Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

লস অ্যাঞ্জেলেস দাবানল থেকে প্রাণী উদ্ধারের AI ভিডিও ছড়াল সত্যি হিসাবে

বুম দেখে দমকল কর্মীদের লস অ্যাঞ্জেলেসের দাবানল থেকে প্রাণী উদ্ধারের ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

By -  Archis Chowdhury |

17 Jan 2025 5:59 PM IST

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের (Los Angeles) দাবানলের (wildfire) আবহে কৃত্রিম বুদ্ধিমত্তার (artificial intelligence) সাহায্যে বনানো দমকল কর্মীদের বন্য প্রাণী উদ্ধারের বিভিন্ন ক্লিপ সোশ্যাল মিডিয়ায় আসল হিসাবে ভাইরাল হয়েছে সম্প্রতি।

বুম ও তার ডিপফেক অ্যানালিসিস ইউনিটের সহযোগীরা দৃশ্যগুলি যাচাই করে ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের প্রমাণ পেয়েছে। 

লস অ্যাঞ্জেলেস গত ৭ জানুয়ারি থেকে এক ভয়ঙ্কর দাবানলের কবলে পড়েছে যা প্রবল হাওয়ার প্রকোপে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। ইতিমধ্যেই, ২৪ জন ব্যক্তির প্রাণহানি হয়েছে ও ২৫০-২৭৫ বিলিয়ন মার্কিন ডলার সমান আর্থিক ক্ষতি হয়েছে।

ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, " অসহায় প্রানীগুলোর অবস্থা দেখে কান্না পাচ্ছে। আমেরিকার ক্যালিফোর্নিয়া বিধ্বংসী আগুনে পুড়ে শ্মশানে পরিনত। সর্বগ্রাসী আগুন কতটা ভয়ঙ্কর হতে পারে তা আন্দাজের বাইরে। শুধুই যে ঘরবাড়ি, জঙ্গল পুড়ে ছারখার হবে তা নয়। পশু, পাখি নিরীহ জীব জন্তু সহ পুরো ইকোসিস্টেমরেই পরিবর্তন হয়ে যাবে একপলকেই। শুখা মরসুমে প্রতিবছরের মতো জঙ্গলমহলের পাহাড় সহ বনাঞ্চলে ঘটে যাওয়া আগুনের লেলিহান শিখার পুনরাবৃত্তি যেন আর না ঘটে সেজন্য সবাই সতর্ক থাকুন। জহাইর।"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

 তথ্য যাচাই: ভাইরাল ভিডিও সম্পূর্ণভাবে AI নির্মিত

বুম ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে তবে, এই ধরনের ফুটেজকে বাস্তব হিসাবে রিপোর্ট করা কোনও বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদন পায় না।

এছাড়াও, ভাইরাল ক্লিপটি ভালোভাবে পর্যবেক্ষণ করে আমরা দৃশ্যগুলির মধ্যে বিভিন্ন অস্বাভাবিকতা লক্ষ্য করি যা ভিডিও তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের ইঙ্গিত করে। আমরা লক্ষ্য করি একটি পেঁচাকে নিয়ে এক ব্যক্তির বসে থাকার একটি দৃশ্যে তাদের শরীর থেকে ধোঁয়া বেড়িয়ে আসতে দেখা যায়।


অন্য একটি দৃশ্যে এক ব্যক্তিকে দুটো ভাল্লুক শাবককে কোলে নিয়ে এগিয়ে আসছে কিন্তু তাদের একটির কোনও অঙ্গপ্রত্যঙ্গ নেই। এছাড়াও, আমরা লক্ষ্য করি একটি হরিণের সঙ্গে বসে থাকা এক ব্যক্তির হাতের আঙুল স্বাভাবিক ভাবে গঠিত নয়। 


 আরও নিশ্চিত হতে, আমরা ভিডিওটি আমাদের ডিপফেক অ্যানালিসিস ইউনিটের (ডিএইউ) সহকারীদের কাছে পাঠাই যারা ভিডিও তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের আরও প্রমাণ আমাদের দিয়েছে।

ডিএইউ ভিডিওটিকে বিভিন্ন কিফ্রেমে ভেঙে সেগুলিকে কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী ওয়েবসাইট 'ওয়াজ ইট এআই'-এ পরীক্ষা করে। পরীক্ষার ফলাফল অনুসারে বেশিরভাগ দৃশ্যই কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা গঠিত, যদিও কিছু দৃশ্যকে সত্যি হিসাবেও চিহ্নিত করা হয়। 

মানব দ্বারা পরিচালিত একটি বিশ্লেষণে ডিএইউ ভিডিও জুরে অনেকগুলি অস্বাভাবিকতা লক্ষ্য করে যেমন দমকল কর্মীদের ক্রমাগত পরিবর্তন হওয়া আঙুল, প্রাণীগুলির অঙ্গপ্রত্যঙ্গে অসঙ্গতি, দমকল কর্মীদের অদ্ভুত হাঁটাচলা এবং প্রেক্ষাপটে জ্বলতে থাকা আগুনের মধ্যেও অসঙ্গতি দেখা যায়। 

নীচের ছবিতে দমকল কর্মীর হাতে অদ্ভুত ভাবে জোড়া একটি আঙুল দেখা যায়। 


এই সব প্রমাণগুলির থেকে বোঝা যায় ভাইরাল ভিডিওর দৃশ্য কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে এবং বৃহত্তর লস অ্যাঞ্জেলেসে দাবানলের মধ্যে দমকল কর্মীদের দ্বারা প্রাণীদের উদ্ধার করার বাস্তব পরিস্থিতি দেখা যায় না।

Tags:

Related Stories