সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি দোকানের (shop) মধ্যে ভূমিকম্পের প্রকোপে একজন কর্মীর উপর দোকানের আসবাবপত্র ভেঙে পড়ার একটি ভিডিও রাশিয়ায় (Russia) ভুমিকম্পের (earthquake) দৃশ্য দাবি করে ভাইরাল হয়েছে।
বুম অনুসন্ধান করে দেখে দাবিটি ভুয়ো। ভাইরাল ভিডিওয় মায়ানমারে ২০২৫ সালের মার্চ মাসের ভূমিকম্পের দৃশ্য দেখা যায়।
রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৮ তীব্রতার একটি ভূমিকম্পে কেঁপে ওঠে ৩০ জুলাই, ২০২৫। এই ভূমিকম্পের দৃশ্য হিসাবেই ছড়িয়ে পড়েছে ভাইরাল ভিডিওটি।
ভাইরাল দাবি
ভাইরাল ভিডিওয় সিসি ক্যামেরায় রেকর্ড করা কটি দোকানের ভেতরে দৃশ্য দেখা যায় যেখানে একজন মহিলা কর্মরতা ছিলেন। সেসময় ভূমিকম্পের প্রকোপে হঠাৎ করেই আসবাবগুলি সব তার গায়ের উপর পড়ে যায়। এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "ভূমিকম্প বিদ্ধস্ত রাশিয়া !!"
সংবাদ প্রতিদিন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে দাবি করে, "ভূমিকম্পে দুলে উঠল রাশিয়া, সুনামি জাপান-হাওয়াই দ্বীপে।"
অনুসন্ধানে আমরা কী পেলাম: মার্চ মাসে মায়ানমারের ভূমিকম্পের দৃশ্য
১. ভাইরাল ভিডিও মায়ানমারের: আমরা ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে ভাইরাল ভিডিও সহ টাইমস নাও-এর এবছরের ৩১ মার্চের একটি ফেসবুক পোস্ট পাই। পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওটি মায়ানমারের একটি ইলেক্ট্রনিকসের দোকানের সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে সেদেশের ২৮ মার্চ, ২০২৫-এর ভূমিকম্পের সময়।একই ভিডিও টাইমস নাও-এর ইনস্টাগ্রাম পেজেও দেখা যায়।
এছাড়াও, দৈনিক ভাস্কর, ইতালীয় সংবাদমাধ্যম নোভা নিউজ, সারবিয়ান সংবাদমাধ্যম ইনফরমার.আরএসেও ভিডিওটি মায়ানমার ভূমিকম্পের বলে প্রকাশিত হয় ২০২৫ সালের মার্চ মাসে।
২. মায়ানমার ভূমিকম্প: ৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় মায়ানমার ২৮ মার্চ, ২০২৫। মান্দালয়ের কাছাকাছি কেন্দ্রস্থল থেকে ছড়িয়ে পড়া কম্পনের প্রভাব ছড়িয়ে পড়ে প্রতিবেশী দেশ থাইল্যান্ডে, এমনকি ভারতেও কম্পন অনুভূত হয়।