Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

কংগ্রেস নেতাদের স্বার্থপর বলেছেন প্রিয়াঙ্কা গান্ধী? ভিডিওটি সম্পাদিত

বুম দেখে প্রিয়াঙ্কা গান্ধী বঢরার বক্তব্যের অংশগুলি সম্পাদনা করে ভিডিওটির প্রেক্ষাপট বদলে ছড়ান হয়।

By -  Sachin Baghel |

25 Sep 2023 12:20 PM GMT

সম্প্রতি কংগ্রেস (Congress) নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) বক্তৃতার এক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিওতে তাকে ছত্তীসগঢ়ে কংগ্রেসের একটি সভায় কথা বলতে ও নেতাদের ক্ষমতার প্রতি আকৃষ্ট থাকার বিষয় নিয়ে সরব হতে দেখা যায়।

ভাইরাল এই ভিডিওটি শেয়ার করে দাবি করা হয় প্রিয়াঙ্কা গান্ধী বলছেন ছত্তীসগঢ়ের কংগ্রেস সরকারের প্রতিনিধিরা ক্ষমতার প্রতি আকৃষ্ট। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ওই ভিডিও পোস্ট করে ছত্তীসগঢ়ের কংগ্রেস নেতাদের নিয়ে ব্যঙ্গ করেছেন।   

ভিডিওটিতে প্রিয়াঙ্কা গান্ধীকে বলতে শোনা যায়, "আপনারা প্রায়ই দেখেছেন মানুষ ক্ষমতার পিছনে দৌড়ায়, বিশেষ করে নেতারা। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি এমন অনেক নেতা আছেন যারা শুধুমাত্র ক্ষমতা অর্জনের জন্য ইচ্ছুক এবং উচ্চাকাঙ্খী। তারা ক্ষমতা চায় যাতে তাদের সম্মান বাড়ে, যাতে তারা অনেক টাকা অর্জন করতে পারে, এবং তারা যাতে নিজেদের জন্য বড় বাড়ি তৈরি করতে পারে। আমি গর্বের সাথে বলছি আজ ছত্তীসগঢ়ের কংগ্রেস পার্টির নেতৃত্ব ঠিক এই ধরণেরই।"  

বুম দেখে কাঁটছাট করে ভিডিওটি বানান হয়েছে। আসল বক্তৃতায় থাকা প্রিয়াঙ্কা গান্ধীর কিছু অংশ সম্পাদনা করে ভিডিওটি তারই করা হয় যাতে তার বক্তব্যের অর্থ পাল্টে যায়। 

ফেসবুকে এক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে হিন্দিতে লেখেন, "প্রিয়াঙ্কা গান্ধী নিজের বক্তৃতায় ভুপেশ বাঘেল এবং কংগ্রেসের নেতাদের নিয়ে এমন সত্যি কথা বলে দিলেন যার জন্য কংগ্রেস দপ্তরে ক্ষমা চাইতে হলো তাকে।"


এই পোস্টের আর্কাইভ দেখা যাবে এখানে

অনেক ব্যবহারকারীই একই দাবি সহ ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন। তার মধ্যে কিছু পোস্ট দেখা যাবে এখানে


বুম ভিডিওটি একই ধরণের দাবিসহ হোয়াটস্যাপ টিপলাইনেও পায়।




তথ্য যাচাই

বুম লক্ষ্য করে ভাইরাল ভিডিওতে থাকা ফ্রেমগুলিটি খুব শীঘ্র পরিবর্তন হচ্ছে ও এই ভিডিও খুব তাড়াতাড়ি সমাপ্ত হয়ে যায়। এর থেকে আমরা অনুমান করি সম্পাদনা করে ভিডিওটি তৈরি করা হয়েছে।

আমরা কিছু সম্পর্কিত কীওয়ার্ড ব্যবহার করে ইউটিউবে ভিডিওটি খোঁজার করার চেষ্টা করে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তার সম্পূর্ণ বক্তৃতার এক ভিডিও খুঁজে পাই। দেখা যায় ২২ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ভিডিওটি আপলোড করা হয়েছিল।

ভাইরাল ভিডিওতে থাকা অংশটি এই ভিডিওর ১৬ মিনিট ২০ সেকেন্ড অংশে শোনা যাবে।  

Full View

প্রিয়াঙ্কা গান্ধী বঢরা তার বক্তৃতায় বলেন, "আপনারা প্রায়ই ভেবেছেন মানুষ ক্ষমতার পিছনে দৌড়ায়, বিশেষ করে নেতারা। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি এমন অনেক নেতা আছেন যারা শুধুমাত্র ক্ষমতার জন্য আগ্রহী এবং উচ্চাকাঙ্খী। তারা ক্ষমতা চায় যাতে তাদের সম্মান বাড়ে, যাতে তারা অনেক টাকা অর্জন করতে পারে, এবং তারা যাতে নিজেদের জন্য বড় বাড়ি তৈরি করতে পারে।"

এরপর তিনি বলেন, "তারা এক ধরণের নেতা। কিন্তু এমন এক অন্য ধরনের নেতারাও আছে যারা ক্ষমতা চান সেই ক্ষমতার মাধ্যমে জনগণের জন্য ভালো করবে বলে। আমি গর্ব করে বলছি আজ ছত্তীসগঢ়ের ভারতের কংগ্রেস পার্টি এই ধরনের। তারা এমনভাবে ক্ষমতা ব্যবহার করে যাতে সবার কল্যাণ হয়।" 

এর থেকে স্পষ্ট হয়ে যায় ভাইরাল ভিডিওতে প্রিয়াঙ্কা গান্ধী বঢরার বক্তব্যের মাঝের অংশটি সম্পাদনা করে বাদ দেওয়া হয়েছে। 

আমরা আইবিসি২৪ সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলেও প্রিয়াঙ্কা গান্ধীর ভাষণের পুরো ভিডিও খুঁজে পাই। এই ভিডিওতে, তিনি অন্যান্য নেতাদের তাদের নিজস্ব স্বার্থের জন্য ক্ষমতা ব্যবহার না করার কটূক্তি করেছেন। ভিডিওটির ১৮ মিনিট ১০ সেকেন্ড অংশে সেই বক্তব্য শোনা যাবে।

Full View

ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে


Related Stories