মাটির বাড়ি ও মাটির রাস্তা সহ একটি গ্রামীণ প্রেক্ষাপটে এক ব্যক্তির নারকেল গাছের পাতা (coconut leaves) দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মূর্তি (statue) বানানোর একটি এআই নির্মিত (AI generated) ভিডিও আসল বলে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বুম ভিডিওটি একাধিক এআই যাচাইকারী টুলে পরীক্ষা করে নিশ্চিত হয় সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
দাবি
২৫ সেকেন্ডের ভাইরাল ভিডিওটি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "নারকেল পাতা দিয়ে তৈরি নরেন্দ্র মোদীর মূর্তি মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
পশ্চিমবঙ্গ বিজেপির মিডিয়া সহ-আহ্বায়ক কেয়া ঘোষও পোস্টটি তার নিজস্ব এক্স হ্যান্ডেলে শেয়ার করে লেখেন, "এটা অসাধারণ! আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির প্রতি শিল্পীর প্রকৃত ভালোবাসা, সম্মান ও স্নেহ প্রদর্শন করে।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
ভাইরাল ভিডিও এআই নির্মিত: বুম ভাইরাল দাবিটি যাচাই করতে প্রাসঙ্গিক কিওয়ার্ড এবং রিভার্স ইমেজ সার্চ করে। তবে, সার্চের মাধ্যমে আমরা কোনও বিশ্বাসযোগ্য তথ্যসূত্র পাইনা যা ভিডিওটি আসল বা শিল্পীর পরিচয় কিংবা অবস্থান এধরণের কোনও তথ্য সম্পর্কে জানায়।
এরপর, আমরা ভিডিওটি নিউ ইয়র্কের বাফেলো ইউনিভার্সিটির মিডিয়া ফরেনসিক্স ল্যাবের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী টুল ডিপফেক-ও-মিটারে পরীক্ষা করি। এই পরীক্ষায় আমরা ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার ইঙ্গিত পাই।
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের বিষয়ে নিশ্চিত হতে, আমরা ভিডিওটি এরপর এআই যাচাইকারী টুল হাইভ মডারেশনে পরীক্ষা করি। হাইভ মডারেশনে পরীক্ষার ফলাফল অনুসারে ভিডিওটি ৯৯.৯% কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।






