সম্প্রতি একজন ব্যক্তির ভিডিও দেখা যায় যেখানে তিনি জলের তলায় স্কুবা ডাইভিং করছেন হাতে হনুমান পতাকা নিয়ে। দাবি করা হয় এই ব্যক্তি ভারতীয় নৌবাহিনীর একজন সদস্য।
বুম যাচাই করে দেখে এই ব্যক্তি আসলে গুজরাতের একজন ডাইভিং প্রশিক্ষক। তিনি ভারতীয় নৌবাহিনীর সদস্য নন। এছাড়াও এই দাবিকে সরাসরি খারিজ করেন ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র।
২২ জানুয়ারী ২০২৪ তারিখে উদ্বোধন হয় অযোধ্যার রাম মন্দির যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ বহু প্রভাবশালী ব্যক্তিত্বরা। এই উদ্বোধনকে ঘিরেই ছড়াল বিভ্রান্তিকর পোস্টটি।
ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে দেখা যায় এবং ক্যাপশনে লেখা হয়,"ভারতীয় নৌবাহিনী....জলের তলায়....জয় শ্রী রাম।"
এই ধরণের বেশ কিছু পোস্ট দেখতে এখানে, এখানে এবং এখানে ক্লিক করুন।
তথ্য যাচাই
বুম এই সংক্রান্ত একটি কিওয়ার্ড সার্চ করে যার থেকে আমরা একটি সংবাদসংস্থা পিটিআইয়ের একটি টুইট খুঁজে পাই। এই টুইটে হনুমান পতাকা হাতে নেওয়া ব্যক্তির দৃশ্যটিও দেখা যায়।
আমরা লক্ষ্য করি পিটিআইয়ের এই টুইট ভারতীয় নৌবাহিনীর কোনও উল্লেখ নেই এবং বলা হয় এটি গুজরাতের শিবরাজপুর সৈকতে তোলা।
এই সূত্র ধরে আমরা আরেকটি কিওয়ার্ড সার্চ করায় গুজরাতি জাগরণের একটি প্রতিবেদন খুঁজে পাই যেখানে ভিডিওতে দেখতে পাওয়া ব্যক্তিটির নাম করোমনভা চামড়িয়া বলা হয়। আরও উল্লেখ করা হয় তিনি একজন ডাইভিং প্রশিক্ষক। তার ভারতীয় নৌবাহিনীর সাথে যোগ থাকার কোনও উল্লেখ এই প্রতিবেদনে দেখা যায়নি।
এরপর আমরা যোগাযোগ করি ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্রের সাথে যিনি সরাসরি জানান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই দাবি সঠিক নয়।