Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ছেলের মাকে বিয়ে করার ভুয়ো দাবিতে ভাইরাল পাকিস্তানের ভিডিও

বুম দেখে ওই পাকিস্তানি যুবক তার মায়ের অন্য এক ব্যক্তির সঙ্গে পুনর্বিবাহের আয়োজন করেন, মাকে নিজে বিয়ে করেননি।

By - Srijanee Chakraborty | 5 Jan 2025 2:24 PM IST

সম্প্রতি এক পাকিস্তানি যুবক ও তার মায়ের বিয়ের ছবি বিভ্রান্তিকর এক দাবিতে ছড়ায় সমাজমাধ্যমে।

ছবিটি শেয়ার করে অনেকে লেখেন নিজের মাকেই বিবাহ করেছেন পাকিস্তানের ওই যুবক।

বুম যাচাই করে দেখে যুবকটি তার মাকে বিবাহ করেননি আদতে তিনি তার মায়ের অন্য এক ব্যক্তির সঙ্গে পুনর্বিবাহের আয়োজন করেছেন। 

পাকিস্তানে নিজের মাকে যুবকের বিয়ের বিভ্রান্তিকর ওই দাবি করে ভাইরাল হয় কিছু ফেসবুক পোস্টও।


পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। 

তথ্য যাচাই

আমরা লক্ষ্য করি ভাইরাল ছবিতে "MEWS" লেখা একটি লোগো এবং কিওয়ার্ড সার্চের সাহায্যে ফেসবুকে মিউজের অফিসিয়াল পেজে ভাইরাল ছবিটি দেখতে পাই। ছবিটির ক্যাপশন থেকে জানা যায় আব্দুল আহাদ নামের এক পাকিস্তানি যুবক তার মায়ের পুনর্বিবাহ দিয়েছেন এবং তিনি এই কাহিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও শেয়ার করেছেন।

Full View

আব্দুল আহাদের পোস্ট

বুম দেখে ২০ ডিসেম্বর, ২০২৪ তারিখে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আব্দুল আহাদ ভাইরাল ছবিটি পোস্ট করেছেন। পোস্টে তিনি জানিয়েছেন, তার মায়ের বিবাহের কথা সমাজমাধ্যমে জানাতে তিনি সংকোচবোধ করছিলেন। তবে, সকলের ভালোবাসা ও সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞ। 

পোস্টটি দেখুন এখানে

এছাড়াও, ১৮ ডিসেম্বর, ২০২৪-এ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের ছেলেবেলার ছবি ও ভিডিওর সঙ্গে তার মায়ের পুনর্বিবাহের বিষয়ে পোস্ট করেছেন। পোস্টটিতে বিয়ের দিনের ভিডিওসহ তার মায়ের নিজের স্বামীর সঙ্গে নিকাহতে সই করার দৃশ্যও দেখা যায়। 

ভিডিওতে আহাদকে বলতে শোনা যায়, "বিগত ১৮ বছর ধরে, আমি আমার মাকে একটি বিশেষ জীবন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি নিজের সামর্থ অনুযায়ী কারণ তিনি আমাদের জন্য তার পুরো জীবন দিয়ে দিয়েছেন। কিন্তু, তার নিজেরও একটি শান্তিপূর্ণ জীবন প্রাপ্য, তাই ছেলে হিসাবে আমি মনে করি আমি সঠিক কাজ করেছি। আমি আমার মাকে ভালোবাসা এবং জীবনকে ১৮ বছর পর দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য সমর্থন  করেছি। আমার মায়ের জীবনে অন্য কাউকে অগ্রাধিকার হতে দেওয়ার সিদ্ধান্ত খুবই কঠিন ছিল এবং এটি আমার জীবনে করা সবচেয়ে নিঃস্বার্থ কাজ কারণ তিনি আমার জীবনে মা আমার একমাত্র নিজের লোক।" 


দেখুন এখানে

নিজের সৎবাবাকে পাঠানো একটি হোয়াটস্যাপ মেসেজের স্ক্রিনশটও পোস্ট করেন আহাদ। 


বিভ্রান্তি ও স্পষ্টীকরণ

উপরন্তু, @all.about.পাকিস্তান নামের এক ইনস্টাগ্রাম পেজ, যারা এই ভিডিও প্রথমদিকে পোস্ট করেছিলেন, তারা একটি ইনস্টাগ্রামের স্টোরিতে স্পষ্ট করে জানায় ইংরেজিতে 'marries off' বাক্যাংশ বিবাহের আয়োজন করা বোঝায়, যুবক তার মাকে নিজেই বিয়ে করেছেন এমনটা বোঝায় না।



Tags:

Related Stories