সোশাল মিডিয়ায় সংবাদমাধ্যমের পুরনো বুলেটিনের ক্লিপিং (Old News) ছড়িয়ে ভুয়ো দাবি করা হচ্ছে নতুন কোভিড উপপ্রজাতি মোকাবিলায় পশ্চিমবঙ্গেলকডাউন (Lockdown) ঘোষণার সম্ভাবনা রয়েছে।
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি রিপাবলিক বাংলা (Republic Bangla) গণমাধ্যমেপ্রকাশিত পুরনো খবরের বুলেটিন।
গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওমিক্রন উপপ্রজাতিবিএফ.৭-এর প্রভাবে চিনে হঠাৎ করোনা সংক্রমণের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ভারতেওশঙ্কা প্রকাশ করছেন অতিমারি বিশেজ্ঞরা। আন্তর্জাতিকউড়ানে আগত যাত্রীদের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে কোভিড পরীক্ষা।ভাইরাল ভিডিওটি এই প্রেক্ষিতে সোশাল মিডিয়ায় ছড়াচ্ছে।
ভাইরাল হওয়া ৫ মিনিট ১৫ সেকেন্ডের রিপাবলিক বাংলারবুলটিনের ভিডিওতে উপস্থাপককে বলতে শোনা যায়, "ফের লকডাউনেরসম্ভাবনা। দেশ বাঁচাতে কড়া বিধিনিষেধের ভাবনা। বন্ধ হতে পারে বার, রেস্তোঁরা,সিনেমাহল। বন্ধ হতে পারে স্কুল কলেজ।" ব্রেকিং খবর হিসাবেদেখানো হয়, "৩ জানুয়ারি নেতাজি ইন্ডোরে অনুষ্ঠান বাতিল।"
ভিডিওটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়, "রাজ্যে আবারো লকডাউনের সম্ভবনা, বন্ধ হতে পারে স্কুল, কলেজও, ৩ জানুয়ারি থেকে কড়া বিধিনিষেধের ভাবনা। বন্ধ হতে পারেরেস্তরাঁ সিনেমা হল, কমানো হতে পরে লোকাল ট্রেনের সংখা,৩ জানুয়ারিনেতাজী ইন্ডোরে অনুষ্ঠান বাতিল বলে ঘোষণা।"
ফেসবুক পোস্টটি দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম কিওয়ার্ড সার্চ করে লকডাউনসংক্রান্ত একাধিক পুরনো বুলেটিনের খবর খুঁজে পায়।
বাংলা গণমাধ্যম এবিপি আনন্দতে ১ জানুয়ারি ২০২২ প্রচারিত বুলেটিনে বলা হয়, কোভিড আবহে ৩ জানুয়ারি নেতাজি ইন্ডোরে ছাত্রদের অনুষ্ঠান বাতিল হওয়ার কথা।
বিষয়টি নিয়ে এই সময় ওএবিপি আনন্দতেও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল ২০২২ সালের জানুয়ারি মাসে। ওই প্রতিবেদনগুলিতে ৩ জানুয়ারিরাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণের অনুষ্ঠান বাতিলের উল্লেখ রয়েছে।
সে সময় প্রচারিত জি ২৪ ঘন্টা ও নিউজ ১৮ বাংলার বুলেটিন দেখুন এখানে ও এখানে।
রিপাবলিক বাংলার ফেসবুকেপেজে আমরা ২ জানুয়ারি ২০২২ প্রচারিত একটি বুলেটিন খুঁজে পায়। সেখানেও রাজ্যসরকারের তরফে ২০২২ সালের জানুয়ারি মাসে একাধিক বিধি লাগু হওয়ার সম্ভাবনার কথা বলা হয়।
বুম রিপাবলিক বাংলারওয়েবসাইটে ও ফেসবুক পেজে ২০২৩ সালের করোনো বিধি বা লকডাউন সংক্রান্ত ভাইরালভিডিওটির মত অন্য কোনও সাম্প্রতিক খবর খুঁজে পায়নি।
কেন্দ্রীয়স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া লকডাউনের সম্ভাবনার কথা খারিজ করে দিয়েছেনশুক্রবার। তবে বহাল থাকছে করোনা সংক্রান্ত সতর্কতামূলক বিধি।