সমুদ্রের পাড়ে জলোচ্ছ্বাসের একটি পুরনো ভিডিও শেয়ার করে সেটি রাশিয়ার (Russia) সাম্প্রতিক সুনামির (Tsunami) দৃশ্য বলে ভুয়ো দাবি করেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।
বুম দেখে ভিডিওটি আসলে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার ডারবান সমুদ্রতটে হওয়া 'মিনি সুনামি'-র, রাশিয়ার নয়।
গত ৩০ জুলাই রিখটার স্কেলে ৮.৮ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়ার কামচাটকা উপদ্বীপ। এই শক্তিশালী ভূমিকম্পের থেকে সৃষ্টি হয়েছে সুনামি যার আছড়ে পড়া ঢেউ অন্তত চার মিটার বা ১৩ ফিট উচ্চতা সমান। জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায়ও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
ভাইরাল দাবি
রাশিয়ায় ভূমিকম্প থেকে তৈরি সুনামির খবর প্রকাশ্যে আসতে রাশিয়ার দৃশ্য হিসাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভাইরাল ভিডিওটি। এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "রাশিয়া ভূমিকম্প ফলে সুনামি দেখুন।" পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম: ভাইরাল ভিডিও দক্ষিণ আফ্রিকার
১. ভাইরাল ভিডিও পুরোনো: বুম ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে ২০১৭ সালের ১২ মার্চ একটি ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওটি আপলোড করা দেখতে পায়। ক্যাপশন অনুসারে ভিডিওটি দক্ষিণ আফ্রিকার ডারবানের।
কিওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা দেখি একই ভিডিও দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম কানেক্ট নিউজ এসএ ও টাউন প্রেস এসএ-র ইউটিউব চ্যানেলেও আপলোড করা হয়ছিল ২০১৭ সালের মার্চ মাসে। ক্যাপশনে ভিডিওয় দৃশ্যমান জলোচ্ছ্বাসকে মিনি সুনামি বলা হয়েছে।
২. ডারবানের 'মিনি সুনামি': আমরা গুগলে কিওয়ার্ড সার্চ করে ২০১৭ সালে ডারবানের মিনি সুনামি সম্পর্কে একাধিক সংবাদ প্রতিবেদন পাই। ভাইরাল ভিডিওসহ দ্য সিটিজেনের ১২ মার্চ, ২০১৭-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মাদাগাস্কারের সাইক্লোন ওয়েদার সিস্টেমই ডারবানের উত্তর উপকূল অঞ্চলে ঝড় ও জলোচ্ছ্বাসের কারণ। বড় বড় ঢেউ উপকূলে আছড়ে পড়ার ফলে সেসময় পর্যটকদের জন্য উপকূলটি বন্ধও করে দেওয়া হয়। মিনি সুনামিতে ডারবানের ওই উপকূল অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছিল বলেও জানা যায়।
এবিষয়ে দ্য টেলিগ্রাফ ও মিররও প্রতিবেদন প্রকাশ করে।