Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

না, শঙ্করাচার্য যোগী আদিত্যনাথকে ভিডিও কলে মহাকুম্ভ নিয়ে তিরস্কার করেননি

ভাইরাল ভিডিও একটি গুজরাটি চ্যানেলকে দেওয়া শঙ্করাচার্যের সাক্ষাৎকারের অংশ যেখানে তিনি মহাকুম্ভের অব্যবস্থা নিয়ে মন্তব্য করেন।

By -  Srijanee Chakraborty |

11 Feb 2025 6:41 PM IST

ঊত্তরাখন্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্য (Shankaracharya) অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর (Avimukteshwaranand Saraswati) একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভুয়ো দাবি করা হয়েছে তিনি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) মহাকুম্ভ (Maha Kumbh) মেলার পদপিষ্টের (stampede) জন্য দায়ী করে তিরস্কার করেছেন।

বুম দেখে ভাইরাল ভিডিওয় শঙ্করাচার্য আদও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন না। বরং, তিনি ভিডিও কলে 'জমাওয়াট' নামের একটি চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছিলেন।

ভাইরাল হওয়া ভিডিওতে, শঙ্করাচার্যকে হিন্দিতে বলতে শোনা যায়, "আপনি বলেছিলেন আমি সমস্ত ব্যবস্থা করে রেখেছি, তাহলে আপনার সেই ব্যবস্থা কোথায় গেল, আপনার কুম্ভও (মেলা) আগের কুম্ভগুলির মতো। আপনার কুম্ভ বিশেষ কিছু হওয়া উচিত ছিল, আপনি বলছিলেন আমি সব ব্যবস্থা করেছি। আপনি বলছিলেন ৪০ কোটি লোক আসতে চলেছে এবং আমি ১০০ কোটির ব্যবস্থা করেছি, যখন ১০০ কোটির আয়োজনে মাত্র ৪০ কোটি আসছে, তাহলে আপনার আয়োজন কেন ব্যর্থ হচ্ছে?”

একটি ফেসবুক পেজ ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দাবি করে, "শঙ্করাচার্যকে ভিডিও কল করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী জী..শঙ্করাচার্য একেবারে সপাটে থাপ্পড় কষে বললেন - ইস্তফা দাও।"


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

তথ্য যাচাই

বুম প্রথমে শঙ্করাচার্য এবং মুখ্যমন্ত্রী যোগীর মধ্যে ভিডিও কলে কথোপকথন সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে। তবে, আমরা কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন খুঁজে পায়নি যা ভাইরাল দাবিকে সমর্থন করে।

ভাইরাল ভিডিওটিতে 'এক্সক্লুসিভ চৌচাক মিডিয়া' লেখা জলছাপ এবং ক্লিপ শেষে একটি লোগো দেখা যায়। এরপর, আমরা চৌচাক মিডিয়ার ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওটি দেখতে পাই।

২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি আপলোড করা ভিডিওর বর্ণনায় লেখা ছিল, "শঙ্করাচার্য ভিডিও কলে তিরস্কার করেন, যোগী আদিত্যনাথ তার ভুল বুঝতে পারেন।" তবে ভিডিও কলের বিপরীত দিকে যোগী আদিত্যনাথ ছিলেন কিনা তা স্পষ্ট নয়।

Full View

ভাইরাল ভিডিও সাক্ষাৎকারের অংশ

আমরা দেখি বেশ কিছু ব্যবহারকারী ভিডিওটিকে অন্য এক সংবাদ চ্যানেলেকে দেওয়া শঙ্করচার্যের সাক্ষাৎকারের অংশ হিসাবে চিহ্নিত করেছেন। এর থেকে ইঙ্গিত নিয়ে, আমরা মোবাইলের মাধ্যমে দেওয়া শঙ্করাচার্যের সাম্প্রতিক সাক্ষাৎকারগুলি সম্পর্কিত একটি কিওয়ার্ড সার্চ করি। সার্চের মাধ্যমে আমরা 'জমাওয়াট' নামের একটি গুজরাটি নিউজ চ্যানেলে শঙ্করাচার্যের ১৩ মিনিটের একটি সাক্ষাৎকার দেখতে পাই যেখানে তিনি মহাকুম্ভে পদপিষ্ট নিয়ে ভাইরাল ভিডিওর অনুরূপ মন্তব্য করেছেন।

৬:০৭ মিনিটে শঙ্করাচার্য এবছর মহাকুম্ভের বিশৃঙ্খলার তীব্র সমালোচনা করেন।

Full View

গণমাধ্যমটির তরফ থেকে স্পষ্টীকরণ

‘জমাওয়াট’-এর দেবাংশি যোশীর নেওয়া সাক্ষাৎকারটি ৩ ফেব্রুয়ারি ইউটিউবে দেখানো হয়। বুম জমাওয়াটের সঙ্গে যোগাযোগ করলে তারা বলে, "এই কথোপকথনটি আমাদের সাক্ষাৎকারের অংশ। আমরা ফোনে শঙ্করাচার্যের সাক্ষাৎকার নিয়েছিলাম। এটি বিভ্রান্তিকর ভাবে শেয়ার করা হচ্ছে।”

শঙ্করাচার্যের সাক্ষাৎকার নেওয়া সাংবাদিক দেবাংশি যোশী ভাইরাল দাবিটি নস্যাৎ করে এক্সে লেখেন, "আমার সাক্ষাৎকারের রেকর্ডিংয়ের সময়, সেখানে উপস্থিত কেউ নিশ্চয়ই এটি রেকর্ড করেছিলেন এবং ভুয়ো খবর ছড়াতে এটি ব্যবহার করেছেন।"



Tags:

Related Stories