Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ক্যালকাটা নিউজ তেজস্বীর প্রস্তাবিত যোজনা দেখাল মোদীর ঘোষিত প্রকল্প বলে

বুম দেখে ১৪ ডিসেম্বর তেজস্বী যাদব ঘোষণা করেন বিহারে আরজেডি সরকার তৈরি হলে তারা 'মাই বেহান মান যোজনা' শুরু করবেন।

By - Srijanee Chakraborty | 24 Dec 2024 10:49 AM IST

সম্প্রতি ক্যালকাটা নিউজ (Calcutta News) তাদের এক সম্প্রচারিত বুলেটিনে দাবি করে সংবিধান গ্রহণের ৭৫ তম বার্ষিকীতে 'মাই বেহান মান যোজনা' (Mai Behan Maan Yojana) প্রকল্পের মাধ্যমে দেশের মহিলাদের জন্য মাসিক ২৫০০ টাকার বিশেষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

বুম দেখে গত ১৪ ডিসেম্বর আরজেডি নেতা তেজস্বী যাদব বিহারে সরকার তৈরির শর্তসাপেক্ষে সেরাজ্যের মহিলাদের জন্য 'মাই বেহান মান যোজনা'র প্রস্তাবটি দেন। আমরা আরও দেখি, প্রধানমন্ত্রী মোদী সংবিধান গ্রহণের ৭৫ তম বার্ষিকীতে অর্থাৎ ১৪ ডিসেম্বর মহিলাদের জন্য এমন কোনও ঘোষণা করেননি। 

১৪ ডিসেম্বর, ২০২৪ তারিখ লোকসভায় সংবিধান গ্রহণের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী সংসদ ভবনে একটি বিশেষ ভাষণ দেন। ওই ভাষণে তিনি ভারতবর্ষে সংবিধানের গুরুত্বপূর্ণ ভূমিকা, গণতন্ত্র, সংরক্ষণ, মহিলাদের অগ্রগতি ইত্যাদি নিয়ে বিস্তারিত বক্তব্য পেশ করেন।

১৫ ডিসেম্বর প্রকাশিত ক্যালকাটা নিউজের বুলেটিনটিতে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য রাখার কিছু দৃশ্য ব্যবহার করে উল্লেখ করা হয়, "শুক্রবার সংবিধান গ্রহণের ৭৫ তম বার্ষিকীতে বিশেষ ঘোষণা প্রধান মন্ত্রীর। সারা দেশে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে কল্যাণমূলক প্রকল্প চালু করার কথা ঘোষণা করেন তিনি। যে প্রকল্পের মাধ্যমে সরাসরি মহিলাদের অ্যাকাউন্তে চলে যাবে ২ হাজার ৫০০ টাকা। প্রকল্পের নাম দেওয়া হয়েছে ম্যাই বেহান মান যোজনা।"


পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে। 

তবে, ক্যালকাটা নিউজের সেই বুলেটিনে সংবাদমাধ্যমটির দাবিমতো সারা দেশের মহিলাদের জন্য প্রধানমন্ত্রী মোদীর এমন মাসিক আর্থিক অনুদানের কোনও ঘোষণা শুনতে পাওয়া যায় না। 

পরে সমাজমাধ্যমে একই দাবিতে ছড়ায় ক্যালকাটা নিউজের সেই বুলেটিন।  

তেজস্বী যাদবের ঘোষণা: 'মাই বেহান মান যোজনা' প্রকল্প 

বুম প্রথমে 'মাই বেহান মান যোজনা' প্রকল্প সম্পর্কিত কিওয়ার্ড গুগলে সার্চ করে একাধিক প্রতিবেদনে দেখতে পায়, বিহারে পরবর্তী সরকার আসার শর্তসাপেক্ষে ওই প্রকল্পের ঘোষণা করেছেন আরজেডি নেতা এবং বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। আমরা লক্ষ্য করি, কেন্দ্রীয় সরকারের আয়ূষ মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত এক ব্লগেও মহিলাদের জন্য উক্ত নামের যোজনাটি তেজস্বী যাদবের নেতৃত্বে প্রবর্তিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

এই তথ্যকে সূত্র করে আমরা পুনরায় সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে গত ১৪ ডিসেম্বর রাষ্ট্রীয় জনতা দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে করা তেজস্বী যাদবের এক ভিডিও পোস্ট দেখতে পাই। ওই ভিডিওতে তেজস্বীকে 'মাই বেহান মান যোজনা' প্রকল্পের প্রস্তাব ঘোষণা করতে শোনা যায়। 

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে

ভিডিওতে থাকা বক্তব্য অনুযায়ী, প্রকল্পটি আর্থিকভাবে দুর্বল মহিলাদের জন্য ঘোষণা করেন তেজস্বী। এই প্রকল্পের আওতায় মাসিক ২৫০০ টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা করার কথা বলেন আরজেডি নেতা। এছাড়াও তেজস্বী আশ্বাস দেন, বিহারে আরজেডি সরকার গঠনের এক মাসের মধ্যেই 'মাই বেহান মান যোজনা' চালু করা হবে।

৭৫তম সংবিধান গ্রহণ বার্ষিকীতে প্রধানমন্ত্রীর ভাষণ

অন্যদিকে, আমরা গত ১৪ ডিসেম্বর ভারতীয় সংবিধান গ্রহণের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সংসদে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পূর্ণ বক্তব্য শুনি। ওই ভাষণে প্রধানমন্ত্রী দেশের সংবিধান, গণতন্ত্র, সংরক্ষণ, কংগ্রেস সরকার, নাগরিকের উন্নয়ন, মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়ন সম্পর্কে বক্তব্য রাখেন।

ভারতীয় সংসদের কার্যক্রম সম্প্রচার করার সরকারি চ্যানেল সংসদ টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে সেই ভাষণের সম্প্রচারটি নিচে দেখতে পাওয়া যাবে।  

Full View

ওই বক্তব্যে প্রধানমন্ত্রী মোদীকে কোথাও দেশের মহিলাদের জন্য ২৫০০ টাকার মাসিক কোনও আর্থিক অনুদানের ঘোষণা অথবা 'মাই বেহান মান যোজনা' নামক কোনও প্রকল্পের উল্লেখ করতে শোনা যায় না। 

প্রধানমন্ত্রীর তার বক্তব্যে 'বিকশিত ভারত' লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রস্তাবিত ১১টি সংকল্পের মধ্যে দুর্নীতির বর্জন, ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্ত হওয়া, সংবিধানের সম্মান, দেশের রাজনীতিকে পরিবারতন্ত্র থেকে মুক্ত করা, সংরক্ষণ আইনের মান্যতা এবং ধর্মভিত্তিক সংরক্ষণ এড়িয়ে চলা, রাজ্যের উন্নয়ন, ভারতের মহিলাদের উন্নয়নের মতো সংকল্পের উল্লেখ করেছিলেন।

এছাড়াও, ক্যালকাটা নিউজের দাবিমতো শুক্রবার অর্থাৎ ১৩ ডিসেম্বর উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যেও মহিলাদের জন্য 'মাই বেহান মান যোজনা' নামক কোনও প্রকল্পের ঘোষণা করার উল্লেখ আমরা দেখতে পাইনি। তার সেই বক্তব্য নিচে শুনতে পাওয়া যাবে।

Full View


Tags:

Related Stories