Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

উত্তরাখণ্ডে স্কুলের ভাঙা ছাদের ছবি গুজরাতের বলে ছড়ানো হল

বুম যাচাই করে দেখে ভাঙা ছাদের ছবিটি উত্তরাখণ্ডের আলমোড়ায় টাল্লা সল্ট এর একটি স্কুলের।

By - Sk Badiruddin | 6 Dec 2021 1:13 PM GMT

উত্তরাখণ্ডের (Uttarakhand) আলমোড়ায় একটি সরকারি স্কুলের ভাঙা ছাদের ছবি, গুজরাতে (Gujarat) সরকারি স্কুলের (Government school) শোচনীয় অবস্থা বলে শেয়ার করা হচ্ছে।

ছবিটিতে দেখা যায় একটি ক্লাসরুমে ভাঙা ছাদের নীচে বসে পড়ুয়ারা পড়াশোনা করছে। সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টি শাসিত গুজরাতে উন্নয়নের প্রতি কটাক্ষ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন।

সোশাল মিডিয়ায় ছবিটির ক্যাপশনে বলা হয়েছে, "গুজরাত সরকার সম্প্রতি সৌর বিদ্যুৎ নির্ভর স্কুল খুলেছে। মোদীজিকে ধন্যবাদ।"

দুটি টুইট দেখুন এখানেএখানে

টুইট দু'টি আর্কাইভ করা আছে এখানেএখানে

টুইটের ছবিগুলি একই দাবি সমেত ফেসবুকেও পোস্ট করা হয়। দু'টি ফেসবুক পোস্ট দেখুন এখানে ও এখানে

Full View

আরও পড়ুন: বাবরি মসজিদ ধ্বংসের সাথে সম্পাদনা করে জোড়া হল বার্লিনে পতাকা তোলার ছবি

তথ্য যাচাই

বুম ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে। দেখা যায়, ভাঙ্গাচোরা ক্লাসরুমের ছবিটি গুজরাটের নয়। ১০ মার্চ, ২০১৮ 'দৈনিক জাগরণ' ওই ছবিটি সমেত একটি রিপোর্ট প্রকাশ করে। তাতে বলা হয়, উত্তরাখণ্ডের আলমোড়ায় টাল্লা সল্ট-এর খাটোলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই রকম অবস্থা। ছবিটিতে দেখা যাচ্ছে, ভাঙা ছাদের তলায়, বিপজ্জনক অবস্থায় বাচ্চাদের পড়ানো হচ্ছে।

স্থানীয় মানুষদের কথা অনুযায়ী, বর্ষার সময় ক্লাসরুমগুলি প্রায় জলমগ্ন হয়ে যায়। ফলে ব্যাহত হয় পড়াশোনা।

কিওয়ার্ডের সাহায্যে আরও সার্চ করে আমরা ৬ মার্চ ২০১৯ প্রকাশিত 'অমর উজালা'-র একটি প্রতিবেদন দেখতে পাই। ভাইরাল ছবিতে যে ক্লাসরুম দেখা যাচ্ছে, ওই প্রতিবেদনেও সেই একই ক্লাসরুমের ছবি ব্যবহার করা হয়।


বুম ভাইরাল ছবিটির সঙ্গে খবরে প্রকাশিত ছবি মিলিয়ে দেখে।

নীচে সেগুলি দেওয়া হল।

ভাইরাল ছবি ও অমর উজালাতে প্রাকশিত ছবির তুলনা।

Related Stories