Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ক্রিকেট স্টেডিয়ামে মহম্মদ সিরাজের নামাজ পড়ার AI ছবি ভাইরাল

বুম যাচাই করে দেখে কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে ছবিটি তৈরি করা হয়েছে।

By -  Jagriti Trisha |

20 Jan 2026 6:08 PM IST

সমাজমাধ্যমে সম্প্রতি এক ছবি পোস্ট করে দাবি করা হয় ছবিটিতে রাজকোটের (Rajkot) সৌরাষ্ট্র স্টেডিয়ামে নেট অনুশীলনের সময় ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) বিরতি নিয়ে নামাজ পড়তে দেখা যায়।

ওই পোস্টে উল্লেখ করা হয়, সিরাজের নামাজ পড়ার মুহূর্তটি ক্যামেরাবন্দী করেন ভারতীয় দলের অন্যান্য খেলোয়াড় বিরাট কোহলি,রোহিত শর্মা এবং শুভমান গিল। 

বুম যাচাই করে দেখে, কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে ভাইরাল ছবিটি তৈরি করা হয়েছে।  

ভাইরাল দাবি 

ছবিটি পোস্ট করে ক্যাপশন হিসেবে লেখা হয়, "রাজকোটের সৌরাষ্ট্র স্টেডিয়ামে নেট অনুশীলনের সময় মোহাম্মদ সিরাজ নামাজ আদায়ের জন্য মুহূর্তের জন্য বিরতি নেন,যা তাঁর ধর্মের প্রতি অটল নিষ্ঠারই প্রমাণ দেয়।বিরাট কোহলি,রোহিত শর্মা এবং শুভমান গিলের সিরাজের এই ধর্মনিষ্ঠা পর্যবেক্ষণ করার ছবিগুলো খেলাধুলা এবং আধ্যাত্মিকতার সুন্দর মেলবন্ধনের কথা মনে করিয়ে দেয়।এই মুহূর্তটি শৃঙ্খলা, দলবদ্ধতা এবং বিশ্বাসের মূল্যবোধকে তুলে ধরে।"

পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে

কী পেলাম আমরা অনুসন্ধানে: কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে ছবিটি তৈরি

১. ছবিতে দৃশ্যমান অসঙ্গতি: আমরা সৌরাষ্ট্র স্টেডিয়ামে এমন ঘটনা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন খোঁজার চেষ্টা করি, কিন্তু ভাইরাল ছবির সাথে সম্পর্কিত কোনও বিশ্বাসযোগ্য রিপোর্ট পাইনি।এছাড়াও আমরা ছবিটির উৎস জানার জন্য রিভার্স ইমেজ সার্চ করেও বিশ্বাসযোগ্য কোনও সূত্র খুঁজে পাইনি।

তাছাড়া ভাইরাল ছবিতে ক্রিকেটারদের জার্সিতে BYJU’S'র প্রতীক দেখতে পাওয়া যায়। অনুসন্ধানে জানতে পারা যায়, BYJU’S এখন ভারতীয় ক্রিকেট দলকে স্পনসর করে না, ২০২৩ সালে শেষ হয়েছে তার চুক্তি।

২. ছবিটি কৃত্তিম বুদ্ধিমত্তার তৈরি: ছবিটি কৃত্তিম বুদ্ধিমত্তার তৈরি কিনা তা জানতে আমরা ছবিটিকে Hive Moderation, Sightengine এবং Undetectable.ai মত AI শনাক্তকরণ টুলে পরীক্ষা করি। সেই পরীক্ষার ফলাফলে ছবিটি AI দিয়ে তৈরির উচ্চ সম্ভাবনার কথা উল্লেখ করা হয়। 


Undetectable.ai তার ফলাফলে জানায়, ছবিটি আসল হওয়ার সম্ভাবনা মাত্র ১২ শতাংশ, অর্থাৎ ছবিটি AI-জেনারেটেড হওয়ার সম্ভাবনা ৮৮ শতাংশ।



Tags:

Related Stories