সোশাল মিডিয়ায় সম্পাদিত ভিডিও (Morphed Video) ছড়িয়ে দাবি করা হচ্ছে ধর্মতলায় (Dharmatala) সর্বভারতীয় তৃণমূল (AITMC) কংগ্রেস আয়োজিত ধর্না (Shit to Protest) মঞ্চে প্রেম পর্যায়ের বাউল সঙ্গীত ‘বান্ধবী ললিতা’ পরিবেশন করা হয়েছে।
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওতে ভিন্ন একটি গান সম্পাদনা করে জুড়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মতলার ধর্না মঞ্চে এই বাউল গানটি পরিবেশন করা হয়নি।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ধর্মতলার রেড রোডে অম্বেডকর মূর্তির সামনে কেন্দ্রীয় সরকারের থেকে রাজ্যের বকেয়া পাওনা, জ্বালানির মূল্য বৃদ্ধি সহ একাধিক দাবিতে ২৯ মার্চ ও ৩০ মার্চ ধর্না প্রদর্শন করেন। ৩০ মার্চ ধর্না মঞ্চে যুব তৃণমূল নেতা নেত্রীরা সঙ্গীত পরিবেশন করেন। ভাইরাল ভিডিওটি এই প্রক্ষিতে ছড়ানো হচ্ছে।
ফেসবুকে ভাইরাল হওয়া ১৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চে কাজল মনিরের বাউল গান ‘বান্ধবী ললিতা’ পরিবেশন করছেন যুব তূণমূলের সভাপতি সায়নী ঘোষ (Saayoni Ghosh)। সায়নীর পাশেই রয়েছেন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সহ-সভাপতি ও রাজ্য মুখপাত্র সুদীপ রাহা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সামনের সারিতে বসে রয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সহ একাধিক দপ্তরের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শিল্প, বানিজ্য ও উদ্যোগ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। গানের তালে মুখ্যমন্ত্রী ও মন্ত্রী শশী পাঁজাকে হাত নাড়িয়ে তাল দিতেও দেখা যায়। মঞ্চে রয়েছেন অন্যান্য বিধায়ক ও মন্ত্রীরা।
ফেসবুকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, “আহা !! ধন্না মঞ্চের গান”
ভিডিওটি দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ও তৃণমূল কংগ্রেসের যাচাই করা ফেসবুক পেজে ৩০ মার্চ ২০২৩ প্রচারিত ফেসবুক লাইভ দৃশ্য খুঁজে দেখে ভাইরাল ভিডিওটি সম্পাদিত। এই ধরণের কোনও বাউল সঙ্গীত পরিবেশন করা হয়নি।
বুম দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে ৩০ মার্চ সকাল ৯ টা ১২ মিনিটে ৩ ঘন্টা ৫৩ মিনিটের একটি লাইভ সম্প্রচারিত হয়। ওই ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, “রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে”।
বুম দেখে একের পর এক দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। ওই লাইভ ভিডিওর ১ ঘন্টা ৪৩ মিনিট ২৫ সেকেন্ড সময় থেকে ‘তোমায় হৃদমাঝারে রাখবে ছেড়ে দেব না’, গান শুরু করেন যুব তৃণমূলের সদস্যরা। ওই গানের সঙ্গেই গলা মেলান সায়নী ঘোষ।
ভাইরাল ভিডিওর ১৬ সেকেন্ড দৃশ্যের ভঙ্গিমা মিলে যায় ১ ঘন্টা ৪৫ মিনিট ৩০ সেকেন্ড দৃশ্যের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর বাঁদিকে বসা মন্ত্রী শশী পাঁজার মুখ ও হাতের ভঙ্গিমা মিলে যায় পুরোপুরি।
ভাইরাল ভিডিওর ১০ সেকেন্ড সময়ের সঙ্গে মিলে যায় লাইভ ভিডিওর ১ ঘন্টা ৪৬ মিনিট ৩০ সেকেন্ডের দৃশ্য। তাতে সায়নী মুখের ভঙ্গিমা এক।
একই লাইভ দেখা যাবে তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজের লাইভে।
বুম উভয় লাইভে ধর্মতলার ধর্না মঞ্চে সংশ্লিষ্ট বাউল গানটি পরিবেশন হতে দেখেনি।
বুম ধর্মতলার ধর্না ঘিরে সম্প্রতি আগরেকটি ভুয়ো খবরের গ্রাফিকের তথ্য-যাচাই করেছে। ওই গ্রাফিকে দাবি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না দিচ্ছেন দিল্লিতে।