Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

বিহারে ভোটার অধিকার যাত্রার দাবিতে ছড়াল মহারাষ্ট্রের ধর্মীয় অনুষ্ঠানের ভিডিও

বুম যাচাই করে দেখে ভিডিওটি ২০২৫ সালের জুলাই মাসে মহারাষ্ট্রের বুলঢানা জেলায় অনুষ্ঠিত এক ধর্মীয় যাত্রার।

By -  Rohit Kumar |

28 Aug 2025 2:25 PM IST

রাস্তার উপর বিশাল জনসমাগমের এক ভিডিও শেয়ার করে সম্প্রতি কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাকে লোকসভায় বিরোধী দলনেতা ও কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) নেতৃত্বে বিহারে 'ভোটার অধিকার যাত্রা'র দৃশ্য বলে দাবি করেন।

বুম দেখে, ভিডিওটি ২০২৫ সালের জুলাই মাসে মহারাষ্ট্রের বুলঢানা জেলার শেগাঁওয়ে অনুষ্ঠিত একটি ধর্মীয় যাত্রার। অন্যদিকে, বিহারে রাহুল গান্ধীর নেতৃত্বে ভোটার অধিকার যাত্রা শুরু হয়েছিল ১৭ অগাস্ট ২০২৫ থেকে।

বিহারের বর্তমান বিধানসভার মেয়াদ ২০২৫ সালের নভেম্বর মাসে শেষ হচ্ছে। বছরের শেষে বিধানসভা নির্বাচন হওয়ার কথা সেরাজ্যে। নির্বাচনের আগে রাহুল গান্ধী নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে গত নির্বাচনে ভোট চুরির গুরুতর অভিযোগ করেছেন এবং বিষয়টি নিয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী দল বিহারে ১৫ দিনের ভোটার অধিকার যাত্রার আয়োজন করছে। এরই প্রেক্ষাপটে শেয়ার করা হচ্ছে ভিডিওটি।

ভাইরাল দাবি 

ফেসবুকে একজন ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘ভোটার অধিকার যাত্রায় উপরে পড়া জনস্রোত’।

বিহারের দৃশ্য দাবি করে বাংলা ক্যাপশনসহ ভিডিওটি দেখুন এখানে ও তার আর্কাইভ দেখুন এখানে

অনুসন্ধানে আমরা কী পেলাম: ভিডিওটি মহারাষ্ট্রের

বুম দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কিছু কীফ্রেম গুগল লেন্সে সার্চ করে। এর মাধ্যমে আমরা Divya Varhad Marathi নামের এক ইউটিউব চ্যানেলে ১ অগাস্ট ২০২৫ তারিখে পোস্ট করা এই একই ভিডিওকে খুঁজে পাই। এছাড়াও ওই চ্যানেলে এই যাত্রার সাথে সম্পর্কিত ৯ মিনিটের একটি ভিডিও পাওয়া যায়।

ভিডিওর বিবরণে সেখানে উল্লেখ করা হয়, এটি খামগাঁও এবং শেগাঁওয়ের মধ্যে অনুষ্ঠিত পালকি যাত্রার ভিডিও। ভিডিওতে মারাঠিতে কথা বলতে বলতে সন্ত গজনান মহারাজের নাম উল্লেখ করা হয়েছে।

এই সূত্র ধরে আমরা গুগলে সার্চ করে জানতে পারি, মহারাষ্ট্রের বুলঢানা জেলার শেগাঁওয়ে সন্ত গজনান মহারাজের একটি বিখ্যাত ধর্মীয় স্থান উপস্থিত, যেখানে তার সমাধি ও বিশাল মন্দির রয়েছে।

শেগাঁওয়ের গজনান মহারাজ ইনস্টিটিউট প্রতি বছর ধর্মীয় উৎসব এবং আষাঢ়ী একাদশীতে গজনান মহারাজের পালকি যাত্রা আয়োজন করে, যেখানে লক্ষাধিক ভক্ত অংশ নেন। এই যাত্রা প্রায় ৬০ থেকে ৬৫ দিন ধরে চলে, যা সাধারণত জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে অগাস্টের শেষ অবধি চলে।

দ্য টাইমস অফ ইন্ডিয়ার ৩ জুন ২০২৫ সালের প্রতিবেদনে বলা হয়েছে, বুলঢানার শেগাঁওয়ে সন্ত গজনান মহারাজের ৫৬তম বার্ষিক পালকি যাত্রা শুরু হয়েছে। এ যাত্রায় অংশ নেন ৭০০-রও বেশি ওয়ারকারি (ভক্ত), ভজন মণ্ডলী, ঘোড়া এবং ওয়ারকারি ঐতিহ্যের বিভিন্ন প্রতীকী উপাদান। তারা পাণ্ডুরপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

ইউটিউব চ্যানেল Ucnnewslive-এর ৩১ জুলাই ২০২৫ সালের ভিডিও প্রতিবেদনে একই দৃশ্য তুলে ধরে জানানো হয়েছে, আষাঢ়ী একাদশীর সময় ভগবান বিটঠল-রুক্মিণীর দর্শনের উদ্দেশ্যে সন্ত গজনান মহারাজের পালকি শ্রীগাঁও থেকে পাণ্ডুরপুর গিয়েছিল। ৬১ দিনের পদযাত্রা শেষে তা আবার নিজের ঘর, অর্থাৎ শেগাঁওয়ের পথে রওনা হয়।

Full View



Tags:

Related Stories