সম্প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের (Glen Maxwell) সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পা ছুঁয়ে প্রণাম করার এক ছবি শেয়ার করে দাবি করা হয় ৭ নভেম্বর তারিখে অস্ট্রেলিয়ার সাথে আফগানিস্তানের ম্যাচের সময় এভাবেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে শ্রদ্ধা জানান ম্যাক্সওয়েল।
বুম যাচাই করে দেখে আসল ছবিতে সচিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে আফগান দলের সাথে তার আলাপকালে একজন আফগান ক্রিকেট দলের সদস্যের সাথে করমর্দন করছেন।
এবছরের ৭ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাক্সওয়েল সাম্প্রতিক আইসিসি ক্রিকেট বিশ্বকাপে এক বিরল ডাবল সেঞ্চুরি করেন যা অস্ট্রেলিয়াকে তিন উইকেট ও তিন ওভার বাকি থাকতেই জয়ের দিকে নিয়ে যায়। ভাইরাল ছবিটি এই প্রেক্ষাপটেই শেয়ার করা হচ্ছে।
ফেসবুকে ছবিটি পোস্ট করে এক ব্যক্তি ক্যাপশন হিসেবে লেখেন, "আমাদের ভারত মহান ম্যাক্সওয়েল তার দলকে ডাবল সেঞ্চুরি করে জয়ের দিকে নিয়ে যাওয়ার পরে, তিনি মাস্টার ব্লাস্টার ভারতীয় রান মেশিন, মহান খেলোয়াড় ভারতরত্ন শচীন টেন্ডুলকার -এর পা স্পর্শ করেছিলেন। এটা আমাদের সকল ভারতীয়দের জন্য গর্বের মুহূর্ত।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
বুম প্রথমে কীওয়ার্ড সার্চের মাধ্যমে ম্যাক্সওয়েলের তেন্ডুলকরের পা স্পর্শ করা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন খোঁজার চেষ্টা করে কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন খুঁজে পায়নি।
এর পরিবর্তে আমরা ইউটিউবে বেশ কয়েকটি চ্যানেলে ৭ নভেম্বর হওয়া আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার খেলাতে সময় অন্যান্য খেলোয়াড়দের তেন্ডুলকরের পা স্পর্শ করার মতন অনেকগুলি অনুরূপ দাবি লক্ষ্য করি। সেরকমেরই কিছু দাবিতে বলা হয়, ইব্রাহিম জাদরান তেন্ডুলকরের পা ছুঁয়েছিলেন, আবার অন্য এক দাবিতে বলা হয় রশিদ খানও এমনটা করেছিলেন।
ওই কীওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা ম্যাচের আগে আফগান দলের সাথে তেন্ডুলকরের কথোপকথনের বেশ কয়েকটি ভিডিও ও ছবি খুঁজে পাই যখন তিনি আফগান খেলোয়াড়দের উজ্জীবিত করার জন্য এক 'পেপ টক'ও দিয়েছিলেন। আমরা সেখানে দেখতে পাই তেন্ডুলকর ঠিক একই ডোরাকাটা টি-শার্ট পরেছিলেন যেমনটি ভাইরাল ছবিতে দেখা গেছে।
এর থেকে ধারণা করে আমরা তেন্ডুলকার ও আফগান খেলোয়াড়দের মধ্যে হওয়া আলাপচারিতার বিভিন্ন ছবি দেখতে দেখতে গেটি ইমেজেসের প্রকাশিত এক ছবি খুঁজে পাই যেখানে তেন্ডুলকারকে আফগান ক্রিকেটের জার্সি গায়ে এক ব্যক্তির সাথে করমর্দন করতে দেখা যায়।
বুম লক্ষ্য করে ওই ছবিতে থাকা তেন্ডুলকারের দৃশ্যটির সাথে ভাইরাল ছবিতে দৃশ্যের খুব মিল রয়েছে।
বুম ছবি দুটিকে পাশাপাশি তুলনা করে দেখে তেন্ডুলকরের পোলো টি-শার্টের ছায়া এবং ভাঁজের দৃশ্য দুটি ছবিতেই ঠিক একই রকমের।
আমরা ভাইরাল হওয়া ছবিতে সচিনের হাতের অংশকে আরও জুম করে লক্ষ্য করি তাকে ম্যাক্সওয়েলের ফ্রেমের পিছনে অন্য কারোর হাত ধরতে দেখতে পাওয়া যায়। আফগানিস্তানের জার্সিতে তেন্ডুলকরের হাত নাড়ানোর ছবির সাথে তার মিল খুঁজে পাওয়া যায়।
এটি প্রমাণ করে গেটি ইমেজের ছবি থেকে তেন্ডুলকারের অংশটি নিয়ে ম্যাক্সওয়েলের সাথে যুক্ত করা করে ভাইরাল ছবিটি তৈরি করা হয়েছে।
ম্যাচ চলাকালীন ম্যাক্সওয়েল বা অন্য কোনও খেলোয়াড় তার পা ছুঁয়েছিল কিনা সে বিষয়ে মন্তব্যের জন্য বুম তেন্ডুলকারের সাথে যোগাযোগ করেছে। এবিষয়ে সচিনের প্রতিক্রিয়া পেলে প্রতিবেদনটিতে তা যোগ করা হবে।
(অতিরিক্ত রিপোর্টিং: সুজিত এ)