পশ্চিমবঙ্গের (West Bengal) প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) "পার্থ দা কে আবার চাই" গানের তালে নাচের ভিডিওটি ভুয়ো (fake) ও বিকৃত করা (morphed)।
বুম দেখে আসল ভিডিওটির নেপথ্যের গান ভিন্ন যা ভাইরাল ভিডিওটিতে প্রচারের জিঙ্গেল জুড়ে তৈরি করা হয়েছে।
পার্থ চট্টোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের বানিজ্য, শিল্প ও উদ্যোগ মন্ত্রণালয় থেকে বৃহঃস্পতিবার বরখাস্ত করা হয়েছে তাঁর বিরুদ্ধে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতিতে অনৈতিক লেনদেনে নাম জড়ানোয়।
এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি) অভিযোগ করে ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে। পরে বেলঘরিয়ার আবাসন থেকেও বহুমূল্য সোনার অলঙ্কার ও আরও বিপুল পরিমান টাকা উদ্ধার করে ইডি আধিকারিকরা।
ওই ১৫-সেকেন্ডের ভিডিওতে অর্পিতা মুখোপাধ্যায়কে "পার্থ দা কে আবার চাই" গানের তালে নাচতে দেখা যায়। পার্থ চট্টোপাধ্যায় বেহাল পশ্চিম কেন্দ্রে নির্বাচিত হন গত বছর।
ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টগুলিতে লেখা হয়েছে, "অর্পিতা মুখোপাধ্যায় "ও পার্থ দা তোমায় চাই" গানের তালে নেচেছিল ইডি ২০ কোটি টাকা সহ ধরবার আগে। অবাক হওয়ার কিছু নেই মমতা ইডির সঙ্গে লড়ছেন না। এটাকে বলে শিল্পিক প্রতিদ্বন্ধীতা। কোন সাহসে সে নাচল।"
আর্কইভ টুইটি দেখুন এখানে।
আরও পড়ুন: ২১ জুলাই মঞ্চে ছিলেন অর্পিতা মুখোপাধ্যায় ভুয়ো দাবিতে ছড়াল পুরনো ছবি
তথ্য যাচাই
বুম অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের সোশাল মিডিয়া প্রোফাইল ফেসবুক ও ইনস্টাগ্রামে খুঁজে দেখে। আমরা মূল ভিডিওটি অর্পিতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রিল হিসাবে পোস্ট হতে দেখি ২০২১ সালের ১৫ অগস্ট।
অর্পিতার রিলটিতে নেপথ্য গান ছিল সাবরিনা কার্পেন্টারের "লুক অ্যাট মি" যা ইউটিউবে দেখা যাবে এখানে।
আর ভাইরাল ভিডিওতে বদল করা গানটি পার্থ চট্টোপাধ্যায়ের ভোট প্রচারের জিঙ্গেল "পার্থ দা কেআবার চাই" যা কেডি, তাপস রায় এবং শান্তনু রায়ের তৈরি করা যা ১৫ মার্চ ২০২১ ইউটিউবে প্রকাশ করা হয়েছিল রাজ্যের বিধানসভা ভোটের আগে।
আরও পড়ুন: ভাইরাল পোস্টের দাবি সাধারণের জন্য শৌচাগারের ওপর বসল জিএসটি