Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ইজরায়েলি সেনার দিকে শিশুর পাথর ছোঁড়ার পুরনো ভিডিও সাম্প্রতিক বলে ছড়াল

বুমকে প্যালেস্তাইন টিভির সাংবাদিক হাসান ডাব্বুস জানান তিনি নিজে ২০১৬ সালে ওয়েস্ট ব্যাংকের কাছে ভিডিওটি তুলেছিলেন।

By -  Shrey Banerjee |

16 Oct 2023 6:37 PM IST

অত্যাধুনিক হাতিয়ার সহ একদল সৈন্যবাহিনীর সামনে দাঁড়িয়ে এক শিশুর প্যালেস্তাইনের (Palestine) পতাকা ধরা ও পাথর ছোঁড়ার একটি ভিডিও সম্প্রতি বর্তমান ইজরায়েল (Israel) এবং প্যালেস্তাইনের হামাস জঙ্গিদের সমস্যার দাবি করে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।

বুম যাচাই করে দেখে ভিডিওটি পুরনো। এছাড়াও আমাদের প্যালেস্তাইন টিভির সাংবাদিক হাসান ডাব্বুস জানান ভিডিওটি তিনি নিজে ২০১৬ সালে ওয়েস্ট ব্যাংকের কাছে তুলেছিলেন।

ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে চলা সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে বর্তমানে উত্তপ্ত আন্তর্জাতিক মহল। এমাসের প্রথমার্ধে প্যালেস্তিনীয় গোষ্ঠী হামাস ইজরায়েলের উপর ভয়াবহ আক্রমণ করলে ইজরায়েল তাদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে। সেই সংঘর্ষে ব্যবহৃত রকেট ও বোমার হানায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বহু মানুষ ও এই সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এরই প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্যালেস্তাইনের পতাকা ধরা শিশুর এই ভিডিও।   

এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে লেখেন, "ইজরায়েল সেনার আগে নিজের ছেলে কে গুলি খেতে ঠেলে সামনে এগিয়ে দিচ্ছে প্যালেস্তাইনের এক জিহাদী। এরা মানুষ? এটাই এদের মজহব? ফিলিস্তিন জিন্দাবাদ।"


এই ভিডিওর আর্কাইভ এখানে দেখা যাবে।

এধরণের আরও পোস্ট দেখা যাবে এখানে, এখানে, ও এখানে। সাম্প্রতিক দাবি করে এই ভিডিও ইউটিউবেও কিছু চ্যানেলে পোস্ট করা হয়। 

Full View

তথ্য যাচাই

বুম প্রথমে এই ভিডিওয় থাকা কিছু মুলফ্রেমকে রিভার্স সার্চ করে এল মুন্ডো নামক এক স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন খুঁজে পায়। ৩১ জুলাই, ২০১৬ তারিখে প্রকাশিত সেই প্রতিবেদনে ভাইরাল এই ভিডিওর বিষয়ে লেখা হয় একজন প্যালেস্তাইনের নাগরিক তার ছোট ছেলেকে ইজরায়েলি পুলিশের দিকে পাথর ছুঁড়ে মারতে বলছে।


এছাড়াও আমরা লক্ষ্য করি ভাইরাল এই ভিডিওর কিছু ফ্রেমে 'হাসান ডাব্বুস' লেখাটি উপস্থিত রয়েছে। এর থেকে সূত্র ধরে আমরা হাসান ডাব্বুস নাম সংক্রান্ত কীওয়ার্ড সার্চ করায় ওই নামের সাংবাদিকটির ফেসবুক প্রোফাইল খুঁজে পাই। 

বুম এরপর ওই সাংবাদিকের সাথে যোগাযোগ করলে হাসান ডাব্বুস আমাদের ভিডিওটি ২০১৬ সালের বলে নিশ্চিত করেন। তিনি আমাদের নিজেকে প্যালেস্তাইন টিভির সাংবাদিক বলে উল্লেখ করেন এবং ওই সংবাদমাধ্যমের ২৯ জুলাই ২০১৬ তারিখে এবিষয়ে প্রকাশিত ভিডিও রিপোর্ট পাঠান। 

Full View

প্রতিবেদনটি এখানে দেখতে পাওয়া যাবে।     

এছাড়াও ডাব্বুস বুমকে বলেন,  "এই ভিডিওটি আমি তুলেছিলাম একটি প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাংকের কাছে উপস্থিত রামাল্লা শহরের নিলিন নামক এক গ্রামে। আমি নিজে এই গ্রামের বাসিন্দা এবং সেসময় ইজরায়েল সেনা সংক্রান্ত এক প্রতিবাদ চলছিল।"


 

Tags:

Related Stories