Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

জাপানের ইয়াহাগি নদী বাঁধের ভিডিও ভুয়ো দাবিতে ছড়াল ভারতের নয়া বাঁধ বলে

বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি জাপানের ইচি প্রদেশের টয়োটা শহরের ইয়াহাগি নদীর জলাধারের বাঁধের জল ছাড়ার দৃশ্য।

By - Sk Badiruddin | 12 July 2022 10:23 AM GMT

জাপানের (Japan) ইয়াহাগি (Yahagi Dam) নদীতে জলাধারের ভিডিও ভুয়ো দাবি সহ বাংলাদেশের (Bangladesh) জলপ্রবাহে প্রতিবন্ধকতা তৈরির জন্য ভারতে (India) নির্মিত বাঁধ (dam) বলে দাবি করা হচ্ছে।

ভারত ও বাংলাদেশের তিস্তা নদীর জলবন্টন ঘিরে বিতর্ক বহুদিনের। কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের অবনতিতে পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত তিস্তা সংক্রান্ত জলচুক্তি বাংলাদেশের সঙ্গে এখনও ফলপ্রসু করা সম্ভব হয়নি। ভিডিওটি এই প্রেক্ষিতেই ভুয়ো দাবি সহ ছড়ানো হচ্ছে।

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ৩ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় সাইরেনের শব্দের সঙ্গে জলাধারের একটি স্লুইস গেট (sluice gate) থেকে জল ছাড়ার দৃশ্য। ওই বাঁধে তিনটি নীল রঙের সুইস গেট রয়েছে।

ভিডিওটি পোস্ট করে ফেসবুকে ক্যাপশন লেখা হয়েছে, "বাংলাদেশের জন্য ভারতের তৈরী নতুন ফাঁদ! পানির বাঁধের নতুন আধুনিক সুইচ গেইট।"

একরকম তিনটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানেএখানে


একই ক্যাপশন সহ ইউটিউবেও শেয়ার করা হয়েছে ভিডিওটি।

Full View

আরও পড়ুন: বোরখা পরে পুরুষের এক বাচ্চাকে অপহরণের সাজানো ভিডিও মিশরের

তথ্য যাচাই

বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি জাপানের ইচি (Aichi) প্রদেশের টয়োটা শহরের ইয়াহাগি (Yahagi) নদীর জলাধারের বাঁধ।

বুম ইউটিউবে ৬ মিনিট ৪২ সেকেন্ডের একই দৃশ্যের দীর্ঘ ভিডিও খুঁজে পায়। ২ ডিসেম্বর ২০১৩ আপলোড হওয়া ওই ভিডিওর জাপানি ক্যাপশনের অনুবাদ হল, "ইয়াহাগি বাঁধের জল ছাড়া শুরু" (জাপানি ভাষায় মূল ক্যাপশন: 矢作ダム放流開始)

ভিডিওটিতে ২ মিনিট ৪৬ সেকেন্ড থেকে জল ছাড়ার একই দৃশ্য দেখা যাবে।

Full View

জাপানি ক্যাপশন সহ সার্চ করলে একই গঠনের ইয়াহাগি বাঁধের জল ছাড়ার আরও অনেক ভিডিও ইউটিউবে দেখা যায়। ৪ অক্টোবর ২০১৮ আপলোড করা এরকমই একটি ভিডিও দেখুন এখানে

জাপানি পর্যটনের ওয়েবসাইট অনুযায়ী, ইয়াহাগি নদীতে তৈরি বাঁধের ফলে তৈরি হয়েছে কৃত্রিম হ্রদ ওকুয়াহাগি (Lake Okuyahagi)। একাধিক ছবি রয়েছে স্টক ছবির ওয়েবসাইট অ্যালামিতেও।


বুম ইয়াহাগি জলাধার রক্ষণাবেক্ষণের সরকারি ওয়েবাসাইটে থাকা ছবির সঙ্গে ভাইরাল হওয়া ভিডিওর দৃশ্যের মিল দেখতে পায়। টয়োটা ও ওকাঝাকি সহ নিশি মিকাওয়াতে পানীয় জল সবরবার করে ইয়াহকি বাঁধ। বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি, শিল্পাঞ্চলে জল সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদনের কাজ চলে এই বাঁধের মাধ্যমে। ইয়াহাগি বাঁধের কার্যকারিতা বিস্তারিত পড়া যাবে এখানে

ইয়াহাগি বাঁধ নির্মাণের স্বর্ণজয়ন্তী উপলক্ষ্যে মাথা-পিছু কার্ডও তৈরি করা হয় পর্যটকদের জন্য। ১ নভেম্বর ২০২১ টুইট করে জানানো হয় বাঁধ রক্ষাণাবেক্ষণের দায়িত্বে থাকা মন্ত্রকের তরফে।

Related Stories