সম্প্রতি এক সংবাদপত্রের প্রতিবেদনের (Newspaper Clipping) ছবি ছড়িয়ে নেটিজেনদের অনেকে দাবি করেন এবছরের দুর্গাপুজোয় (Durga Puja) ষষ্ঠী থেকে দশমী অবধি বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে।
বুম যাচাই করে দেখে ভাইরাল প্রতিবেদনটিতে প্রকাশিত খবর পুরনো। ২০১৯ সালের ৯ অক্টোবর এই প্রতিবেদন বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়।
আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা, এরপরেই বাঙালি মেতে উঠবে দুর্গোৎসব নিয়ে। তবে এই আনন্দের মাঝেই কপালে চিন্তার ভাঁজ ফেলে সাম্প্রতিক কিছু নিম্নচাপ। পুজোর মুখে তিলোত্তমার আকাশ ভারী দেখে দুশ্চিন্তাগ্রস্ত সাধারণ মানুষ থেকে দোকানদার। এরই মধ্যে ভাইরাল এই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সংক্রান্ত প্রতিবেদন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সমাজ মাধ্যমে।
এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল সেই সংবাদ প্রতিবেদনের ছবি পোস্ট করে লেখেন,"পাঁচ দিনের জন্য ৫ টা রেন কোট কিনবো ৫ রঙের....."।
এই পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।
সাম্প্রতিক দাবি করে সংবাদ প্রতিবেদনের এই ছবি অনেকে হোয়াটস্যাপেও শেয়ার করেছেন।
তথ্য যাচাই
বুম ভাইরাল এই প্রতিবেদনের বিষয়ে অনুসন্ধানের সময় লক্ষ্য করে এক ফেসবুক ব্যবহারকারী প্রতিবেদনটি অন্ততঃপক্ষে ৩ বছর আগে প্রকাশিত বলে দাবি করেছেন।
ওই ব্যবহারকারী তার ফেসবুকের পুরনো স্মৃতি থেকে এই একই প্রতিবেদনসহ ২০২০ সালের একটি পোস্টের স্ক্রিনশট আপলোড করেন। নিচে তা দেখতে পাওয়া যাবে।
এর থেকে সূত্র ধরে আমরা দেখতে পাই এক ফেসবুক পেজের তরফ থেকে ২০২০ সালের ৩ অক্টোবর সাম্প্রতিক ভাইরাল এই প্রতিবেদনের ছবি পোস্ট করা হয়েছিল।
যদিও ওই ফেসবুক পেজের তরফ থেকে প্রতিবেদনের এই ছবি পোস্ট করে বৃষ্টির পূর্বাভাসের খবরটি ২০২০ সালের না তার আগের বছরের সেবিষয়ে সন্দেহ প্রকাশ করে।
এছাড়াও আমরা ভাইরাল এই প্রতিবেদনের সাথে বর্তমান পত্রিকায় প্রকাশিত কিছু প্রতিবেদনের মিল খুঁজে পাই। এর মাধ্যমে আমরা ভাইরাল প্রতিবেদনে থাকা শিরোনামসহ ২০১৯ সালে বর্তমান পত্রিকায় এমন কোনও প্রতিবেদন প্রকাশিত হয়েছে কিনা তা জানতে কীওয়ার্ড সার্চ করি।
আমরা দেখতে পাই একই ছবি ও তথ্যসহ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সংক্রান্ত এই প্রতিবেদন ৯ অক্টোবর ২০১৯ তারিখে বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়। নিচে তা দেখতে পাওয়া যাবে।
প্রতিবেদনটির আর্কাইভ পড়তে ক্লিক করুন এখানে।
এছাড়াও দুর্গাপুজোয় সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাসের বিষয়ে জানতে বুম আলিপুর আবহাওয়া দপ্তরে যোগাযোগ করে। এবিষয়ে প্রশ্ন করাতে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আমাদের দুর্গাপুজোয় সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাস কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানান হয়।