Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

বেনারসের মন্দিরের প্রস্তুতি অযোধ্যার রামমন্দিরের দৃশ্য হিসেবে ছড়াল

বুম দেখে এই ভিডিও বিহঙ্গম যোগের তরফে আয়োজিত স্বর্বেদ মহামন্দিরের উদ্বোধন স্থানের দৃশ্য।

By -  Shrey Banerjee |

3 Jan 2024 5:28 PM IST

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক ভিডিও যেখানে একটি বড় মাঠে বহু যজ্ঞের পাত্র দেখা যায় এবং দাবি করা হয় তাতে অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Temple) উদ্বোধনের দৃশ্য দেখা যাচ্ছে।

বুম যাচাই করে দেখে ভিডিওটিতে আসলে ১৮ ডিসেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত হওয়া স্বর্বেদ মহামন্দিরের (Swarved Mahamandir) উদ্বোধনের প্রস্তুতির দৃশ্য দেখা যায়। স্বর্বেদ মহামন্দিরের সেই উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হবে ২২ জানুয়ারি ২০২৪ তারিখে যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, রতন টাটা সহ অনেকেই। রাম জন্মভূমি ট্রাস্ট তরফে এই উদ্বোধনে অসংখ্য প্রভাবশালী ব্যক্তিত্বদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানান হয়। এর মধ্যেই উঠে এলো সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য যেখানে দাবি করা হয় ভিডিওতে উপস্থিত ২৫০০০ যজ্ঞের পাত্রগুলি ব্যবহার করা হবে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে।

একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে লেখেন,"অযোধ্যায় শ্রী রাম মন্দির উদ্বোধনের জন্য এই ২৫০০০ পাত্রে হবে হবন! যেতে না পারলে "জয় শ্রী রাম" লেখতে পারেন???? "।

এই পোস্ট দেখতে এখানে ক্লিক করুন। এই পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।


একই দাবি করে টিভি ৯ মারাঠিও এই ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে।


ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন। এই ভিডিওর আর্কাইভ এখানে দেখা যাবে।

তথ্য যাচাই

বুম প্রথমেই টিভি৯ মারাঠি তরফে পোস্ট করা ভিডিওতে উপস্থিত কমেন্টে একজন ব্যবহারকারী লেখেন,"এই দৃশ্য হল ১৮ ডিসেম্বর ২০২৩ তারিখে বেনারসে অনুষ্ঠিত বিহঙ্গম যোগ শতাব্দী বার্ষিক মহোৎসব অনুষ্ঠানের।"


এই সূত্র ধরে আমরা একটি কিওয়ার্ড সার্চ করায় আমরা 'ইন্ডিয়া টুর মস্তি' নামক একটি ইউটিউব চ্যানেলে স্বর্বেদ মহামন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও ব্লগ খুঁজে পাই যেখানকার দৃশ্যের সাথে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে উপস্থিত জায়গার মিল দেখা যায়।


এই ব্লগ ভিডিও এখানে দেখা যাবে। 

এরপর আমরা আরেকটি ব্লগ ভিডিও খুঁজে পাই এবং সেখানেও বলা হয় এটি স্বর্বেদ মহামন্দিরের উদ্বোধনের যজ্ঞকুণ্ডের স্থান। 

Full View

ভিডিওতে উপস্থিত পতাকা এবং নির্মিত জায়গারও মিল সেখানে লক্ষ্য করা যায়।


আমরা স্বর্বেদ মহামন্দিরের ওয়েবসাইটে লক্ষ্য করি তাদের প্রতীক চিহ্নের সাথে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া পতাকার মিল রয়েছে। এই ওয়েবসাইটে উদ্বোধনী অনুষ্ঠান সক্রান্ত তথ্যও পাওয়া যায়।


এরপর বুম পিআইবির একটি প্রতিবেদন খুঁজে পায় যেখানে বলা হয় স্বর্বেদ মহামন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই অনুষ্ঠানে ২৫০০০ কুণ্ড যোগ করা হয়।

আমরা প্রধানমন্ত্রী মোদীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠানের লাইভ ভিডিও খুঁজে পাই যেখানে তাকে এই অনুষ্ঠানে বক্তৃতা দিতে শোনা যায়।

Full View

এই ভিডিও এখানে দেখা যাবে। 

এরপর বুম স্বর্বেদ মহামন্দিরের সোশ্যাল মিডিয়া আহ্বায়ক রাজেশ সহায়ের সাথে কথা বলে। সহায় বুমকে বলেন, "হ্যাঁ, এই দৃশ্য আমাদের স্বর্বেদ মহামন্দিরের অনুষ্ঠান স্থানেরই। বিহঙ্গম যোগ সংগঠনের তরফে এটি আয়োজিত হয় ১৮ ডিসেম্বর ২০২৩ তারিখে এবং ভিডিওটি সম্ভবত এই সময়কালেই তোলা হয়। তবে এর সাথে অযোধ্যার রাম মন্দিরের অনুষ্ঠানের কোনও যোগ নেই।"

সহায় আরও বলেন,"স্বর্বেদ মহামন্দিরের উদ্বোধনের উপলক্ষ্যে এদিন ২৫০০০ যজ্ঞের স্থান তৈরী করা হয় যেখানে অসংখ্য মানুষ একসাথে যোগ দেন। সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত ছিলেন এবং তিনি ওই অনুষ্ঠানে কিছু বক্তব্যও রাখেন। এছাড়াও, যে পতাকাগুলি অনুষ্ঠানে দেখা যায় সেগুলি বিহঙ্গম যোগ সংস্থারই প্রতীক।"

স্বর্বেদ মহামন্দিরের কার্যকলাপের বিষয়ে জিজ্ঞেস করায় সহায় বলেন,"এটি একটি ধ্যানকেন্দ্র যেখানে বহু মানুষ একসাথে ধ্যান করতে পারবেন। এটি বিহঙ্গম যোগ সংগঠনের একটি উদ্যোগ যার কাজ ২০০৪ সালে শুরু হয়।" 


Tags:

Related Stories