গাড়ি থেকে নেমে এক বাচ্চাকে জড়িয়ে ধরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া (Khaleda Zia), এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দাবি করা হচ্ছে সম্প্রতি বাংলাদেশের(Bangladesh) রাষ্ট্রপতি তাকে জেলবন্দী থেকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করার পরের দৃশ্য।
বুম যাচাই করে দেখে দাবিগুলি মিথ্যে। ভিডিওটি ১১ জানুয়ারি ২০২৪ এর, যখন খালেদা জিয়া অসুস্থতার কারণে দীর্ঘ পাঁচ মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরে এসেছিলেন।
দুর্নীতির অভিযোগে ২০১৮ সালে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ১৭ বছর জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ২০২০ সালে করোনা মহামারীর ফলে খালেদা জিয়াকে জেল থেকে মুক্তি দেওয়া হলেও তাকে গৃহবন্দী অবস্থায় রাখা হয়। ৫ আগস্ট ২০২৪ পদত্যাগ করে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন বিএনপির নেত্রী ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেলবন্দী অবস্থা থেকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেন।
১৯ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে খালেদা জিয়া একটি সাদা গাড়ি থেকে বেরিয়ে আসছেন এবং তাকে ঘিরে লোকজন দাঁড়িয়ে রয়েছে। ভিডিওটি ফেসবুকে শেয়ার করে তার ক্যাপশনে লেখা হচ্ছে, “দীর্ঘ ১৫ বছর পর মানুষটা আজ মুক্তি পেল। জীবনে একটা যুগ পার করে দিয়েছে কারাগারে বন্দি থেকে। আল্লাহর আপনাকে সুস্থতা দান করুক। বেগম খালেদা জিয়া।”
ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে। আর্কাইভ টি দেখতে ক্লিক করুন এখানে।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে
তথ্য যাচাই
বুম ভিডিওটির কিছু মূল ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ১১ জানুয়ারি ২০২৪ আপলোড করা ভাইরাল ভিডিওর অনুরূপ একটি ইউটিউব ভিডিও পাই। কথা মিউজিক নিউজ (Kotha Music News) নামের চ্যানেলটি ভিডিওটি আপলোড করে তার শিরোনামে লেখে, “বাসায় ফিরেই ভাগ্নের মেয়েকে জড়িয়ে ধরলেন বেগম জিয়া।”
এটিকে সূত্র ধরে আমরা ইউটিউবে কিওয়ার্ড সার্চ করলে ১১ জানুয়ারি ২০২৪ এর সময় টিভির একটি ভিডিও রিপোর্ট পাই। এই ভিডিওর সাথে ভাইরাল ভিডিওর হুবহু মিল লক্ষ্য করা যায়।
নিচে ভাইরাল ভিডিও ও সময় টিভির ভিডিওর তুলনা দেওয়া হল।
এরপর আমরা গুগলে ১১ জানুয়ারি ২০২৪ খালেদা জিয়ার বাড়ি ফেরার খবর নিয়ে কীওয়ার্ড সার্চ করলে একাধিক প্রতিবেদন খুঁজে পাই।
সময় টিভি এই খবর নিয়ে ভিডিও ছাড়াও প্রতিবেদন প্রকাশ করে। সময় টিভির খবর অনুযায়ী, বিএনপির নেত্রী খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভারসিরোসিস সহ অন্যান্য জটিল রোগে ভুগছেন। ৯ অগস্ট ২০২৩ গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রথম আলোর ১১ জানুয়ারি ২০২৪ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অসুস্থতার কারণে পাঁচ মাস ধরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। হাসপাতাল থেকে তিনি তার নিজের বাড়িতে ফিরে আসেন। এই খবর বিডিনিউজ ২৪, যুগান্তর সহ অন্যান্য সংবাদমাধ্যম খবর প্রকাশ করে।