সাংবাদিক রানা আয়ুবের (Rana Ayyub) নামে একটি ভুয়ো (fake quote) উদ্ধৃতি ছড়িয়ে দেওয়া হয়েছে। ওই ভুয়ো উদ্ধৃতিটি শিশু ধর্ষণকারীদের (rapists) সপক্ষে করা হয়েছে। সেখানে আয়ুবের নাম উদ্ধৃত করে মিথ্যে দাবি করা হয়েছে যে তিনি 'শিশু ধর্ষণকারীদের মৃত্যুর সাজা দেওয়ার অধ্যাদেশ আনার' জন্য ভারত সরকারের সমালোচনা করেছেন।
বুম যাচাই করে দেখে যে ভাইরাল হওয়া মন্তব্যটি ভুয়ো। @RepubIicTv-এর টুইটার অ্যাকাউন্ট থেকে এই উদ্ধৃতিটি সমেত একটি টুইট করা হয়েছিল। ওই অ্যাকাউন্টটি বর্তমানে বাতিল করা হয়েছে।
বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী @RepubIicTV-এর টুইটার হ্যান্ডেল থেকে করা এই ভাইরাল টুইটির স্ক্রিনশট শেয়ার করেছেন, সঙ্গে ওই সাংবাদিককে ধিক্কার জানিয়ে ক্যাপশনও দিয়েছেন। যে উদ্ধৃতিটি রানা আয়ুবের নামে শেয়ার করা হয়েছে, তার অনুবাদ, " শিশু ধর্ষণকারীরাও মানুষ। তাদের কি কোনও মানবাধিকার নেই? মুসলিমদের আরও বেশি সংখ্যায় ফাঁসিকাঠে ঝোলানোর জন্য এই হিন্দুত্ববাদী সরকার শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে মৃত্যুর সাজার অর্ডিন্যান্স আনছে। ভারতে মুসলিমরা আর নিরাপদ নন: রানা আয়ুব"
এই স্ক্রিনশটটি ফেসবুকেও শেয়ার করা হয়েছে।
এই টুইটের স্ক্রিনশট সমেত একটি ফেসবুক পোস্টে ক্যাপশন দেওয়া হয়েছে, "খুবই নিন্দনীয়…!! উনি কি এটাই মেনে নিচ্ছেন যে, শিশু ধর্ষণকারীদের একটা বড় অংশ মুসলিম সম্প্রদায়ের…!! অত্যন্ত ন্যাক্কারজনক মন্তব্য… শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে যদি সরকার কড়া আইন প্রণয়ন করে, তবে অসুবিধা কী??"
পোস্টটি দেখুন এখানে।
টুইটটির স্ক্রিনশট দিয়ে একটি গ্রাফিকও তৈরি করা হয়েছে। 'পোস্ট কার্ডে'র একটি লোগোও গ্রাফিকটিতে দেখা যাচ্ছে।
পোস্টটি দেখুন এখানে।
স্ক্রিনশটটি টুইটারেও শেয়ার করা হয়েছে।
টুইটটি দেখুন এখানে আর আর্কাইভ দেখা যাবে এখানে।
আরও পড়ুন: ঐশী ঘোষের কপালে উধাও দাগ ভুয়ো দাবিতে ছড়াল সম্পাদনা করা ছবি
তথ্য যাচাই
বুম স্ক্রিনশটটি খুঁটিয়ে দেখে এবং দেখতে পায় যে, এই টুইটটি @RepubIicTv নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। ঐ টুইটার হ্যান্ডেলের উপর কোনো নীল টিক চিহ্ন নেই, যা দেখে বোঝা যায় যে এটি যাচাই করা হ্যান্ডল নয়। সংবাদসংস্থা রিপাবলিক টিভির টুইটার হ্যান্ডেলটি যাচাই করা, তা হল @republic।
নীচে @Republic টিভির যাচাই করা টুইটার হ্যান্ডেল এবং ভেকধারী হ্যান্ডেল @RepubIic-এর তুলনা দেওয়া হল।
বুম @RepubIcTv নামক টুইটার হ্যান্ডেলটির খোঁজ করে দেখতে পায় যে, সেটি বর্তমানে বাতিল হওয়া অবস্থায় রয়েছে।
তা ছাড়া এই ভাইরাল ছবিটিকে ভুয়ো বলে ব্যাখ্যা করে ২০১৯ সালের ১০ জুন আয়ুব একটি টুইট করেন।
সেই টুইটে তিনি লেখেন, "ইসলামের নামে শিশু ধর্ষণকারীদের সপক্ষে আমি যুক্তি দিচ্ছি, ফোটোশপ করা এই ভুয়ো টুইটটি সোশাল মিডিয়ায় আমার নাম করে ছড়িয়ে দেওয়া হয়েছে। অশোক পণ্ডিত থেকে শুরু করে পুরো দক্ষিণপন্থী গোষ্ঠী এটি শেয়ার করেছে। তোমাদের মানসিকতা এত ঘৃণ্য।"