সম্প্রতি পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মাথায় আঘাত (head injury) পাওয়ার জায়গা বদলে গেছে দাবিতে কিছু পোস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ওই পোস্টগুলিতে থাকা দুটি ছবির একটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালের মাঝখানের অংশ ফেটে রক্ত ঝরে পড়তে ও অন্যটিতে তার কপালের বামদিকের অংশে ব্যান্ডেজ থাকার দৃশ্য দেখতে পাওয়া যায়।
বুম যাচাই করে দেখে কপালের ধারে চোটের ছবিটি পুরনো। ২০২৪ সালের জানুয়ারী মাসে এক গাড়ি দুর্ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় ব্যান্ডেজ লাগানোর ছবির সাথে তার সাম্প্রতিক আঘাতপ্রাপ্ত হওয়ার দৃশ্যের কোনও সম্পর্ক নেই।
আসন্ন লোকসভা ভোটের মুখে গুরুতর ভাবে আহত হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরের ১৪ মার্চ সন্ধ্যেবেলা নিজের বাড়িতে পড়ে গিয়ে আহত হন তিনি। কপালের মাঝখানে ও নাকে চোট লাগে তার এবং এসএসকেএমে গিয়ে তাকে সেই রক্তক্ষরণ বন্ধ করতে হয়। শুশ্রূষার পর রাতেই বাড়ি ফিরে যান মুখ্যমন্ত্রী।
এরই পরিপ্রেক্ষিতে সমাজমাধ্যমে তার একটি সাম্প্রতিক আঘাতের ছবি ও পুরনো ব্যান্ডেজ লাগানো ছবি পোস্ট করে ভুয়ো দাবিতে বলা হয় মমতার কপালের মাঝখান থেকে চোটের চিহ্ন ধারে সরে গিয়েছে।
মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় ছবিটি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। ওই ছবির হিন্দি ক্যাপশন হিসেবে লেখা, "কিন্তু কিভাবে" (অনূদিত)
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
এই ছবিগুলি এক্সেও পোস্ট করে হিন্দিতে ক্যাপশন হিসেবে লেখা হয়, "কপালের মাঝখানে আঘাত ছিল কিন্তু পাশে ব্যান্ডেজ আটকে আছে, এ কেমন জাদু??? বাংলার কালো জাদু" (অনূদিত)।
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম মমতা বন্দোপাধ্যায়ের মাথায় লাগান ব্যান্ডেজের ছবিটির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চ করে নিউজ ১৮ বাংলার এক প্রতিবেদনে ভাইরাল ছবির অনুরূপ এক দৃশ্য দেখতে পায়।
২৪ জানুয়ারী ২০২৪ তারিখে প্রকাশিত "'আজ প্রায় মরেই যেতাম'! বিরাট আশঙ্কার কথা শোনালেন মমতা! নাশকতার চেষ্টা নিয়ে যা বললেন..." শিরোনামসহ ওই প্রতিবেদন থেকে আমরা জানতে পারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন তারিখে বর্ধমান থেকে প্রশাসনিক সভা করে ফেরার পথে গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হন।
ওই প্রতিবেদন অনুযায়ী, হেলিকপ্টার করে সেদিন বাংলার মুখ্যমন্ত্রীর ফেরার কথা থাকলেও আবহাওয়া খারাপ হওয়ার কারণে তিনি গাড়ি করে ফিরছিলেন। সেই সময় উল্টোদিক থেকে দ্রুত গতিতে আশা একটি গাড়ির ধাক্কা থেকে বাঁচতেই মুখ্যমন্ত্রীর গাড়ির চালক ব্রেক কষেন। ওই দুর্ঘটনায় মমতা বন্দোপাধ্যায়ের মাথা গাড়ির ড্যাশবোর্ডে ঠুকে যায় এবং সেখান থেকেই তার কপালের ধারে চোট লাগে। ভাইরাল পোস্টটিতে জানুয়ারী মাসের ওই ঘটনার পরবর্তী দৃশ্যই দেখা যায়।
এছাড়াও, আমরা ভাইরাল ছবিতে একটি এবিপি লাইভ লেখা প্রতীক দেখতে পাই। এই সূত্র ধরে আমরা ২৪ জানুয়ারী ২০২৪ তারিখের এক খবর সম্প্রচারের ভিডিও পাই এবং নিশ্চিত হই যে ছবিটি জানুয়ারি মাসের ওই সম্প্রচারিত খবর থেকে নেওয়া এবং পুরনো। খবরটি দেখুন এখানে।
অন্যদিকে, আমরা ভাইরাল পোস্টগুলিতে থাকা মুখ্যমন্ত্রীর কপালে আঘাতের অন্য ছবিটিকে তৃণমূল কংগ্রেসের আধিকারিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে খুঁজে পাই।
১৪ মার্চ ২০২৪ তারিখে তারা সেই ছবিগুলি পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গুরুতর ভাবে আহত হয়েছেন বলে উল্লেখ করে।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
ওই দিন প্রকাশিত আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ অনুযায়ী, মমতা বন্দোপাধ্যায় সেদিন সন্ধ্যেবেলা বাড়িতে পড়ে যান এবং তাঁকে এসএসকেএম হাপাতালে নিয়ে যাওয়া হয়। উক্ত প্রতিবেদনে মুখ্যমন্ত্রীর কপালে তিনটে ও নাকে একটি সেলাই হয়েছে বলেও উল্লেখ করা হয়।
প্রতিবেদনটিতে মমতা বন্দোপাধ্যায়ের হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় মাথায় ব্যান্ডেজ করা একটি ছবিও প্রকাশ করা হয়। সেই দৃশ্য দেখতে ক্লিক করুন এখানে।