তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) ও রাষ্ট্রীয় জনতা দল নেতা লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) সমর্থন নিয়ে বামেরা কেন্দ্রে সরকার গড়বে - এমন শিরোনাম সমেত সিপিএমের দলীয় মুখপত্র গণশক্তি পত্রিকার এক প্রতিবেদনের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বুম যাচাই করে দেখে সম্পাদনা করে ভাইরাল এই প্রতিবেদনের ছবি তৈরি করা হয়েছে। এছাড়াও গণশক্তি পত্রিকার সহ-সম্পাদক অতনু সাহা আমাদের নিশ্চিত করে জানান এমন কোনও শিরোনাম সমেত প্রতিবেদন তারা প্রকাশ করেননি।
সম্প্রতি ২০২৪ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি-শাসিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একজোট হয় একাধিক বিরোধী দল। বিরোধী দলেদের সেই 'ইন্ডিয়া' জোটে বামেদের পাশাপাশি অংশ নেয় লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল এবং মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরোধীপক্ষ অন্যদিকে কেন্দ্রে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ার রাজনৈতিক সমীকরণকে কটাক্ষ করেই গণশক্তি পত্রিকার এই ছবি ছড়ায় সমাজ মাধ্যমে।
ভাইরাল ছবিতে গণশক্তি পত্রিকার ছবি ব্যবহার করে এক প্রতিবেদনের শিরোনাম হিসাবে লেখা হয়, "বামেরা লালু ও মমতার সাথে দুর্নীতি মুক্ত সরকার গড়বে কেন্দ্রে"।
প্রতিবেদনের সেই ছবি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, "দূনীতি গ্ৰস্ত চোরেদের সাথে করবে নাকি দুর্নীতি মুক্ত সরকার....সেটিং টা কাদের সাথে কাদের বাংলার মানুষ দেখছে, তৃনমূলের সিপিএম এর নেতারা অধ্যসত্য বলে বিজেপি র নামে ভুল বুঝিয়ে আর বেশী দিন বোকা বানাতে পারবেনা...।"
পোস্টটির আর্কাইভ দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
বুম প্রথমে ভাইরাল এই গণশক্তি পত্রিকার প্রতিবেদনের ছবিতে তারিখের অংশটি লক্ষ্য করে দেখে সেখানে ওই প্রতিবেদনটির প্রকাশনার তারিখ হিসেবে ২০২৩ সালের ২৬ জুনের উল্লেখ রয়েছে।
এই তথ্যকে সূত্র হিসাবে গ্রহণ করে আমরা গণশক্তির পত্রিকার আর্কাইভ থেকে ২০২৩ সালের ২৬ জুন প্রকাশিত ই-পেপারটি খুঁজে পাই। সেখানে আমরা "বামেরা লালু ও মমতার সাথে দুর্নীতি মুক্ত সরকার গড়বে কেন্দ্রে"- এমন শিরোনাম সমেত কোন প্রতিবেদন খুঁজে পাইনি।
২৬ জুন প্রকাশিত গণশক্তি পত্রিকার সংস্করণটি পড়তে ক্লিক করুন এখানে।
এছাড়াও আমরা ভাইরাল ছবির সাথে আসল প্রতিবেদনের তুলনা করে বোরোলিন কোম্পানির সুথল অ্যান্টিসেপ্টিকের বিজ্ঞাপনের মিল খুঁজে পাই। নিচে সেই তুলনা দেখতে পাওয়া যাবে।
বুম এরপর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে গণশক্তি পত্রিকার সহ-সম্পাদক অতনু সাহার সাথে যোগাযোগ করে। অতনু আমাদের এবিষয়ে নিশ্চিত করে বলেন ছবিটি ভুয়ো এবং গণশক্তির ওই প্রতিবেদনে এমন কোনও শিরোনাম দেওয়া হয়নি।
অতনু বলেন, "গণশক্তি এমন কোনও শিরোনামসমেত প্রতিবেদন প্রকাশ করেনি। অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হয়েছে যা ভুল।"