Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

দলের রাঁধুনিকে মেসির জড়িয়ে ধরার ভিডিও তাঁর মাকে জড়িয়ে ধরা বলে ভাইরাল

বুম দেখে ছবির মহিলা মেসির মা সিলিয়া মারিয়া কুকসিটিনি নন। তিনি হলেন আর্জেন্টিনা দলের রাঁধুনি অ্যান্টোনিয়া ফারিয়াস।

By - Hazel Gandhi | 22 Dec 2022 4:40 PM IST

এনডিটিভি, হিন্দুস্থান টাইমস ও ফ্রি প্রেস জার্নাল-এরমতো সংবাদ মাধ্যমগুলিতে তাদের প্রতিবেদনে একটি ভিডিও সম্পর্কে এই মিথ্যে দাবি করেছে যে ফিফা বিশ্বকাপ ফাইনালে (FIFA Word Cup 2022) আর্জেন্টিনার (Argentina) জয়ের পর লিওনেল মেসি (Lionel Messi) তাঁর মাকে (hugging mother) জড়িয়েধরছেন।

বুম দেখে ভিডিওর ওই মহিলা মেসির মা সিলিয়া মারিয়া কুকসিটিনি (Celia María Cuccittini) নন। তিনি হলেন, আর্জেন্টিনা দলের রাঁধুনি অ্যান্টোনিয়া ফারিয়াস (Antonia Farías)।

ভিডিওটি ফেসবুকেও শেয়ার করা হচ্ছে। সেটির ক্যাপশনেবলা হয়েছে, "মেসি তাঁর মাকে জড়িয়ে ধরছেন"।

ফেসবুক পোস্টটি দেখুন এখানে

ফেসবুক পোস্টটি দেখুন এখানে

ওই মহিলাকে মেসির মা দাবি করে, এনডিটিভি,হিন্দুস্থান টাইমস ও নিউজ ১৮-এর মতো একাধিক ভারতীয় গণমাধ্যম ভিডিওটি খবরে প্রকাশ করে।

 

তথ্য যাচাই

বুম দেখে, ভাইরাল ভিডিওর মহিলা মেসির মা নন। তিনিহলেন, আর্জেন্টিনা দলের রাঁধুনি অ্যান্টোনিয়া ফরিয়াস।

ভিডিওটিতে, এক শ্যামবর্ণ মহিলা মেসিকে জড়িয়ে ধরেন।তিনি পরেছিলেন আর্জেন্টিনার নীল-সাদা জার্সি। তাঁর বাঁ হাতে ছিল উল্কির দাগ। কিন্তুওই দিনই মেসির মা সিলিয়া মারিয়া কুকসিটিনি'র ছবিও বেরয়। তাঁকে বেগুনি জার্সি পরে থাকতে দেখা যায়। তাঁর চুলের রঙ তামাটে। আর হাতে কোনওউল্কির দাগ ছিল না। তাঁদের দু'জনের ছবি নীচে তুলনা করা হয়েছে।

আমরা স্প্যানিশ ভাষায় প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে ওই মহিলার পরিচয় জানার চেষ্টা করি। 'লস অ্যান্ডিস'-এ একটি রিপোর্ট দেখতে পাই আমরা। তাতে বলা হয়, মেসিকে জড়িয়ে ধরছেন যে মহিলা, তিনি হলেনআর্জেন্টিনা দলের রাঁধুনি অ্যান্টোনিয়া ফারিয়াস।

'ক্ল্যারিন'-এ প্রকাশিত রিপোর্টে বলা হয় উনি নীল-সাদা দলের একজন। এবং দশ বছর ধরে আর্জেন্টিনা দলেরজন্য কাজ করছেন। কোপা আমেরিকা ২০২১, ফাইনালিসিমা ও ২০২২-এর বিশ্বকাপ-এ তিনি দলের সঙ্গেসফর করেন।

রিপোর্টে বলা হয়, "ওই ৪২-বছর-বয়সী, আর্জেন্টিনারজাতীয় দলের খাবার সংক্রান্ত সব কিছু পরিচালনা করেন"।

'লা নেসিওঁ' ও 'পারফিল'-এর রিপোর্টেও বলা হয় যে, আর্জেন্টিনা দলের রাঁধুনি ফারিয়াসকে ওই ভিডিওতে দেখা যায়।

এছাড়া টেলিভিশন নেটওয়ার্ক এল গরমে-ও টুইটারে ছবিশেয়ার করে। এবং সেই সঙ্গে দলের সঙ্গে অ্যান্টোনিয়া'র সম্পর্কের আরও তথ্য দেয়।

রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ সালের ফিফা বিশ্বকাপে তিনি দলেরসঙ্গে গিয়েছিলেন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশান সেই সময়কার ছবি শেয়ার করে।

 

Tags:

Related Stories