উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজাফফরনগরের (Muzaffarnagar) একটি রাস্তার মাঝখানে এক তরুণীকে (woman) এক ব্যক্তির হেনস্থা (harassment) করার একটি ভিডিও ভুয়ো দাবির সঙ্গে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি। ব্যবহারকারীরা ভিডিওটি শেয়ার করে দাবি করেছেন হেনস্থাকারী ব্যক্তি মুসলিম (Muslim)।
বুম যাচাই করে দেখে ওই তরুণীকে উত্যক্ত করার দায়ে অভিযুক্ত যুবক রোহিত নামের এক হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি। আমরা দেখি এই ঘটনার কোনও সাম্প্রদায়িক দিক নেই।
২৭ সেকেন্ডের ভাইরাল ভিডিওটি তিনটি ভিন্ন ক্লিপের কোলাজ। প্রথম ক্লিপে, একজন ব্যক্তিকে রাস্তায় একটি মেয়েকে উত্যক্ত করতে দেখা যায়। দ্বিতীয় ক্লিপটিতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বক্তৃতার কোনও অংশ। এবং, তৃতীয়তে অভিযুক্তকে পুলিশিকে ধরে নিয়ে থানায় যেতে দেখা যায়।
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন , “উত্তরপ্রদেশে মুজাফফরপুরে এক হিন্দু মেয়েকে এক জেহাদি রাস্তায় দাড়িয়ে বিরক্ত করছিলো তারপর তাকে যোগী আদিত্যনাথ পুলিশ উচিত শিক্ষা দিয়েছে পশ্চিম বঙ্গ সরকারকেও এইরকম হওয়া দরকার।”
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম গুগলে ভাইরাল দাবি সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে ঘটনা সংক্রান্ত বেশ কয়েকটি প্রতিবেদন দেখতে পায়। প্রতিবেদনে ভাইরাল ভিডিওটির দৃশ্যও দেখা যায়।
আজ তক এবং দৈনিক ভাস্করের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফফরনগরের নই মান্ডি কোতোয়ালি এলাকায়। ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি, রোহিত নামের এক যুবক নই মান্ডি কোতোয়ালি এলাকার চৌরি গলিতে রাস্তার মাঝে এক যুবতীকে হেনস্থা করে।
রিপোর্ট অনুযায়ী, ওই তরুণী বাজার করে ফিরছিলেন এবং কোনও এক দিক থেকে হেঁটে এসে যুবকটি ওই তরুণীর সামনে দাঁড়ায়। ওই ব্যক্তি মেয়েটির সঙ্গে জোর করে কথা বলতে শুরু করে এবং বারবার মেয়েটির পথ আটকায়। এরপর, ওই তরুণী কোনওভাবে লোকটিকে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করতে, ওই ব্যক্তিও তাকে অনুসরণ করতে শুরু করলে এলাকার মানুষ তাকে আটকে দেয়।
এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার ২ ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তাকে গ্রেফতার করে।
মুজাফফরনগর পুলিশ একটি প্রেস নোটে জানিয়েছে, মেয়েটির সঙ্গে অভদ্র ব্যবহার/অশালীন আচরণের বিষয়টি অবিলম্বে আমলে নিয়ে পুলিশ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে এবং তাকে গ্রেফতার করেছে। স্থানীয় পুলিশ তদন্ত করছে। পুলিশের প্রেস নোটে অনুসারে ওই ব্যক্তির নাম রোহিত এবং তার বাবার নাম সময় সিং।
নই মান্ডির সার্কেল অফিসার রূপালি রাওয়ের একটি বক্তব্য পুলিশের এক্স হ্যান্ডেলে থেকেও শেয়ার করা হয়েছে। রাও বলেন, "ঘটনাটিকে যথাযথ গুরুত্ব দিয়ে মান্ডি থানা অবিলম্বে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে। অভিযুক্তের নাম রোহিত, ভোপার বাসিন্দা। রোহিতকে গ্রেফতার করা হয়েছে।
বুমকে মুজফফরনগরের নিউ মান্ডির সার্কেল অফিসার রূপালি রাও স্পষ্ট করে বলেন এই ঘটনার মধ্যে কোনও সাম্প্রদায়িক কোণ নেই। অভিযুক্তের নাম রোহিত এবং তিনি মুসলিম নন।