশ্মীরের মতো অন্যান্য সংবাদ মাধ্যমগুলিও এই ঘটনা সম্পর্কে খবর প্রকাশ করে নিশ্চিত করেছে গ্রেফাতারগুলি জম্মুতে বিক্ষোভের সঙ্গে জড়িত, পহেলগাঁওয়ে জঙ্গি হানার সঙ্গে যুক্ত নয়।

Tags:

Related Stories