Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

"বালোঁ দর" জয়ী একমাত্র মুসলিম ফুটবল খেলোয়াড় করিম বেনজেমা? ছড়াল বিভ্রান্তি

বুম যাচাই করে দেখে করিম বেনজেমা ইতিহাসে একমাত্র "বালোঁ দর" পুরস্কার জয়ী মুসলিম ফুটবল খেলোয়াড় নন।

By - Towhidur Rahman | 27 Oct 2022 8:47 PM IST

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টে বিভ্রান্তিকর (Misleading Claims) দাবি করা হচ্ছে ইতিহাসে (Muslim Footballer) "বালোঁ দর" (Ballon d'Or) পুরস্কার বিজয়ী একমাত্র মুসলিম ফুটবল খেলোয়াড় হলেন ফরাসি খেলোয়াড় করিম বেনজেমা (Karim Benzema)।

বুম যাচাই করে দেখে করিম বেনজেমা ইতিহাসে একমাত্র "বালোঁ দর" পুরস্কার জয়ী মুসলিম ফুটবল খেলোয়াড় নন। অতীতে আরও দুই মুসলিম খেলোয়াড় এই পুরস্কার জিতেছেন।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ১৮ অক্টোবর রিয়াল মাদ্রিদের ফরাসি বংশদ্ভূত স্ট্রাইকার করিম বেনজেমা ২০২২ সালে পুরুষদের "বালোঁ দর" পুরস্কার পেলেন। দ্বিতীয়বার মহিলা "বালোঁ দর" পুরস্কার পেলেন বার্সেলোনার মিডফিল্ডার স্পেনীয় বংশদ্ভূত অ্যালেক্সা পুটেলাস (Alexia Putellas)। সোশাল মিডিয়ায় এই প্রেক্ষিতে দাবিটি ভাইরাল হয়েছে।

ফেসবুক পোস্টে ফুটবল খেলোয়াড় করিম বেনজেমার ছবি ব্যবহার করে ক্যাপশন লেখা হয়েছে, "ইতিহাসের একমাত্র মুসলিম ফুটবলার ব্যলন ডি অর বিজয়ী করিম বেনজমা, অনেক অনেক শুভকামনা রইলো বস।" (বানান অপরিবর্তিত)

বুম দেখে একই দাবি সহ ফেসবুকে পোস্টটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এরকম দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানে এখানে


আরও পড়ুন: ভুয়ো দাবিতে ছড়াল অস্ট্রেলিয়ার কার্ডিনিয়া পার্কে কৃত্রিম পিচ বসানোর ছবি

তথ্য যাচাই

বুম গুগলে "বালোঁ দর" জয়ী মুসলিম ফুটবল খেলোয়াড় কিওয়ার্ড সার্চ করে বিভিন্ন ওয়েবাসাইটে একাধিক প্রতিবেদন খুঁজে পায়। 

ওই তালিকা অনুযায়ী, ইসলাম ধর্মীবালম্বী আরও দুই "বালোঁ দর" পুরস্কার জয়ী হলেন লাইব্রেরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি ও খোলোয়াড় জর্জ উইয়াহ (George Weah) ও জিনেদিন জিদান। জর্জ উইয়াহ ১৯৯৫ সালের ইতালির মিলনস্থিত এসি মিলানের খেলোয়াড় থাকাকালীন এই পুরস্কার জেতেন। তিনিই প্রথম অইউরোপীয় "বালোঁ দর" পুরস্কার জয়ী।

লাইবেরিয়ায় সরকারি ওয়েবাসাইটে প্রদত্ত তথ্য অনুযায়ী ১৯৮৯ সালে মুসলিম ধর্ম গ্রহণ করেন জর্জ উইয়াহ। ইতালির তুরীন স্থিত জুভেন্টাসের খোলোয়াড় আলজেরিয়া বংশদ্ভূত জিনেদিন জিদান (Zinedine Zidane) ১৯৯৮ সালে "বালোঁ দর" পুরস্কার পান।

ব্রিটিশ গণমাধ্যম আই নিউজ-এ পুরুষ "বালোঁ দর" পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা দেখুন

"বালোঁ দর" পুরস্কার 

"ফ্রান্স ফুটবল" ম্যাগাজিনের সাংবাদিক গ্যাব্রিয়েল হ্যানটের মস্তিষ্কপ্রসূত "বালোঁ দর" পুরস্কারের পথচলা শুরু হয় ১৯৫৬ সালে স্ট্যানলি ম্যাথিউসকে পুরস্কার প্রদানের মাধ্যমে। সারা পৃথিবীর ৩০ জন সেরা ফুটবল খেলোয়াড়কে প্রথমে বাছাই করে "ফ্রান্স ফুটবল"-এর সম্পাদকরা। পরে সারা পৃথিবীর ক্রীড়া সাংবাদিকদের জুরি নির্বাচিত করে সেরা "বালোঁ দর" পুরস্কার প্রাপককে। ২০১৮ সালের প্রথম মহিলা "বালোঁ দর" পুরস্কার চালু হয়। 

আরও পড়ুন: দীপাবলির রাতে মহাকাশ থেকে তোলা ভারতের ছবি ? ভুয়ো দাবিতে ছড়াল অলঙ্করণ

Tags:

Related Stories