২০২৫ সালের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) স্বাগত জানাতে ব্যানার নিয়ে সিকিমের (Sikkim) একটি উপজাতির মিছিলের ভিডিও নেপালে (Nepal) চলমান অশান্তির আবহাওয়ার সঙ্গে বিভ্রান্তিকর ভাবে যুক্ত করা হয়েছে।
ভিডিওটি শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে প্রধানমন্ত্রী মোদীর মতো একজন দেশ নেতা চেয়ে নেপালের জনগণ ভিডিওর মিছিলটি বের করেছেন।
বুম দেখে সিকিমের রাজ্য হিসাবে মর্যাদা পাওয়ার ৫০ বছর উপলক্ষে সিকিমের লিম্বু উপজাতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্যে স্বাগত জানানোর জন্য ভাইরাল ভিডিওয় দৃশ্যমান মিছিলটির আয়োজন করে।
নেপালে জেন-জি নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী আন্দোলন ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর হিংসাত্মক রূপ ধারণ করে, যখন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে পালিয়ে যান। কাঠমান্ডুতে সেনাবাহিনীর সদর দফতরে সেনা আধিকারিকদের সঙ্গে সম্ভাব্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রী প্রার্থীদের নিয়ে আলোচনা করে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল।
ভাইরাল দাবি
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দাবি করে, "নেপালের মহিলারা নরেন্দ্র মোদী জির ছবি নিয়ে মিছিল করছেন ।। এটাই নতুন ভারতের ছবি বিশ্বনেতা নরেন্দ্র মোদী জি।।"
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন এবং আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. সিকিমের পুরনো ভিডিও: আমরা লক্ষ্য করি মিছিলের ব্যানারে লেখা ছিল, "সিকিমের লিম্বু উপজাতি ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জিকে রাজ্যে স্বাগত জানাচ্ছে। সুকিম ইয়াকথুং সাপসোক সংচুম্ভো।"
এর থেকে ইঙ্গিত নিয়ে আমরা সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে ২৯ মে, ২০২৫-এর এক ফেসবুক ব্যবহারকারীর আপলোড করা একটি ভিডিওয় ১:৩১ মিনিটে মিছিলের সামনে একই ব্যানার দেখতে পাই। দেখুন এখানে।
সুকিম ইয়াকথুং সাপসোক সঙচুম্ভো তাদের ফেসবুক পেজে একই মিছিলের একটি ভিডিও আপলোড করে এবছরের ৩০ মে। ক্যাপশনে বলা হয়েছে, লিম্বু উপজাতি সুকিম ইয়াকথুং সাপসোক সঙচুম্ভোর ব্যানারের অধীনে ২৯ মে সিকিমের রাজ্য হিসাবে মান্যতা পাওয়ার ৫০তম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে প্রস্তুতি নেয়।
ভাইরাল ভিডিওর স্ক্রিনশটের সঙ্গে সিকিমে অনুষ্ঠিত মিছিলের তুলনা নীচে দেখা যাবে।
২. প্রধানমন্ত্রী মোদির সিকিম সফর: ২০২৫ সালের ২৯ মে সিকিমের রাজ্য হিসাবে মান্যতা পাওয়ার ৫০তম বার্ষিকী উপলক্ষে মোদীর ওই দিন সিকিমে যাওয়ার কথা ছিল। কিন্তু, গ্যাংটকে খারাপ আবহাওয়ার কারণে তিনি সিকিমে পৌঁছাতে পারেননি। মোদী পশ্চিমবঙ্গের বাগডোগরা থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।