ইন্ডিগোর (Indigo) একটি কলকাতাগামী বিমানে এক যাত্রীকে অন্য যাত্রীর চড় মারার (slapped) ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভুয়ো সাম্প্রদায়িক দাবি (communal claim) সহ। ব্যবহারকারীরা ভিডিওটি শেয়ার করে দাবি করেছেন মুসলিম (Muslim) হওয়ার কারণে পীড়িত ব্যক্তিকে চড় মারেন তার হিন্দু (Hindu) সহযাত্রী।
বুম দেখে এই ঘটনার কোনও সাম্প্রদায়িক দিক নেই। ঘটনায় জড়িত উভয় ব্যক্তিই মুসলিম ধর্মাবলম্বী।
ভাইরাল দাবি
ভাইরাল ভিডিওয় একটি ইন্ডিগোর বিমানে এক যাত্রীকে হঠাৎই তার সাদা টুপি পরা এক সহযাত্রীকে চড় মারতে দেখা যায়। ভিডিওয় অন্যান্য যাত্রীদের ঘটনার প্রতিবাদ ও কেবিন ক্রুয়ের সদস্যদের নিপীড়িত যাত্রীর সহায়তা করতে দেখা যায়। এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দাবি করেন, "একজন প্র্যাক্টিসিং মুসলিম বিমানে থাকাবস্থায় Panic Attack এ আক্রান্ত হলে পাশে বসে থাকা উগ্র হিন্দুত্ববাদী যুবক তাকে থাপ্পড় মারে। এটা হিন্দুত্ববাদীদের আসল চরিত্র। তারা আশেপাশে মুসলিম দেখলেই তার সাথে খারাপ আচরণ করতে দ্বিধাবোধ করে না। আজ মুসলিম ভাইটির জায়গায় যদি কোনো হিন্দু যুবক হতো তাহলে কখনোই থাপ্পড় মারার দুঃসাহস দেখাতো না।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম: ঘটনার কোনও সাম্প্রদায়িক দিক নেই
১. ঘটনায় জড়িত উভয় ব্যক্তিই মুসলিম: ২ অগাস্ট, ২০২৫-এ প্রকাশিত এনডিটিভির রিপোর্ট নিপীড়িত ব্যক্তিকে অসমের বাসিন্দা হুসেন আহমদ মজুমদার নামে চিহ্নিত করেছে। প্রতিবেদন অনুসারে, অভিযুক্ত হাফিজুল রহমানকে কলকাতা বিমানবন্দরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এবং জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাকে ছেড়ে দেয়। তবে, নিপীড়িত হুসেন আহমদ তার গন্তব্য শিলচর বিমানবন্দরে পৌঁছননি; তার পরিবার পুলিশের কাছে নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছে।
২. পুলিশের সাম্প্রদায়িক দাবি খণ্ডন: ডিসিপি এয়ারপোর্ট বিধাননগর ঐশ্বর্য সাগর বুমকে বলেন ইন্ডিগো তাদের মুম্বই থেকে কলকাতাগামী ফ্লাইট 6E138-এর দুই যাত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে। তিনি বলেন, "উভয় যাত্রীই সংখ্যালঘু সম্প্রদায়ের। দুই যাত্রীর মধ্যে ঝগড়া এবং একজনের অপরজনকে চড় মারার পর, ক্রু সদস্যরা তাকে উপদ্রবী যাত্রী হিসাবে চিহ্নিত করেন। তাকে নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭০ ধারার আওতায় গ্রেফতার করে পুলিশ এবং ধারা ১২৬ মেনে আদালতে পেশও করা হয়।"
৩. ঘটনার বিস্তারিত: আমরা কিওয়ার্ড সার্চের মাধ্যমে ২ অগাস্ট, ২০২৫-এর ইন্ডিয়া টুডের ঘটনা সংক্রান্ত একটি ভিডিও প্রতিবেদন পাই। প্রতিবেদন থেকে জানা যায়, ১ অগাস্ট, ২০২৫-এ ইন্ডিগোর মুম্বই থেকে কলকাতাগামী ফ্লাইট 6E138-এ এক যাত্রীর প্যানিক অ্যাটাক যখন ক্রু সদস্যরা তাকে সাহায্য করছিলেন সেসময় অন্য এক যাত্রী তাকে চড় মারেন। ইন্ডিগোর তরফ থেকে ঘটনাটির নিন্দা করে একটি বিবৃতিও প্রকাশ করা হয়।